বিদেশ যাওয়ার বিদায় স্ট্যাটাস-বিদেশ যাওয়া নিয়ে ক্যাপশন ও উক্তি
বিদেশ যাওয়ার স্ট্যাটাস সাধারনত অনেক বেশি আবগেপ্রবণ ও হৃদয়ছোঁয়া হয়। যখন প্রিয়োজন কে বিদায় জানানোর সময় আসে ঠিক ওই সময়টাতে আনন্দ, উত্তেজনা এবং বিষাদের মিশ্র অনুভূতি কাজ করে।
হাসি মুখে কাউকে কি কখনো বিদায় দেওয়া যায়? বিদায় সে ত অনেক কষ্টের ব্যপার। মৃত্যে কাউকে বিদায় দেওয়ার চেয়ে, জীবিত কাউকে কয়েক বছরের জন্য বিদায় বলাটা নিদারুন কষ্টের। যা মেনে নিতে নিজেই নিজের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করতে হয়। প্রতি ক্ষণে ক্ষণে মৃত্যুর স্বাদ গ্রহন করতে হয়। খুব করে চাওয়া জিনিস যখন না পাওয়ার খাতায় জমা হয়। তখন পৃথিবীর শ্রেষ্ঠ কিছু হাতের মুঠোয় এলেও পাওয়ার ইচ্ছেটা মরে যায়।
পোস্ট সূচিপত্রঃ বিদেশ যাওয়ার বিদায় স্ট্যাটাস- বিদেশ যাওয়া নিয়ে ক্যাপশন ও উক্তি
প্রবাস জীবন সুখের হোক বন্ধু স্ট্যাটাস ১
বন্ধু প্রবাস জীবন মানে শুধু দূরত্ব নয়, এটা তোর এবং তোর পরিবারের স্বপ্ন পূরণের
পথ। তুই থেমে গেলে হতাশ হয়ে পড়লে কিভাবে সবার স্বপ্ন পূরণ করবি, তোর লক্ষে
পৈাছাবি কি করে। বন্ধু তুই ভুলেও পিছনে ফিরে চাস না, সামনের দিকে তাকা তোর উজ্জল
ভবিষ্য়ৎ তোকে ডাকছে। একবার তুই তোর পরিবারের কথা ভাব বন্ধু তোকে মানুষ করতে
আঙ্কেল আন্টি কত পরিশ্রম করেছেন। আজ সেই মা-বাবা কে ছেড়ে যেতে হয়তো খারাপ লগবে,
কান্না পাবে, কাউকে ছেড়ে যেতে মন চাইবে না, এগুলো সব মাত্র আবেগ। সবার সাথে থাকতে
মন চাইবে কিন্তু এখন যদি তুই স্বপ্ন পূরনের উদ্দশ্য নিয়ে পারি না দিতে
পারিস তাহলে দেখবি মাত্র কিছু দিন পরে থেকেই এই প্রিয়োজনগুলো প্রয়োজন ছাড়া খোজ
নিচ্ছেনা।
বন্ধু, তোর প্রবাস জীবন হোক সুখের, সাফল্য ভরা। অন্তরের গভির থেকে প্রাণভরা
ভালোবাসা ও অভিন্দন। কখনো আমাদের কথা মনে করে কষ্ট পাবি না, সবসময় আমরা তোর কাছে
আছি ভালোবাস অবিরাম। আজীবন তোর সাফল্য ও শুখ, সুস্থ্যতা কামনা করছি প্রবাসে ভালো
থাকিস। আল্লাহ হাফেজ।
আরো পড়ুনঃ পুড়ান ঢকার সেরা ১৫ টি দর্শনিয় স্থান
বিদেশে পাড়ি জমানোর সময় প্রিজনদের কাছ থেকে সময়িকভাবে বিছিন্ন হতে হয়। এতে
ভালোবাসার পরিবার, প্রিয়োজন, বন্ধুবান্ধব, সাবার কাছ থেকে বিদায় নিয়ে যেতে অনেক
বেশি কষ্টের সম্মু্খিন হতে হয়। জীবনে যত বেশি ভালো কিছু করতে চাইবে শুরুতে ততবেশি
দুঃখ কষ্ট অনুভব করতে হবে। তাই এই কষ্টে হতাশ না হয়ে সামনে ভালোদিনের কথা মাথায়
রেখে কাজ করে যাও বন্ধু আমার আশা করছি আল্লাহ তোমাকে ভালো প্রতিদান দিবেন।
যদি পারতাম বন্ধু তোর সাথে আমিও চলে যেতাম কিন্তু নিয়তি আমার আলাদা করবে,
সে জন্য চাইলেও তোর সাথে আমি যেতে পারছি না বা তুইও আমার সাথে থাকতে পারছিস না।
এত ভালোবাসা মায়া ত্যাগ করে দূর প্রবাসে থাকবি বন্ধু এতে তোর যেমন কষ্ট হবে ঠিক
তেমন কষ্ট আমাদেরও হবে, বিশেষ করে তোর মা-বাবার। যাইহোক এখন আর এইসব বিষয় নিয়ে
ভাবলে চলবে না। তোর লক্ষ হতে হবে টাকা, কত মানুষ দেখবি টাকার জন্য তোর পরিবারের
সাথে খারাপ আচরন করেছে, ভালো ব্যবহার পাননি তারা শুধুমাত্র টাকার জন্য। তাই সবার
মায়া ত্যাগ করে টাকার মায়া ধরতেই হবে তোকে এ ছাড়া আর কোন রাস্তা নায়। একটা
সময় দেখবি টাকার জন্য তোর সাথেও খারাপ আচরন করছে তোর প্রিয়োজন, এখন বিদেশ যাওয়ার
সময় অনেক প্রিয়োজন চোখের পানি ফেলে কাঁদছে এদের দেখে তোর দুর্বাল হলে চলবে না সচল
হতে হবে।
কারন এই আন্তিয় প্রিয়োজন একটা সময় তোকে মূল্য দিবে না তোর কাছে টাকা না থাকলে তাই
কারো কথাই কান না দিয়ে, কারো কথা চিন্তা না করে, ৫ বছর পর কি করবি সেটা ভাব। এখন
সাময়িক সবাই ভালোবাসা দেখাবে সবার জীবন আলাদা এটাই বাস্তব। তাই শুধু ভালো সময়ের
অপেক্ষা না করে ভালো সময়ের জন্য সব কিছু ত্যাগ করে কাজ করে যাওয়া টা বুদ্ধি মানের
কাজ হবে। সর্বশেষ তোর জন্য দোয়া ও ভালোবাসা রইলো প্রবাসে ভালো থাক, আল্লাহ রহমতে
ভালো থাক সুস্থ্যথাক, কাজ কর, স্বপ্ন পূরণ করে দেশে ফিরে আয়, ইনশাআল্লাহ আমাদের
দেখা হবে।
বড়ভাই কে প্রবাসে বিদায় দেওয়ার স্ট্যাটাস ২
বড়ভাই আজ হৃদয়টা খুব ভারি, মন প্রাণ থেকে তোমার প্রতি ভালোবাসা আজ ক্ষয়ে ক্ষয়ে
পরছে। প্রিয়ভাই আমার এতদিন কাছে ছিলে কতইনা রাগ অভিমান করেছি তোমাকে অনেক সময়
বকাও দিয়েছি। কখনো অনুভব করিনি তোমাকে এত বেশি ভালোবাসি, আজ আমার তোমকে জরিয়ে ধরে
কান্না করতে ইচ্ছে করছে, আজ তোমার শাশন মনে পরছে, পরিবারে বাবার পরে তুমি একমাত্র
মাথার উপর বৃক্ষ। আজ সেই তোমাকে প্রবাস পথে বিদায় জানাতে হচ্ছে, কষ্ট হলেও
বাস্তবতা মেনে নিতেই হবে। তাই আজ মন ভরে কান্না করেও দোয়া করি তোমার স্বপ্ন
পূরনের পথ যাত্রা শুভহোক পার্থনা করি আল্লাহর হেফাজতে বিদেশ পৈাছাও আমার প্রিয়
বড়ভাই।
আরো পড়ুনঃ যাত্রাবাড়ি দর্শনিয় স্থানসমূহ
ভাইয়া তোমার অনুপুস্থিতি আমাদের ভিষণ করে আন্তোরিকভাবে প্রভাবিত করবে😐 হঠাৎ করে
তোমাকে দূর প্রবাসে নিজের মনের বিরুদ্ধে বিদায় জানাতে আমার অন্তর কাপে উঠছে।
কিন্তু বাস্তবতাকে ত মেনে নিতে হবে, নিজেকে সান্তনা দিবো কিভাবে মাধ্যম
খুজে পাচ্ছি না, অনেকটা ছন্যছাড়া লাগছে নিজেকে। তোমার প্রভাব আমার জীবনে কতটা
পরেছে কিভাবে বলে বুঝাতে পারবো না। বড়ভাই জীবন পরিচালনা করার জন্য তোমার শেখানো
আচার আচরন শিক্ষা দিক্ষা আমি আমার জীবনে প্রতিফলন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
আমাদের নিয়ে তোমার দুশচিন্তা করতে হবে না, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো থাকবো আর
দোয়া করি তুমি প্রবাসে আল্লাহর হেফাজতে ভালো থাকো।
বিদায় বিষয় টা আবেগপ্রবন ও হৃদয়ছোয়া হয়ে থাকে, একদিকে পরিবার পরিজন ছেরে থাকার
আবেগময় অনুভূতি অন্যদিকে উজ্জ্বল ভবিষ্যৎ এর চিন্তা। এখন কিছু বছরের জন্য দেশের
মাটি, পরিবার, প্রিয় মানুষদের ছেড়ে দূর প্রবাসে পাড়ি জামাচ্ছো এই ত্যাগ তোমার
জীবনে বয়ে আনুক চির সুখের স্রত। আমি, আমরা কখনো তোমাকে অনুভব করতে দিবো না তুমি
আমাদের থেকে দূরে আছো ভাইয়া। ডিজিটাল প্রযুক্তিতে আমরা তোমার সাথে কানেক্ট থাকবো,
কোনো সময় নিজেকে একা মনে করবে না বড়ভাই , একেবারে ছুয়ে দেখতে না পারলেও মনের
প্রশান্তির জাগরন ঘটবে ভার্চুয়াল যোগাযোগের মাধ্যমে। আর তুমি থাকবে বিদেশে নতুন
অভিগতা আমাদের সাথে শেয়ার করবে আমরা আরো শিখতে চাই তোমার কাছ থেকে। বড় ভাই বিদেশ
যাওয়ার পথযাত্রা শুভ ও মঙ্গল হোক এই কামনা করি আমাদের সকলের ভালোবাসা তোমার সাথে
থাকবে, নতুন দেশে পৈাছে আগে আমাকে ফোন করবে আমি তোমার ফোনের অপেক্ষায় থাকবো
আল্লাহ হাফেজ কলিজার বড়ভাই আমার ।
স্বামী বিদেশ যাওয়ার স্ট্যাটাস ৩
স্বামী বিদেশ গেলে অনেকে নিজের আবেগ সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করতে চান,
কিন্তু নিজের আবেগ কিভাবে ব্যাক্ত করবেন এটাই বুঝতে পারেননা। নিজের মনের কথা
নিজের মত করে বলা যায় কিন্তু অন্যজনকে বুঝাতে অক্ষম। আমি এখানে কিছু আবেগপ্রবন,
ভালোবামূলোক ও অনুভুতি প্রকাশ করার সহজ মাধ্যম ও স্ট্যাটাস উল্লেখ করে দিচ্ছি।
সবার জীবনের মানে এক হয় না তবুও আপনি কিছু মিল পাবেন, যেখান থেকে বুঝতে পারবেন
কিভাবে নিজের অনুভূতি আপনার স্বামীর সাথে শিয়ার করবেন। যদিও আপনার সাথে আপনার
স্বামীর মিল মহব্বত আছে বিধায় আপনাদের জুটি মিলেছে, আপনার মনের ভাব আপনার প্রবাসি
স্বামী অল্পতে বুঝতে পারবেন। তারপরেও নিজের অনুভূতি একটা আলাদা করে গুছিয়ে বলতে
পারলে কেমন হয়। তাহলে আসুন আমরা স্ট্যাটাস গুলো দেখা শুরু করি।
আবেগপ্রবন স্ট্যাটাস
বিদেশ যাচ্ছো তুমি দেশে থাকবো আমি দুজোন দুই প্রান্তে থাকবো ছুতে পারবো না একে
অপরকে তবুও ভেবনা ভালোবাসা কমে যাবে তোমার প্রতি আমার। বুঝতাম না প্রেম কাকে বলে,
ভালোবাসতে হয় কিভাবে, আবেগ অনুভূতি প্রকাশের মাধ্যম একমাত্র তুমি ছিলে আর থাকবেও
তুমি। কখনো ভেবনা ভালোবাসা কমতি পরবে তোমার প্রতি আমার, তোমার দেওয়া ভালোবাসা শত
কটি মাইল পথ দূরে থাকলেও কমবে না। প্রিয় তুমি থাকবে দূর প্রবাসে আমি একা কিভাবে
থাকবো ঘরে, সামাজিক যোগাযোগ হবে তোমার স্পর্শ পাবো না কিভাবে সম্ভব বলো আমার
কলিজার টুকরা স্বামী। তোমাকে বিদায় জানাতে আমার হৃদয় কাঁদছে, বুকের ভেতরের
আর্তনাদ যদি বুঝাতে পারতাম তাহলে হয়তো তুমি কষ্ট করে হলেও আমার কাছে থাকতে।
বিদেশি টাকার প্রয়োজনবোদ করতে না। একটা সময় স্বপ্ন ছিলো তোমাকে নিয়ে এক ছাদের
নিচে থাকার সেই স্বপ্ন পূরণ হলো। তোমর সাথে সুখে কাটাবো সারাজীবন আজ কাছে পেয়েও
অনেক দূরে নিজের থেকে বিদায় দিতে হচ্ছে কলিজার স্বামী তোমাকে।
1. স্বামীকে বিদায় দেওয়ার মুহূর্তটা যে কত কষ্টের। সেটা শুধু একমাত্র প্রবাসীরই
বউয়েরাই জানে।
2. প্রিয় প্রবাসী স্বামী, কোনো একদিন হয়তো টাকার অভাব থাকবে না😥 কিন্তু আজকের এই
সখের বয়সটা আর হয়তো তখন থাকবে না..
3. প্রবাসী স্বামীকে বিদায় দেওয়ার তারিখ টা কি মনে আছে? তার বিদায়ের মূহূর্তটা
মনে পড়লে চোখের পানি আর আটকিয়ে রাখাতে পারিনা! তার শূন্যতা আমাকে প্রতিনিয়ত
কাঁদায়..!
4. প্রিয় প্রবাসী স্বামী,,🥰 বাড়িতে যতো মানুষই থাকুক না কেনো,,!😞 তোমার শূন্যতা
আমাকে,, বড্ড বেশি কষ্ট দেয়😭
5. প্রিয় প্রবাসী স্বামী, যে মা-ভাই-বোন তোমার কাছে সব থেকে বেশি আপন..😍🥰 তোমার
অনুপস্থিতে তারা কিন্তু ঠিকই ঘুমায়...😥🥀 ঘুমাতে পারে না তো ঐ পরের বাড়ির
মেয়েটা..💔🥀 তোমার শূন্যতায়..😭💔
6. প্রিয় প্রবাসী স্বামী। প্রিয় ধীরে ধীরে যতোই দিন যাচ্ছে. তোমাকে পাওয়ার আশা
ততোই বেড়ে চলছে.. কেউ, ত আর বুঝে না প্রবাসীর বউএর আর্তনাদ।😭
ভালোবাসার স্ট্যাটাস
পৃথীবির বুকে সব চাইতে দামি সম্পদের নাম কি? সন্তান মা-বাবা, ঠিক আছে। আর সব
চাইতে মায়া ভালোবাসার সম্পর্ক যদি ধরতে হয় সব চাইতে দামি সম্পর্ক যদি ধরতে হয়
সেটা হচ্ছে স্বামী- স্ত্রী। এখন আপনি বলেন সম্পর্ক কি গুরু ছাগলের ভিতরে হয় নাকি
মানুষের ভিতরে?
আরো পড়ুনঃ ৫০+ দুই লাইনের রোমান্টিক স্ট্যাটাস
একজন সত্যিকার ভালো বউ তার জীবনের সবথেকে বড় নিয়ামত মনে করে তার স্বামীকে। কারন
সবাই তার সাথে বেইমানি করবে আমার স্বামী আমার সাথে বেইমানি করবে না, সবাই আমার
হাত ছেড়ে দিবে আমার স্বামী কখনো আমার হাত ছাড়বে না।
1. স্বামী বাহিরে যাচ্ছে.. স্ত্রীকে জিঞ্জেস করলো, আসার সময় তোমার জন্য কী
নিয়ে আসবো?
স্ত্রী বললো: ;একজোরা পবিত্র চোখ”
2. স্বামি হলো এমন একজন মানুষ..!🥰☺ স্ত্রী ভুল করলে রেগে গিয়ে স্ত্রীকে বোকা
দেয়..!😌 আবার রাগ ও ভাঙিয়ে, ভালোবেসে আদর করে। 😍😘🥰
3. প্রিয় প্রবাসী স্বামী..! জীবন তো জীবনের মতো চলছে।.. থেমে যাচ্ছে শুধু ভালো
থাকার অধ্যায়টা..😥 আপনাকে ছাড়া আমি যে শূন্য..!!!
4. প্রিয় স্বামী, আপনি যদি আপনার প্রতি আমার ভালোবাসা দেখতে চান, আপনি নিজেই
হারিয়ে যাবেন আমার ভালোবাসার কাছে.. শুধু এটাই জেনে রাখবেন,আপনাকে আমি আমার
প্রণের চেয়েও বেশি ভালোবাসি🥰😘 Dear প্রবাসী স্বামী I Miss You.😘
5. প্রিয় স্বামী, তুমি আমার “ অক্সিজেন..! আমার পাশে হাজার মানুষ থাকলে..! তোমাকে
ছাড়া আমার দম বন্ধ হয়ে আসে..!🥰
তোমার প্রতিটা সফলতা আমার আনন্দ, তোমার প্রতিটা কষ্ট আমার কষ্ট। শীঘ্রই আবার দেখা
হবে ইনশাআল্লাহ।
অনুপ্রেরনামূলক স্ট্যাটাস
পুরো পৃথিবীকে আলোকিত করার জন্য যেমন! একটা সূর্য ই যথেষ্ট! তেমনিই একজন পুরুষের
জন্য! জীবনকে আলোকিত করার জন্য! একজন নেককার স্ত্রী ই যথেষ্ট!! স্বামী প্রবাসে
থাকলে স্ত্রী কী করবেন? প্রবাসী স্বামীকে খুশি করার উপায় দেখুন! স্বামীর সাথে
নিয়মিত যোগাযোগ স্ত্রীর উপর চাপ কমাতে সাহায্য করবে।
1. আল্লাহর বিধান মানূষ। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন। ঘুম থেকে উঠলে স্বামীকে শুভ
সকাল বলুন।😍
2. গোসল করুন এবং সুন্দরভাবে পোশাক পড়ুন ও ভিডিও কল করুন💞 পরপুরুষ থেকে নিজেকে
দূরে রাখুন।
3. কখন কী বলবেন তা খুঁজে বের করুন। সন্দেহজনক কথা বার্তা বলবেন না।🥰
4. স্বামীর বাবা- মায়ের সাথে ভালো আচরন করুন তাদের মনে দুঃখ দিয়েন না।
5. প্রতিদিন বিকেলে একটি সুন্দর সেলফি তুলে প্রবাসি স্বামীর কাছে
পাঠান।
6. রাতের পোশাক পরে রাতে ভিডিও কল করুন।
7. প্রতিদিন ভালো ঘটনা, খারাপ ঘটনা শেয়ার করুন। তবে কিছু কথা নিজের মধ্যই
সীমাবদ্ধ রাখুন।
তাকে বলুন আপনি তাকে কতটা ভালোবাসেন। একে অপরের পাশে না থাকার মাধ্যমে উভয়ই একে
অপরকে কতটা মিস করেন তা বোঝান। দিনে অন্তত দুবার ভিডিও কল, দুবার অডিও কল করুন।
দূরত্বের মাঝে থেকেও ভালোবানা যেভাবে স্পর্শ করে, সেটাই প্রবাসী স্বামীর সবচেয়ে
বড় শক্তি।”প্রবাসের দূরত্ব কেবল দেহের হৃদয় কখনো দূরে যায় না। সবশেষে একটাই কথা
ধৈয্য ধরুন। আল্লাহর উপর তাওয়ক্কুল করুন। সফলতা আপনারই।
সাগর ম্যাক্স এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url