৫০+ দুই লাইনের রোমান্টিক স্ট্যাটাস

৫০০ টাকার মধ্যে জন্মদিনের গিফট - কম খরচে জন্মদিনের উপহারআসসালামু আলাইকুম, আজকের এই পোস্টটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আমি এখন আপনাদের সামনে তুলে ধরব দুই লাইনের রোমান্টিক স্ট্যাটাস এবং দুই লাইনের মজার স্ট্যাটাস। তাই আপনারা যারা দুই লাইনের রোমান্টিক স্ট্যাটাস অনেক খোঁজাখুঁজি করে থাকেন, তারা তারা অবশ্যই আজকের এই পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।
দুই-লাইনের-রোমান্টিক-স্ট্যাটাস - দুই-লাইনের-মজার-স্ট্যাটাস
আমি এখানে যে সকল দুই লাইনের রোমান্টিক স্ট্যাটাস এখন তুলে ধরব সেগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে এখনই জেনে নিন দুই লাইনের রোমান্টিক স্ট্যাটাস গুলো।

পোস্ট সূচিপত্রঃ ৫০+ দুই লাইনের রোমান্টিক স্ট্যাটাস

দুই লাইনের উক্তি

কঠিন পরিস্থিতিতে তোমার মনোবল ধরে রাখতে, হৃদয়ে অনুপ্রেরণা যোগাতে সাহায্য করবে আজকের এই দশটি উক্তি। তাহলে চলো আর দেরি না করে এখনই আমরা এই দশটি উক্তি পড়ে ফেলিঃ

১। সাদা বা ফর্সা মানেই,
কিন্তু সুন্দর নয়,
আর কালো মানুষ কিন্তু কুৎসিত নয়।
কাফনের কাপড় সাদা কিন্তু ভয়ানক।
কাবা ঘর কালো কিন্তু অপরূপ।
মানুষের সৌন্দর্য বাহ্যিক দৃশ্যে নয়,
চরিত্র দ্বারাই মানুষ সুন্দর হয়।
(বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)

২। "অন্য কারোর জন্য অপেক্ষা করো না,
তুমি যা করতে পারো সেটা কর
কিন্তু অন্যের উপর আশা করোনা"
(স্বামী বিবেকানন্দ)

৩। "জীবনের একটা মুহূর্তও
যদি বৃথা ব্যয় হয়,
তবে সেটিকে
কোটি কোটি স্বর্ণ মুদ্রার বিনিময়েও
ফিরে পাওয়া যায় না।
সুতরাং দীঘা সময় নষ্ট করার চেয়ে বেশি ক্ষতি আর কিছুতে হতে পারে না"
(চাণক্য)

৪। জীবনে চলার পথ হচ্ছে দুটি,
হয় তুমি মেনে নাও,
তোমার আশেপাশে যা হচ্ছে তা,
অথবা রুখে দাঁড়াও সেটাকে পরিবর্তন করার।
(হুমায়ন আহমেদ)

৫। তোমার যদি বড় হবার আকাঙ্ক্ষা না থাকে,
তুমি যদি শুধু কেরানি হতে চাও,
তাহলে কেরানিই হবে।
আর কিছু হবে না।
কিন্তু তুমি যদি চাঁদকে স্পর্শ করতে চাও,
তবে চারটে স্পর্শ করতে না পারলেও কাছাকাছি যেতে পারবে।
(রবীন্দ্রনাথ ঠাকুর)

৬। আপনি যা ভালবাসেন তা অর্জন করতে হলে,
আপনাকে অবশ্যই আপনার অপছন্দের বিষয়টিতে
ধৈর্যধারণ করতে হবে।
(শেখ সাদি)

৭। যদি একটি সুখী জীবন চাও,
তাহলে এটাকে
একটি লক্ষ্যের সাথে বেঁধে ফেলো,
কোন মানুষ অথবা বস্তুর সাথে নয়।
(আলবার্ট আইনস্টাইন)

৮। "যারা তোমাকে পছন্দ করে না
তাদেরকে নিয়ে কখনো ভাবতে যেয়েও না,
তাদের নিয়েই
সব সময় আনন্দের সাগরে ডুবে থাকো,
যারা তোমায় পছন্দ করে।
(জালালুউদ্দিন রুমি)

৯। আমি সব সময় নিজেকে সুখী ভাবি,
কারণ আমি কখনো কারো কাছে
কিছু প্রত্যাশা করি না,
কারো কাছে কিছু প্রত্যাশা করাটা
সবসময় এ দুঃখের কারণ হয়ে দাঁড়ায়!
(শেক্স পীয়র)

১০। তুমি সব সময় কিছু লোককে বোকা বানাতে পারো,
কিছু সময় সব লোককে বোকা বানাতে পারো,
কিন্তু সবসময় সব লোককে,
বোকা বানাতে পারো না।
(আব্রাহাম লিংকন)

দুই লাইনের মজার স্ট্যাটাস

দুই লাইনের মজার স্ট্যাটাস গুলো সম্পর্কে জানতে আমার সাথেই থাকুন, কারণ আমি এখন আপনার সামনে দুই লাইনের মজার স্ট্যাটাস গুলো তুলে ধরতে চলেছি। তাহলে চলুন আর সময় নষ্ট না করে আমরা এখনই জেনে নেই ২ লাইনের মজার স্ট্যাটাসগুলোঃ

১। তোমাকে দুই মিনিট না দেখলে মনে হয়,
১২০ সেকেন্ড দেখি না।

২। দুনিয়াতে কত কিছু ভাইরাল হয়,
কিন্তু আমি যে সিঙ্গেল এটা কখনোই ভাইরাল হয় না,
জীবনটাই বেদনার।

৩। প্রতিটা সিনেমায় বিয়ে হওয়ার সাথে সাথে গল্প শেষ হয়ে যায়।
আর বাস্তব জীবনে বিয়ে হওয়ার সাথে সাথেই সিনেমা শুরু হয়।

৪। আজ সিঙ্গেল বলে কারো জন্য হাত কাটতে পারি না,
নখ কেটেই নিজেকে সান্তনা দিই।

৫। পরীক্ষার খাতা শেষ হবে না জেনেও,
সব পৃষ্ঠায় মার্জিন করে,
আসার নামে মধ্যবিত্ত স্টুডেন্ট।

৬। ভিটামিন লাভ এর অভাবে,
আজ আমি সিঙ্গেল রোগে আক্রান্ত।

৭। আমি যখনই ভাবতে থাকি তুমি ছাড়া আমার জীবনটা অন্ধকার,
ঠিক তখনই কারেন্ট চলে আসে।

৮। গালি আবিষ্কার না হলে অর্ধেক বাঙালি হাই প্রেসারে মারা যেত।

৯। চুল পড়ার সমস্যা নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম,
গিয়ে দেখি ডাক্তার নিজেই টাকলা, ভাবা যায় এগুলো।

১০। ঘনঘন স্ট্যাটাস দেই কারণ,
মা বলেছে হাতের লেখা সুন্দর করতে।

দুই লাইনের রোমান্টিক স্ট্যাটাস

দুই লাইনের রোমান্টিক স্ট্যাটাস আপনারা যারা অনেক খোঁজাখুঁজি করে থাকেন তারা পোস্টের এই অংশে চোখ রাখুন। কারণ এখন আপনাদের সামনে আলোচনা করতে চলেছি দুই লাইনের রোমান্টিক স্ট্যাটাস। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দুই লাইনের রোমান্টিক স্ট্যাটাস গুলো পড়ে আসিঃ

১। তুমি আমার কাছে থাকো আর নাইবা থাকো,
তোমার প্রতি আমার সত্যিকারে ভালোবাসা সব সময় থেকে যাবে।

২। যারা সত্যি কারের ভালবাসতে জানে,
তারা কখনোই কাউকে কষ্ট দিয়ে ছেড়ে চলে যায় না।

৩। যে তোমাকে নিয়ে সব সময় ভাবে,
তাকে নিয়ে স্বপ্ন দেখাই ভালো।

৪। ভালোবাসা এমন একটি রোগ, এই রোগে কেউ যদি আক্রান্ত হয়,
তাহলে পৃথিবীর কোন ওষুধ কাজে আসে না।

৫। যে ভালোবাসতে জানে সে এমনিতেই থেকে যায়,
আর যে ভালবাসতে জানে না তাকে হাজারো চেষ্টা করেও ধরে রাখা যায় না।

৬। না ছিল পরিচয় না ছিল জানাশোনা,
তবুও আজ সবার থেকে তুমি বেশি চেনা।

৭। হাসিটা আমার হলেও,
কারণটা কিন্তু তুমি।

৮। মানুষ মুগ্ধ হয় চেহারায়!
আর আমি মুগ্ধ হয়েছি তোমার মায়ায়।

৯। আমি ফুল ও দেখেছি চাঁদও দেখেছি,
শান্তি শুধু তোমাকে দেখার মধ্যে!

১০। চিন্তা করো না,
আমার গল্পে তুমি কখনো অপ্রিয় হবে না।

১১। জীবনে এমন একটা মানুষ ভীষণ জরুরী,
যে বুঝবে কিন্তু কখনোই ছেড়ে যাবে না।

১২। আমার শখের নারী মেকআপ ছাড়াই,
পরীর মত সুন্দর।

১৩। তোমার সাথে আমি সময় নয়,
পুরো জীবন কাটাতে চাই প্রিয়।

১৪। তুমি যেমনি হওনা কেন,
আমার কাছে তুমি সেরা।

১৫। আমি আমার পছন্দের মানুষের ওপর,
ভীষণভাবে আসক্ত।

দুই লাইনের ক্যাপশন ডিজাইনের কষ্টের

দুই লাইনের ক্যাপশন ডিজাইনের কষ্টের আপনি কি খোঁজাখুঁজি করছেন? তাহলে অবশ্যই আপনি সঠিক জায়গাতে এসেছেন, কারণ এখনই আপনার সামনে তুলে ধরা হবে দুই লাইনের ক্যাপশন ডিজাইনের কষ্টের। আপনার সুবিধার্থে নিচে ১৫ টি দুই লাইনের ক্যাপশন ডিজাইনের কষ্টের দেওয়া হলোঃ

১। অবহেলায় যাকে হারালে,
অবহেলায় তাকে খুঁজো না।

২। এ শহরে বোঝার মানুষের থেকে
ভুল বোঝার মানুষ বেশি।

৩। শহরটা আগের মতই আছে
শুধু বদলে গেছে, আমার তুমি টা।

৪। একদিন অনেকগুলো অভিযোগ লিখে,
হারিয়ে যাব দূরে কোথাও।

৫। যদিও আজ তাকে দেখতে অনেক ইচ্ছে করছে,
তবুও তাকে ডাকা বারণ।

৬। এই নিস্তব্ধ শহরে আমিও নিস্তব্ধ ভীষণ।

৭। আমি অনলাইনে না আসলে,
কারো কিছু যায় আসে না।

৮। মন খারাপ সবার জন্য হয়না,
যার জন্য হয়না তারাই তো বোঝেনা।

৯। তুমি বলেছিলে মানুষ বদলায়,
আমিও বদলে গেছি।

১০। আর কখনো জানতে চাইবো না,
তুমি ভালোবাসো এই আমায়।

১১। স্মৃতি গুলো খুব আপন,
নয়তো খুব বেহায়া।

১২। কোথাও কেউ ভালো নেই,
পুরো নগর জুড়ে আছে আপন হারানোর চিৎকার।

১৩। কে রাখে কার খোঁজ,
নতুন পেলে সবাই নিখোঁজ।

১৪। পেয়েগেছে সে নতুন ঠিকানা,
তাই এখন আর যোগাযোগ হয় না।

১৫। যোগাযোগ না হলে, দেখা না হলেও
ভালোবাসা কখনো কমে যায় না।

রোমান্টিক ফেসবুক স্ট্যাটাস

রোমান্টিক ফেসবুক স্ট্যাটাস আমরা অনেকেই খুঁজে থাকি কারণ আমাদের ফেসবুক পেজ অথবা ফেসবুক পোস্ট এর মাধ্যমে আমরা শেয়ার করে থাকি রোমান্টিক ফেসবুক স্ট্যাটাস গুলো। তাই আমরা আর্টিকেলের এই অংশটুকু থেকে জেনে নেব রোমান্টিক ফেসবুক স্ট্যাটাসগুলোঃ

১। তোমার ভালোবাসায় আমি সীমাবদ্ধ; তুমি রাখতে জানলে আমি থাকতে বাধ্য।

২। কত আদরে ভালবেসেছি তোমার ওই মিষ্টি হাসি।

৩। শহরতলী জুড়ে, গলির মোড়ে মোড়ে তোমায় নিয়েই গল্প হোক।

৪। প্রিয় মানুষ হলো সেই যাকে দেখার সঙ্গে সঙ্গেই আপনার সময়টা থেমে যায় তার নিরীহত্ব দেখে।

৫। ভালোবাসিতো সেটাই যেখানে একজন আরেক জনের স্বপ্ন পূরণের জন্য সর্বদা পাশে থাকবে।

৬। ভালোবাসা কোন ওয়াদা রক্ষা নয় ভালোবাসা হলো কারো প্রতি বিশ্বস্ত থাকা।

৭। আমি জানিনা কেন আমি তোমার প্রেমে পড়েছি। কিন্তু আমি নিশ্চিত যে তুমি আমার ভাগ্য।

৮। আমি তোমাকে খুশি দেখতে ভালোবাসি এবং আমার সবচেয়ে বড় পুরস্কার তোমাকে হাসতে দেখা।

৯। দিনের বেলায়, তুমি আমার জীবনের আলো। রাতের বেলা, তুমি আমার পথের তারা।

রোমান্টিক স্ট্যাটাস ক্যাপশন

আমাদের মধ্যে অনেকেরই ভালোবাসার মানুষ রয়েছে, সেজন্য ভালোবাসার মানুষকে কিছু রোমান্টিক এসএমএস আমরা দেয়ার চেষ্টা করে থাকি। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও আমরা সুন্দর সুন্দর রোমান্টিক স্ট্যাটাস ক্যাপশন এসএমএস খুঁজে পাই না। মূলত সেজন্যই আমরা পোস্টের এই অংশের মাধ্যমে জানবো রোমান্টিক স্ট্যাটাস ক্যাপশন।

১। তুমি জানতেই পারো না তোমায় কতটা ভালোবাসি।

২। একজন নারীর কাছে পুরুষই স্মার্ট হওয়ার চেয়ে, দায়িত্ববান পুরুষ হওয়াটা জরুরি।

৩। তোমার কাছে এটা আমার প্রতিজ্ঞা, আমি তোমাকে সারা জীবন ধরে রাখবো।

৪। প্রত্যেক একতরফা প্রেমিক সব সময় নতুন কিছু না কিছু অনুভব করে।

৫। পুরুষ তখনই ভাগ্যবান যখন তার প্রিয় নারী শুধুমাত্র তার প্রতি আসক্ত।

৬। ছেড়ে যাওয়ার যুগে, বিচ্ছেদের শহরে সারা জীবন খেতে যাওয়ার একটা মানুষ থাকুক।

৭। প্রতিটি অগোছালো নারীর জীবনে,
একজন যত্নশীল পুরুষ থাকুক।

৮। আমি তোমাকে আমার সামর্থ্য অনুযায়ী সব সময় খুশি রাখতে চাই।

৯। তুমি আমার রক্তে মিশে গেছো, রক্ত কিভাবে ধুয়ে ফেলতে হয় তা আমি জানিনা।

১০। আমি রয়েছি তোমার অপেক্ষায়, এই অন্ধকার শহরে একটু আলোর আশায়।

বেস্ট রোমান্টিক স্ট্যাটাস

আজকের এই পোষ্টের শেষ পর্যায়ে এসে আমরা জানে জেনে নেব বেস্ট রোমান্টিক স্ট্যাটাস গুলি। তাহলে চলুন আর দেরি না করে আমরা এখনই জেনে নিই বেস্ট রোমান্টিক স্ট্যাটাসঃ

১। প্রতিটা মুহূর্তে তোমার কথা মনে পড়ে। (I always miss you.)

2। তোর শূন্যতা সারা জীবন থাকবে আমার।

৩। রিলেশনশিপ গুলো তখনই সুন্দর!
যখন দুজন দুজনের প্রতি
"বিশ্বাস" আর "সম্মান" থাকে।

৪। আছে তো অনেকেই, কিন্তু আমার যে তোমাকেই লাগবে।

৫। ভুলে যাবার জন্য আমি তোমাকে ভালোবাসি।

৬। শুধু একটু ভালোবাসা চাই আর কিছুই চাই না।

৭। আমার প্রিয় মানুষটা অন্য কারো না হোক।

৮। যদি কোনদিন দেখো আমি পরিবর্তন হয়ে গেছি তাহলে বুঝে নিও শুধুমাত্র তোমার কারণেই হয়েছি।

৯। সত্যি প্রিয় হারিয়ে যাবো একদিন তোমার শহর থেকে।

উপসংহার

দুই লাইনের মজার স্ট্যাটাস, দুই লাইনের রোমান্টিক স্ট্যাটাস, দুই লাইনের ক্যাপশন ডিজাইনের কষ্টের
রোমান্টিক ফেসবুক স্ট্যাটাস, রোমান্টিক স্ট্যাটাস ক্যাপশন, বেস্ট রোমান্টিক স্ট্যাটাস এগুলো আপনারদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। কারণ আপনাদের একটা কমেন্ট আমাদেরকে আরো নতুন নতুন রোমান্টিক স্ট্যাটাস লিখতে উৎসাহিত করে। আসসালামু আলাইকুম।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সাগর ম্যাক্স এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url