৫০০ টাকার মধ্যে জন্মদিনের গিফট - কম খরচে জন্মদিনের উপহার

ছেলেদের ইসলামিক নাম অর্থসহ - মুসলিম ছেলেদের আধুনিক নামআসসালামু আলাইকুম আজকের এই পোস্টটিতে আমি খুবই সুন্দর ভাবে আপনার সামনে তুলে ধরব ৫০০ টাকার মধ্যে ভালো মানের জন্মদিনের গিফট এবং কম টাকার মধ্যে জন্মদিনের উপহার গুলো।
৫০০-টাকার-মধ্যে-জন্মদিনের-গিফট
তাই আশা করি এই পোস্টটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে যাবেন। আসলে ৫০০ টাকার মধ্যে জন্মদিনের গিফট এবং কম খরচে জন্মদিনের উপহার অনেক ধরনের রয়েছে। তাহলে চলুন বন্ধু আর দেরি না করে আমরা এখনই জেনে আসি জন্মদিনের গিফট ৫০০ টাকার মধ্যে এবং কম টাকার মধ্যে জন্মদিনের উপহার এগুলো সম্পর্কে।

পোস্ট সূচীপত্রঃ

সূচনা

আপনারা যারা ৫০০ টাকায় জন্মদিনের উপহার এবং কম টাকার মধ্যে জন্মদিনের উপহার খোঁজাখুঁজি করছেন তারা আজকের এই পোস্টটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন। কারণ আমি এখানে আজকে আপনাদেরকে ৫০০ টাকায় জন্মদিনের উপহার এবং কম টাকার মধ্যে জন্মদিনের উপহার গুলো সম্পর্কে বিস্তারিতভাবে আইডিয়া দিবো।
শুধু তাই নয় এর পাশাপাশি আপনারা আরো জানতে পারবেন নবজাতক বাচ্চাদের গিফট, ছোট বাচ্চাদের জন্মদিনের উপহার, ১০ বছরের ছেলের জন্মদিনের উপহার, ১০ বছরের মেয়ের জন্মদিনের উপহার, জন্মদিনের সেরা উপহার গুলো সম্পর্কে। তাই ধৈর্য ধরে আজকের এই সম্পূর্ণ পোস্টটি স্টেপ বাই স্টেপ মনোযোগ সহকারে পড়ুন।

৫০০ টাকায় গিফট

৫০০ টাকায় গিফট আপনারা যারা অনলাইনে অনেক খোঁজাখুঁজি করে থাকেন তাদের জন্য সেরা কিছু গিফট আমি নিচে উল্লেখ করেছি। আপনি মূলত এই গিফট গুলো চাইলে আপনার বন্ধু বান্ধবীর জন্মদিন অথবা বিয়েতে উপহার হিসেবে দিতে পারেন।তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা নিচের অংশ থেকে জেনে নিন ৫০০ টাকায় সেরা গিফট গুলো কি কি তা সম্পর্কে।
ফটো ফ্রেম
৫০০ টাকায় গিফট হিসাবে আপনি চাইলে আপনার বন্ধু বা বান্ধবীর বিয়েতে কিংবা জন্মদিনে ফটো ফ্রেম দিতে পারেন। যেমন ও তো আপনি হাতের নাগালেই পেয়ে যাবেন। ৫০০ টাকায় গিফট হিসাবে ভালো কাঠের তৈরি ফটো ফ্রেম দিতে পারেন।আপনার বন্ধু বা বান্ধবী তাদের জীবনের সেরা মুহূর্তগুলিকে আপনার দেওয়া এই গিফট খুব যত্ন সহকারে সাজিয়ে রাখবে। এতে করে আপনিও অনেক খুশি হবেন এবং আপনার বন্ধু বা বান্ধবী ও অনেক খুশি হবে।
দেওয়াল ঘড়ি
৫০০ টাকায় উপহার হিসেবে আপনি আর একটা জিনিস দিতে পারেন সেটা হল দেওয়ার ঘড়ি। এটা খুব কম খরচে সেরা পছন্দের উপহার হবে। আপনার কাজিন অথবা প্রিয় বন্ধুর বিয়েতে ৫০০ টাকা অথবা আশেপাশে যদি আপনার বাজেট হয়, তাহলে আপনি ছোট দেওয়াল ঘড়ি গিফট হিসাবে অনায়াসে বেছে নিতে পারেন।আপনি চাইলে বাজারে বিভিন্ন ডিজাইনের দেওয়াল ঘড়ি পেয়ে যাবেন শুধুমাত্র এই ৫০০ টাকা বাজেটে।
ফুলদানি
আপনি আপনার বন্ধুর বিয়েতে অথবা বান্ধবীর বিয়েতে গিফট হিসাবে নকশা করা সুন্দর ডিজাইনের ফুলদানি দিতে পারেন। বিভিন্ন ডিজাইনের কাচের অথবা মাটির, গিফট হিসাবে ফুলদানি হয়ে উঠতে পারে চমকপ্রদ। বিভিন্ন ডিজাইনের কারুকার্য করা এই ফুলদানের মধ্যে সুন্দর এক গোছা ফুল রাখলে অনেক সহজেই মন ভালো করে দেবে। সেজন্য আপনি 500 টাকায় গিফট হিসেবে বেছে নিতে পারেন সৌখিন ফুলদানি।
কাচের বাটির সেট
৫০০ টাকা যদি আপনার হাতে বাজে থাকে তাহলে কাচের বাটির সেটও গিফট হিসেবে দিতে পারেন। আপনি বাজারে ৫০০ টাকার মধ্যে খুবই ভালো মানের রঙিন কাচের বাটির সেটও পেয়ে যাবেন অনায়াসে। কাচের বাটির সেট এ মূলত ছয়টি বাটি থাকে।দোকানে অনেক সময় বিভিন্ন রকম ডিজাইন করা বাটির সেটও পাওয়া যায়। শুধু তাই নয় অনলাইন এর মাধ্যমেও পেয়ে যাবেন এই ধরনের কাচের বাটির সেটাও। এই সকল সুন্দর কাচের বাটির সেটে খাবার পরিবেশন করলে তার সৌন্দর্য আরো অনেক বেড়ে যায়।
কাপ সেট
৫০০ টাকা বাজেটের মধ্যে বিয়ে কিংবা জন্মদিনের অনুষ্ঠানে কাপ সেট দিতে পারেন।যেকোনো গিফট এর দোকানে কাজ সেট ৪০০ থেকে ৫০০ টাকার মধ্যেই পেয়ে যাবেন। তাছাড়াও আপনি চাইলে কফি মগের সেটাও দিতে পারেন। এই খেতে সাধারণত দুইটি করে কফি মগ থাকে রঙিন সুন্দর সুন্দর ডিজাইন করা কফি মগ ৩০০ থেকে ৩৫০ টাকার মধ্যেই পাওয়া যায়। আর এগুলো দেখতেও অনেক সুন্দর লাগে, এছাড়াও এতে কফি খেলেও একটা স্মার্টনেস অথবা সৌখিনতা বজায় রাখতে পারবেন। তাই বন্ধু বিয়ে কিংবা জন্মদিনে উপহার হিসেবে 500 টাকার মধ্যে বেছে নিতে পারেন কফি মগের সেট।
বই
৫০০ টাকার মধ্যে উপহার হিসেবে বইও গিফট করতে পারেন। যারা মূলত বিভিন্ন ধরনের বই পড়তে অনেক ভালোবাসে তারা এই বই উপহারটিতে অনেক খুশি হবেন।এমনকি যারা বই খুব একটা পড়েন না তারাও বইয়ের মত একটি গিফট পেয়ে অনেক খুশি হয়ে থাকেন। বই প্রেমিকদের অনুষ্ঠানে আপনি অনায়াসেই বই গিফট দিতে পারেন। এছাড়াও যারা ইংরেজি বই পড়তে অনেক পছন্দ করেন, তাদের জন্য শুধুমাত্র 500 টাকার মধ্যেই ভাল ইংরেজি গল্পের বই কিনে ফেলুন। তারাও যেমন এই বই উপহারটি পেয়ে অনেক খুশি হবে তেমনি ভাবে আপনিও পছন্দ মত একটা উপহার দিতে পেরে অনেক আনন্দিত হবেন।
সুন্দর শো পিস
৫০০ টাকা অথবা ৫০০ টাকার আশেপাশে যদি আপনার বাজেট হয়ে থাকে তাহলে খুব সহজেই পেয়ে যাবেন বিভিন্ন রকমের শো পিস। যা বাসা বাড়িতে সাজিয়ে রাখলে বাসা বাড়ির সৌন্দর্য আরো দ্বিগুণ বৃদ্ধি পাবে। তাই আপনি চাইলে ঘর সাজানোর জন্য এই ধরনের আকর্ষণীয় শো পিস নব দম্পতির কাছে মনের মত গিফট হয়ে উঠতে পারে।এই সকল ছোট ছোট উপহার গুলি নতুন সংসার সুন্দরভাবে সাজানো গোছানোর জন্য অনেক কাজে লাগে। তাছাড়াও এই সুন্দর শো পিস গুলি বাড়িতে আরও অনেক আকর্ষণীয় করে তোলে।
মোমবাতি সেট
৫০০ টাকা বাজেটের মধ্যে যেকোনো ধরনের অনুষ্ঠানে আপনি চাইলে মোমবাতি সেটও উপহার হিসেবে দিতে পারেন। শুধুমাত্র ৫০০ টাকার মধ্যে অনলাইন ও অফলাইনে বিভিন্ন রঙের স্কেন্ডেল সেট পাওয়া যায়। শুধু যে বিভিন্ন রঙের তা নয়, বিভিন্ন ডিজাইনের ও ক্যান্ডেল পাওয়া যায় অনলাইন অথবা অফলাইনে। আবার ক্যান্ডেল হোল্ডারে দেবদেবীর নকশাও করা থাকে। যখনই মোমবাতি জ্বালাবে তখনই ওই নকশার ছায়া পড়বে দেওয়ালে। আর তা দেখতে যেমন অনেক সুন্দর লাগে তেমনি ভাবে ঘরের সৌন্দর্য আরো দ্বিগুণ বৃদ্ধি করে এই ধরনের ক্যান্ডেল হোল্ডার গুলো।
হ্যান্ডেমেড উডেন বাঙ্গেল হোল্ডার জুয়েলারি স্টান্ড
৫০০ থেকে ৮০০ টাকার মধ্যে গিফট হিসাবে হ্যান্ডেমেড উডেন বাঙ্গেল হোল্ডার জুয়েলারি স্টান্ডও আপনি কিনে নিতে পারেন। বাজারের দোকানগুলোতে মূলত ৮০০ টাকার আশেপাশে পাওয়া যায়। কিন্তু অ্যামাজনে ভালো মানের হ্যান্ডেমেড উডেন বাঙ্গেল হোল্ডার ৫০০ টাকার মধ্যেই পেয়ে যাবেন। সেজন্য বিয়ে কিংবা জন্মদিনে এই ধরনের উপহার আপনি চাইলে অনায়াসেই গিফট হিসেবে দিতে পারেন।
হ্যান্ডেমেড জুয়েলারি বক্স
৫০০ টাকা বাজেটের মধ্যেই হাতে তৈরি জুয়েলারি বাক্সও আপনি কিনে নিতে পারেন উপহার হিসেবে।কিন্তু এটা শুধুমাত্র মেয়েদের জন্য। মেয়েদেরকে গিফট দেওয়ার জন্য হ্যান্ডেমেড জুয়েলারি বক্স অনেক ভাল এবং সৌখিন জিনিস হতে পারে। বিভিন্ন ধরনের নকশা করা কাঠের অথবা মেটালের জুয়েলারি বক্স ৫০০ টাকার মধ্যে গিফটের দোকানে পাওয়া যায়। এছাড়াও অনলাইনের মাধ্যমেও বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর জুয়েলারি বক্সও পেয়ে যাবেন। সাধারণত এই বক্সগুলোতে যাবতীয় গয়না এমনকি সাজের জিনিসপত্র রাখা যায়। মেয়েদের কাছে এই ধরনের গিফট অনেক আকর্ষণীয় হয়ে থাকে।

৫০০ টাকার মধ্যে জন্মদিনের গিফট

৫০০ টাকা কি আপনার বাজে? ৫০০ টাকার মধ্যে জন্মদিনের গিফট কি খুঁজছেন? তাহলে পোষ্টের এ অংশটুকু শুধুমাত্র আপনারই জন্য। কারণ এখানে আমি এখন আপনার সামনে তুলে ধরব ৫০০ টাকার মধ্যে ভালো মানের কিছু জন্মদিনের গিফট সম্পর্কে। ৫০০ টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর জন্মদিনের গিফট পাওয়া যায়। কিন্তু আমরা অনেকেই সঠিক এবং সুন্দর গিফটটি ৫০০ টাকার মধ্যে খুঁজে পাইনা। তাই আপনাদের সুবিধার্থে আমি এখন আপনাদের সামনে তুলে ধরতে চলেছি ৫০০ টাকার মধ্যে কিছু সেরা সুন্দর সুন্দর জন্মদিনের গিফট।
হাত ঘড়ি
৫০০ টাকার মধ্যে জন্মদিনের উপহার হিসেবে হাত ঘড়ি একটি সেরা পছন্দ হতে পারে। হাত ঘড়ি এমন একটি উপহার যা ছেলে এবং মেয়ে উভয়েরই অনেক পছন্দের।জন্মদিনের গিফট হিসাবে আপনি যদি হাত ঘড়ি কাউকে দেন এবং সে যদি আপনার হাত ঘড়ি তার হাতে পরে, তাহলে যখনই সময় দেখবে তখনই আপনার কথা তার মনে পড়বে। তাই বন্ধু ৫০০ টাকার মধ্যে বিভিন্ন ডিজাইনের অনেক ইউনিক আকর্ষণীয় হাত ঘড়ি জন্মদিনের গিফট হিসাবে সেরা উপহার হতে পারে।
বই
জন্মদিনের গিফট হিসাবে বই একটি দুর্দান্ত উপহার হবে, কারণ এই উপহারটি ছোট বড় প্রায় সকল বয়সের মানুষকে গিফট করা যায়নি। তাই আপনি চাইলে নিঃসন্দেহে জন্মদিনের গিফট হিসাবে বই উপহার দিতে পারেন। কিন্তু বই উপহার দেওয়ার আগে আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে আর তা হলো বয়স এবং ব্যক্তিত্ব ভেদে আপনাকে সেরা একটি বই বাছাই করতে হবে। কারণ যদি আপনি সেরা বইটি বাছাই করতে না পারেন, তবে আপনার বইটির মহত্ব থাকবে না। তাই ৫০০ টাকার মধ্যে জন্মদিনের সেরা উপহার হিসেবে বেছে নিতে পারেন বই।
পাঞ্জাবি
পাঞ্জাবি জন্মদিনের একটি ইউনিক গিফট বলা যায়, কেননা পাঞ্জাবি সকল ছেলেরাই অনেক পছন্দ করে থাকে। আপনি যদি আপনার বন্ধুকে তার জন্মদিনে পাঞ্জাবী গিফট করতে চান তাহলে ৫০০ থেকে ৮০০ টাকা বাজেট রাখলেই যথেষ্ট। এই বাজেটে অনলাইনে অথবা অফলাইনে খুবই সুন্দর সুন্দর পাঞ্জাবি আপনি পেয়ে যাবেন।
শাড়ি
শাড়ি পছন্দ করে না এমন নারী খুঁজে পাওয়া অসম্ভব। একটি নারীর সৌন্দর্য আরো বৃদ্ধি করতে শাড়ির কোন তুলনা হয় না। আপনি যদি অল্প টাকার মধ্যে জন্মদিনে আকর্ষণীয় গিফট দিতে চান তাহলে শাড়ি বেস্ট অপশন হবে। অফলাইনে অথবা অনলাইনে আপনি চাইলে ৫০০ থেকে ৮০০ টাকার মধ্যে সুন্দর সুন্দর শাড়ি কিনে নিতে পারবেন। কিন্তু অবশ্যই আপনাকে একটা বিষয় মাথায় রাখা প্রয়োজন সেটা হল সেই নারীর বয়স উচ্চতা এবং বডের মাপ বোঝে শাড়ি কিনতে হবে এবং তার সাথে যদি আপনি স্যারের সাথে ম্যাচিং করে এক জোড়া চুরি কিনে গিফট করতে পারেন তাহলে আরো অনেক আকর্ষণীয় হবে।
সানগ্লাস উপহার
নারী-পুরুষ প্রায় সবার কাছেই সানগ্লাস অনেক জনপ্রিয়। বাইরে ঘোরাঘুরি অথবা যেকোনো জায়গায় যাওয়ার জন্য সানগ্লাস আমরা প্রায় সকলেই ব্যবহার করে থাকি। সানগ্লাস পড়ার মাধ্যমে নিজেকে আরো অনেক আকর্ষণীয় করে তোলা যায়। তাই আপনি আপনার প্রিয়জনকে খুশি করার জন্য তার জন্মদিনের হিসেবে সাঙ্গাশ উপহার দিতে পারেন। আপনি বিভিন্ন ধরনের ব্র্যান্ডের সানগ্লাস অনলাইনে অথবা অফলাইনে কিনতে পারবেন ২০০ থেকে ৫০০ টাকার মধ্যে।
ওয়ালেট
বর্তমান সময়ে প্রায় সকলেই ওয়ালেট বা মানিব্যাগ ব্যবহার করতে স্বাচ্ছন্দ বোধ করে।তাই আপনি চাইলে আপনার বন্ধুর জন্মদিনে কম বাজেটের মধ্যে আকর্ষণীয় ওয়ালেট বা মানিব্যাগ গিফট করতে পারেন। অনলাইনে অথবা অফলাইনে একটু ভালো ব্যান্ডের ওয়ালেট বা মানিব্যাগ ৩০০ থেকে ৫০০ টাকার মধ্যেই পেয়ে যাবেন।
পারফিউম
পারফিউম ব্যবহার করে না বর্তমান যুগে এমন মানুষ খুঁজে পাওয়াই অসম্ভব। তাই আপনি আপনার বন্ধুর জন্মদিনের গিফট হিসাবে পছন্দের একটি ঘ্রাণের পারফিউম দিতে পারেন। আপনি যদি নামিদামি ভাল ব্র্যান্ডের পারফিউম আপনার বন্ধুকে গিফট করতে চান তাহলে আপনার খরচ হবে শুধুমাত্র ৩০০ থেকে ৫০০ টাকার ভেতরে।
চকলেট বক্স
জন্মদিনের রিফটের জন্য সেরা পছন্দ বা প্রথম পছন্দ হতে পারে চকলেট বক্স। কেননা ছোট-বড় প্রায় সকলেই চকলেট খেতে অনেক পছন্দ করে থাকে। তাই আপনি আপনার প্রিয়জনের জন্মদিনে প্রিয়জনকে খুশি করার জন্য ৫০০ থেকে ৬০০ টাকার মধ্যে একটি চকলেট বক্স গিফট হিসেবে দিতে পারেন।
ফুলের তোড়া
ছোট বড় সবার কাছেই প্রায় ফুল একটা পছন্দের নাম। আপনার বন্ধু/বান্ধবী স্বামী/স্ত্রী বা আপনার মেয়ে বা ছেলের জন্মদিনটা আরো অনেক আকর্ষণীয় করে তুলতে ফুলের তোড়া গিফট করতে পারেন। তবে অবশ্যই ফুলের তোড়া উপহার দেওয়ার সঙ্গে সেখানে একটা চিরকুটও দিয়ে দিবেন। এবং সেই চিরকুটে এমন কিছু লেখার চেষ্টা করবেন যাতে করে সে পড়ে অনেক আনন্দিত হয়।
নগদ টাকা
নগর টাকা পেলে যে কোন সময় এমনিতেই মানুষ অনেক খুশি হয়ে যায়। তাই আপনার পছন্দের মানুষটিকে জন্মদিনের গিফট হিসাবে ৫০০ থেকে ১০০০ টাকা খামে করে দিতে পারেন। কিন্তু খামে টাকার সাথে অবশ্যই একটা চিরকুট দিবেন, এবং সেই চিরকুটে লিখে দিবেন তোমার মনের মত জিনিস আমি খুঁজে পাই নাই। তাই এখানে কিছু তোমাকে নগদ টাকা উপহার হিসেবে দিলাম তুমি তোমার পছন্দের জিনিসটি কিনে নিও।

৫০০ টাকার মধ্যে জন্মদিনের গিফট মেয়েদের

৫০০ টাকা বাজেটে এর মধ্যে মেয়েদের জন্য জন্মদিনের গিফট সম্পর্কে আইডিয়া পেতে পোস্টের এ অংশটুকু পড়তে থাকুন। আমি এখনই আপনাকে জানিয়ে দেবো মেয়েদের জন্মদিনের গিফট 500 টাকার মধ্যে কি কি রয়েছে তা সম্পর্কে। তাহলে চলুন আর দেরি না করে আমরা জেনে আসি মেয়েদের জন্মদিনের সেরা গিফট ৫০০ টাকার মধ্যে।
পার্স ব্যাগ
প্রতিটা মেয়েরই অনেক প্রয়োজনীয় জিনিস হচ্ছে পার্স ব্যাগ। তাই আপনি চাইলে একটি মেয়ের জন্মদিনে পার্স ব্যাগ গিফট হিসাবে দিতে পারেন। এতে করে সে মেয়েটি অনেক খুশি হবে এবং তার জন্মদিনের আনন্দ আরো দুজন হবে।
হাত ঘড়ি
হাত ঘড়ি আপনি ছেলে-মেয়ে উভয়ের জন্যই তাদের জন্মদিনের গিফট করতে পারেন। বর্তমান সময়ে কম বাজেটের মধ্যে অনেক সুন্দর সুন্দর হাত ঘড়ি অনলাইনে এবং অফলাইনে পাওয়া যায়। তাই জন্মদিনের গিফট হিসাবে 500 টাকার মধ্যে আপনি একটা সুন্দর হাতঘড়ি একটি মেয়েকে উপহার দিতে পারেন তার জন্মদিনে।
পারফিউম
৫০০ টাকা বাজেটের মধ্যে আপনি একটি মেয়ের জন্মদিনে পারফিউম গিফট করতে পরেন। কেননা প্রায় প্রতিটা মেয়েই নতুন কোন পারফিউম টেস্ট করতে অনেক বেশি ভালোবাসে। তাই আপনি নিশ্চিন্তে অল্প বাজেটের মধ্যে একটি সুন্দর পারফিউম জন্মদিনের উপহার হিসেবে দিতে পারেন।
শাড়ি
এমন কোন মেয়ে খুঁজে পাওয়া যাবে না যে শাড়ি পছন্দ করেনা। শাড়ি প্রতিটা মেয়েই অনেক পছন্দ করে থাকে, কেননা একটি মেয়ে শাড়ি পড়লে তাকে অনেক সুন্দর দেখায়। তাই জন্মদিনের সেরা উপহার হিসেবে আপনি অবশ্যই শাড়ি গিফট করতে পারেন। তবে শাড়ি কিনতে গেলে আপনার বাজেট প্রায় ৫০০ টাকার একটু উপরে হতে হবে। অনলাইনে অথবা অফলাইনে আপনি যদি একটি সুন্দর শাড়ি কিনতে চান তাহলে আপনার খরচ হতে পারে ৭০০ থেকে ১০০০ টাকার মধ্যে।
জুয়েলারি
জুয়েলারি প্রতিটা মেয়েই ড্রেসের সঙ্গে জুয়েলারি অনেক পছন্দ করে। তাই আপনি একটি মেয়ের জন্মদিনে উপহার হিসেবে জুয়েলারি দিতে পারেন। কিন্তু সেটি সিম্পল হলেই বেশি ভালো হয়।বর্তমানে স্বল্প টাকার মধ্যে অনেক ভাল জুয়েলারি অনলাইন এবং অফলাইনে পাওয়া যাচ্ছে।
হেডফোন/পেনড্রাইভ
আপনি যে মেয়েটির জন্মদিনে গিফট করতে চাচ্ছেন সেই মেয়েটি যদি ওয়ার্কিং লেডি হয়ে থাকে তবে উনাকে হেডফোন বা পেনড্রাইভ গিফট করতে পারেন। তার জন্য এটা বেস্ট উপহার হবে। এই উপহারটি পার্সোনাল কিংবা অফিসিয়াল কাজে ব্যবহার করা যায়।
মেকআপ আইটেম
মেয়েরা মেকআপ করতে অনেক বেশি পছন্দ করে তাই আপনি চাইলে তার জন্মদিনের উপহার হিসেবে মেকআপ বক্স দিতে পারেন। আপনি চাইলে খুব কম খরচে একটি মেকআপ বক্স কিনে গিফট করতে পারেন।
ট্রাভেল ব্যাগ/সানগ্লাস
যে মেয়েরা ট্রাভেল করতে বেশি পছন্দ করে থাকে তাদের জন্য ট্রাভেল ব্যাগ অথবা সানগ্লাস অনেক প্রয়োজন হয়ে থাকে সেজন্য তাদের জন্মদিনে আপনি চাইলে ট্রাভেল ব্যাগ অথবা সানগ্লাস গিফট করতে পারেন এটা তাদের জন্য বেস্ট গিফট হবে। খুব কম খরচেই এই সুন্দর গিফটটি দেওয়া যাবে।
গিফট ভাউচার
বর্তমান সময়ে অফলাইন কিংবা অনলাইন বিভিন্ন স্টোরে গিফট ভাউচারের ব্যবস্থা থাকে। কিন্তু সেক্ষেত্রে আপনাকে আগে থেকেই দেখে নিতে হবে যে আপনার হাতে বাজেট কত। আর আপনার বাজেট অনুযায়ী কিনে ফেলুন অনলাইন গিফট ভাউচার।যে মেয়েটিকে আপনি জন্মদিনের গিফট হিসাবে গিফট ভাউচার দিতে যাচ্ছেন সেই মেয়েটি গিফট ভাউচার ভাঙ্গিয়ে তার পছন্দমত এবং প্রয়োজনমতো যা খুশি কিনে নিতে পারবে।
বই
অনেক মেয়েই রয়েছেন যারা বই পড়তে অনেক পছন্দ করেন। তাই আপনি যে মেয়েটিকে তার জন্মদিনে গিফট করতে চাচ্ছেন সেই মেয়েটি যদি বই পড়তে অনেক ভালবেসে থাকে তাহলে তাকে একটি সুন্দর গল্পের বই গিফট করতে পারেন। আপনি চাইলে ২০০ থেকে ৫০০ টাকার মধ্যে অনলাইনে অথবা অফলাইনের মাধ্যমে পেয়ে যাবেন।
জন্মদিনের কেক
আমরা সকলেই জন্মদিনের কেক অনলাইনে অথবা অফলাইনে অর্ডার করে কিনে থাকি। কিন্তু যদি আপনি নিজের হাতে একটা কেক বানিয়ে যে মেয়েটির জন্মদিন সেই মেয়েটিকে গিফট করেন তাহলে সে অনেক খুশি হবে। এর পাশাপাশি আপনার খরচও অনেক কম হবে।
হাতে বানানো ফটো ফ্রেম
যত দামিই উপহার হোক না কেন মেয়েরা সবচাইতে বেশি পছন্দ করে হাতে বানানোর জিনিস। তাই আপনি চাইলে আপনার হাতে বানানো জিনিস তাকে তার জন্মদিনের উপহার হিসেবে দিতে পারেন। আপনি চাইলে যে মেয়েটির জন্মদিন তার ফ্যামিলি এবং তার ছবি সংগ্রহ করে একটি ফটো অ্যালবাম উপহার দিতে পারেন। এই আইডিয়াটি আমি মনে করি সব চাইতে সেরা আইডিয়া কারন যখন সে মেয়েটি আপনার এই উপহারটি খুলে দেখবে তখন সে অনেক খুশি হবে।
গিফট বাস্কেট
গিফট বাস্কেট উপহারটিও অনেক সুন্দর উপহার কেননা এই উপহারের মধ্যে ছোট বড় অনেক প্রয়োজনীয় জিনিস থাকবে। আপনি চাইলে সকল জিনিস একসাথে ভরে একটি গিফট বাস্কেটের মধ্যে প্যাক করে উপহার হিসেবে দিতে পারেন। আপনি যেহেতু একটা মেয়ের জন্মদিনে উপহার হিসেবে দিতে চাচ্ছেন সেহেতু ওই গিফট বাস্কেটের মধ্যে ব্রেসলেট, কানের বিভিন্ন রকমের কসমেটিক এর পাশাপাশি চকলেটও দিতে পারেন।
কাচের চুড়ি/কানের দুল
কাঁচের চুড়ি অথবা কানের দুল পছন্দ করে না এমন মেয়ে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। প্রায় প্রতিটা মেয়েই অনেক বেশি পছন্দ করে থাকে কাঁচের চুড়ি এবং কানের দুল। তাই আপনি একটি মেয়ের জন্মদিনে নিঃসন্দেহে কাজের চুরি কিংবা কানের দুল উপহার হিসেবে দিতে পারেন, এতে করে সে অনেক খুশি হবে। আপনি বিভিন্ন ডিজাইনের কাচের চুড়ি অথবা কানের দুল অল্প টাকার মধ্যে পেয়ে যাবেন।
ফুল এবং চকলেট
ফুল তো আমরা সবাই অনেক ভালোবাসি। আবার এর সাথে যদি কিছু চকলেট থাকে তাহলে তো আর কোন কথাই নেই। প্রতিটা মেয়েই ফুল এবং চকলেট উপহার হিসেবে পেতে অনেক বেশি পছন্দ করে থাকে। তাই জন্মদিনে ফুল এবং চকলেট অল্প টাকার মধ্যে গিফট হিসেবে দিতে পারেন।

কম খরচে জন্মদিনের উপহার

কম-খরচে-জন্মদিনের-উপহার
কম খরচে জন্মদিনের উপহার যদি আপনি অনলাইনে খুঁজে থাকেন তাহলে আজকের পোস্টটির এই অংশটুকু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আপনার সাথে এখন আমি শেয়ার করব কম টাকার মধ্যে জন্মদিনের উপহার গুলো সম্পর্কে। তাই আর কথা না বাড়িয়ে এখনই জেনে নিন কম টাকার মধ্যে জন্মদিনের উপহার গুলোঃ
  • বই
  • হাতঘড়ি
  • ওয়ালেট
  • পারফিউম
  • কাস্টমাইজ মগ
  • ট্রিমার মেশিন
  • পাওয়ার ব্যাংক
  • হেডফোন
  • নগদ টাকা
বই - আপনি যদি মনে করেন যে একজনের জন্মদিনে সেরা উপহার দিবেন তাহলে নিঃসন্দেহে বই দিতে পারেন। কারণ বই সকল বয়সের ব্যক্তিরাই অনেক পছন্দ করে থাকে। কিন্তু আপনাকে বয়স এবং ব্যক্তিত্ব ভেদে সেরা বইটি বেছে নিতে হবে। নইলে আপনার দেওয়া সেরা উপহারটির মহত্ব আসবে না। কম টাকায় জন্মদিনের উপহার হিসেবে নিম্নে লিখিত বইগুলি থেকে আপনি আপনার পছন্দের সেরা বইটি বেছে নিয়ে যে কারো জন্মদিনে উপহার হিসেবে দিতে পারেন।
  • জন্মদিনের উপহার (হুমায়ূন আহমেদ)
  • জন্মদিনে (রবীন্দ্রনাথ ঠাকুর)
  • টাইম মেশিন (এইচ জি ওয়েলস)
উপরে উল্লেখিত যে সকল বইগুলোর নাম আমি এতক্ষণ ধরে উল্লেখ করেছি, সেগুলো ছাড়াও আরো অনেক বই রয়েছে যেগুলি ৩০০ থেকে ৫০০ টাকার মধ্যে পাওয়া যায়।

হাতঘড়ি - আপনি যদি মনে করেন যে এমন একটি গিফট করবো যা সারাদিন আপনার কথা অনেকবার মনে করিয়ে দেবে তাহলে আপনি জন্মদিনের উপহার হিসেবে হাতঘড়ি বেছে নিতে পারেন। কেননা হাতঘড়ি এমন একটি উপহার যেটি সারাদিনে যতবার সে টাইম দেখবে ততবারই আপনার কথা মনে করবে। তাই জন্মদিনের কম খরচে উপহার হিসেবে হাত ঘড়ি বেছে নিতে পারেন।

ওয়ালেট - আপনি যদি চান আপনার বন্ধুকে এমন একটি গিফট করতে যে গিফটটি তার অনেক প্রয়োজন তাহলে ওয়ালেট বা মানিব্যাগ জন্মদিনের গিফট দিতে পারেন।কেননা প্রত্যেক ছেলেরই মানে ব্যাগ বা ওয়ালেটের প্রয়োজন পড়ে। কম টাকায় জন্মদিনের উপহার দেওয়ার জন্য ৫০০ থেকে ১০০০ টাকার মধ্যে আড়ং এর মানিব্যাগ আপনি পেয়ে যাবেন। তবে মানিব্যাগ যেহেতু দেখতে অনেক ছোট তাই একটু বড় করে প্যাকেজিং করে সুন্দরভাবে রেপিং করবেন।

পারফিউম - হাত ঘড়ির মত পারফিউমও আপনার কথা মনে করিয়ে দিতে বাধ্য। তাই আপনার সুবিধার্থে আমি নিচে ছেলে এবং মেয়ে উভয়ের জন্যই জন্মদিনের গিফটের পারফরমের নাম উল্লেখ করেছি।
  • মেয়েদের পারফিউমঃ
    • Fogg Paradise Fragrant Body Spray for Women
    • Engage W2 Perfume Spray for Women
    • Cool Girl High Heels Perfume
  • ছেলেদের পারফিউমঃ
    • Wild Stone Ultra Sensual Perfume for Men
    • Blue Bird Body Spray for Men
    • Red Secret for Men
    • Axe Signature, Fog
কাস্টমাইজ মগ - বর্তমান সময়ে কাস্টমাইজ মগের ট্রেন্ড চলছে। যে মানুষটির জন্মদিন সেই মানুষটির নাম, ব্রান্ড, লোগো অথবা কোন ধরনের মেসেজ যদি আপনি দিতে চান তাহলে মগে প্রিন্ট করে জন্মদিনের গিফট হিসেবে দিতে পারেন। মগে প্রিন্ট করতে শুধুমাত্র আপনার খরচ হতে পারে ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত। তবে এই উপহারটি ছোটদের জন্মদিনের গিফট হিসাবে দিতে পারেন। এছাড়া বর্তমানে তো কাম্পমাইজ মগ পাওয়া যায়, যেগুলিতে সাধারণত গরম চা অথবা কফি ঢালার পর প্রিন্ট শো করে। কিন্তু এমনিতে সাধারণ মদের মত দেখা যায়।

ট্রিমার মেশিন - ট্রিমার মেশিন এমন একটি উপহার যা প্রত্যেক ছেলেদের জন্মদিনে একটি খুশি করার মতো উপহার। বর্তমানে প্রত্যেক বাজারে অনেক ধরনের ট্রিমার মেশিন আছে। যেগুলির মধ্যে অনেক কম খরচে টিউমার মেশিন খুঁজে পাওয়া মুশকিল হয়ে পড়ে। সেজন্য আপনার কথা মাথায় রেখে আমরা নিচে কিছু ট্রিমার মেশিনের নাম উল্লেখ করেছে।
  • Kemei KM-5017 trimmer machine
  • Xiaomi_Mi trimmer machine
  • Redien Rn-8140 trimmer machine
  • Philips trimmer machine
  • HTC trimmer machine
পাওয়ার ব্যাংক - প্রয়োজনীয় যতগুলো উপহার রয়েছে তার মধ্যে পাওয়ার ব্যাংক অন্যতম। কেননা পাওয়ার ব্যাংক এমন একটি উপহার যা ট্রাভেলে গেলে সবচাইতে বেশি মনে পড়ে। স্মার্ট ফোন অথবা অন্যান্য রিচার্জেবল ইলেকট্রনিক গ্যাজেটে চার্জ করার জন্য বিপদের সঙ্গী হিসেবে পাওয়ার ব্যাংক পাশে থাকে। আপনার সুবিধার্থে কম খরচে ভালো মানের নিজে কয়েকটি পাওয়ার ব্যাংক ব্র্যান্ডের নাম উল্লেখ করা হলোঃ
  • Ambrane
  • Portronics
  • Xiaomi Power Bank
  • Symphony Power Bank
হেডফোন - আপনি যদি কম খরচে জন্মদিনের উপহার খুজে থাকেন তাহলে হেডফোন সেরা উপহার হতে পারে। কম টাকার মধ্যে হেডফোন হিসেবে P47 Wireless Bluetooth Headphone নিঃসন্দেহে কিনতে পারেন। কম টাকার মধ্যে ভালো হেডফোন হিসেবে P47 মডেলের হেডফোনের চাহিদা অনেক। তাছাড়াও এর সাউন্ড কোয়ালিটিও খুবই সুন্দর।
  • P47 Wireless Bluetooth Headphone
  • Flash Light Bluetooth Wireless Headphone
নগদ টাকা - ক্যাশ টাকা উপহার হিসেবে পেলে আমরা অনেকেই খুশি হয়। সেজন্য আপনার সাধ্যমত নগদ টাকা একটি সুন্দর খামের ভেতর দিয়ে তার হাতে দিতে পারেন এবং বলতে পারেন "আপনার/তোর জন্য বেশ কয়েকটি শপিংমল ঘুরেও পছন্দের কোন জিনিস পেলাম না আর যেগুলো পছন্দ হয়েছে সেগুলো আপনার/তোর আছে সেজন্য এটা রাখ/রাখেন"।

নবজাতক বাচ্চাদের গিফট

নবজাতক বাচ্চাদের গিফট সম্পর্কে বিস্তারিতভাবে আইডিয়া পেতে অবশ্যই আজকের পোস্টটির এই অংশটুকু পড়তে থাকুন। তুমি এখানে প্রায় ২০ টি এর মত নবজাতক বাচ্চাদের গিফট সম্পর্কে তুলে ধরেছি। এই গিফট গুলো আপনি অল্প বাজেটের মধ্যেই কিনতে পেয়ে যাবেন। তাহলে চলুন আর দেরি না করে এখনই জেনে আসি নবজাতক বাচ্চাদের গিফট গুলো সম্পর্কে।
  • শিশুর পোশাক
  • শিশুর বাথ
  • শিশুর ডায়পার
  • শিশুর ফটো এ্যালবাম
  • রুপোর গহনা
  • শিশুকে মোড়ানোর কাপড়
  • ঝুমঝুমি এবং বাজনা খেলনা
  • শিশুর ঘর সাজানোর জিনিস
  • শিশুর বিছানার লিনেন
  • কট মোবাইল অথবা প্লে জিম
  • বেবি প্যাসিফায়ার অথবা টিথার্স
  • বেবি ক্যারিয়ার স্লিং
  • শিশুর স্কিনকেয়ার পণ্য
  • শিশুকে শেখানোর কিটস
  • শিশুর আসবাবপত্র
  • খাওয়ানো প্রয়োজনীয় জিনিস
  • ডিআইওয়াই (নিজে তৈরি করার) উপহার
  • ডায়পার ব্যাগ
  • গিফট চেক
  • বেবি প্রুফিং কিট

ছোট বাচ্চাদের জন্মদিনের উপহার

ছোট বাচ্চাদের জন্মদিনের উপহার সম্পর্কে আপনি কি জানতে চাচ্ছেন? তাহলে সঠিক জায়গাতে এসেছেন। কারণ এখনই আপনাকে জানিয়ে দেওয়া হবে ছোট বাচ্চাদের জন্মদিনের উপহার গুলো সম্পর্কে। আমি এখানে বেশ কিছু ছোট বাচ্চাদের জন্মদিনের উপহার আপনার সামনে তুলে ধরব। তাহলে চলুন আর দেরি না করে আমরা এখনই জেনে আসি ছোট বাচ্চাদের জন্মদিনের উপহার গুলোঃ
  • চকোলেট
  • টেডি
  • টিফিন বক্স ও পানির বোতল
  • স্কুল ব্যাগ
  • মগ
  • রং পেন্সিল
  • বার্বি ডল
  • গাড়ি
  • গল্পের বই
  • দুরবীনের একটি জুড়ি
  • একটা পাঞ্চিং ব্যাগের সাথে একটা বক্সিং সেট
  • পোশাক
  • একটা ব্যক্তিগত ডায়েরী
  • সাইন্স এক্সপেরিমেন্ট অথবা বিজ্ঞান পরীক্ষার একটা কিট
  • ব্রেসলেট তৈরির কিট
  • একটা রূপকথার থিমে কালারিং সেট
  • পিগি ব্যাঙ্ক
  • একটি চৌম্বকীয় স্কেচ বোর্ড
  • পুতুল, ইত্যাদি

১০ বছরের ছেলের জন্মদিনের উপহার

১০ বছরের ছেলের জন্মদিনের উপহার হিসেবে কি দিবেন তা কি বুঝতে পারছেন না। চিন্তার কোন কারণ নেই এখনই আপনার সামনে উপস্থাপন করা হবে ১০ বছরের ছেলের জন্মদিনের উপহার গুলো। তাই আর কথা না বাড়িয়ে এখনই দেখে নিন ১০ বছরের ছেলের জন্মদিনের উপহার।
  • চকলেট
  • ব্যাকপ্যাক
  • ফিটনেসে ব্যান্ড
  • সানগ্লাস (চশমা)
  • ওয়াটার বোতল
  • ঘড়ি
  • ফটো ফ্রেম (ছবি সহ)
  • সাইকেল
  • ফটোসহ ফ্রেম (বড়)
  • বার্থ-ডে মগ
  • ফটো এ্যালবাম
  • খেলনা (রিমোট কন্ট্রোল টয়েস, এ্যাডুকেশনাল টয়েস, রকিং টয়েস)
  • টেবিল ল্যাম্প
  • রুম ডেকোরেশন লাইট
  • লাইফ জ্যাকেট (সাঁতার শেখার জন্য)
  • ব্রাচলেট
  • কালার পেন্সিল
  • শোপিচ
  • ছবি আঁকার বই
  • পেন হোল্ডার
  • গল্পের বই
  • টেবিল ওয়াচ
  • ছড়ার বই
  • গার্ডেন স্লাইড
  • বক্সিং বেলুন
  • বাবল মেশিন
  • টেলিক্সোপ
  • এলসিডি রাইটিং ট্যাবলেট
  • চার্জার ফ্যান
  • ছাতা
  • টেডি বেয়ার
  • ক্যান্ডেল হোল্ডার
  • ডল
  • ডিজিটাল এ্যালার্ম ক্লক
  • মাইক্রো
  • পারসোনালাইজড ট্রপি
  • কারাওকে মাইক্রোফেন
  • ওয়াকিটকি
  • ম্যাজিক মগ
  • মুখোশ সেট
  • প্রজেক্টর পেইন্টিং টয়েস
  • ওয়াল লাইট
  • হাউজ বিল্ডিং টয়েস
  • টিস্যু বক্স হোল্ডার
  • হ্যান্ড ওয়াশ জার
  • আর্টিফিসিয়াল ফুল
  • ফুলদানি

১০ বছরের মেয়ের জন্মদিনের উপহার

১০ বছরের মেয়ের জন্মদিনের উপহার সম্পর্কে আপনারা যারা অনেক খোঁজাখুঁজি করছেন তারা এখনই জেনে নিন ১০ বছরের মেয়ের জন্মদিনের উপহার গুলো। আমি নিচের বেশ কয়েকটি ১০ বছরের মেয়ের জন্মদিনের উপহার তুলে ধরেছি। তাহলে চলুন আর দেরি না করে এখনি জেনে আসি ১০ বছরের মেয়ের জন্মদিনের উপহার গুলোঃ
  • Headwear Accessories
  • DIY T-shirt Painting Kit
  • Mug with Cushion
  • Make up Kit
  • Diary with beautiful Pen
  • Play toy Finger Rings
  • Bag pack
  • Purse
  • Stationery Kit
  • Tent House

জন্মদিনের সেরা উপহার

জন্মদিনের সেরা উপহার গুলো নিচে দেওয়া হল:
  • পায়জামা সেট
  • টোট ব্যাগ
  • পারফিউম
  • তাজা ফুল
  • কেক
  • ব্যক্তিগতকৃত কুশন
  • উদ্ভিদ টেরারিয়াম
  • গয়না
  • লেগো
  • গেমিং চেয়ার
  • রোবট ভ্যাকুয়াম
  • তাত্ক্ষণিক ক্যামেরা
  • অঙ্গমর্দন কেদারা
  • একটি পোর্টেবল স্পিকার
  • সিল্ক স্কার্ফ
  • একটি সোয়াসস্কি সিগার এবং হুইস্কি উপহার সেট
  • একটি বিশেষ ভ্রমণ

শেষ কথা

আশা করি আজকের এই গুরুত্বপূর্ণ পোস্টে আপনাদের কাছে অনেক ভালো লেগেছে কেননা এখানে আমরা আলোচনা করেছি ৫০০ টাকার মধ্যে জন্মদিনের গিফট - কম খরচে জন্মদিনের উপহার সম্পর্কে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সাগর ম্যাক্স এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url