ভালোবাসার রোমান্টিক স্ট্যাটাস - রোমান্টিক স্ট্যাটাস বাংলা

১৩০+ ছেলেদের ফেসবুক স্ট্যাটাসভালোবাসার রোমান্টিক স্ট্যাটাস এবং রোমান্টিক স্ট্যাটাস বাংলা সম্পর্কে জানতে আমার সাথেই থাকুন। কারণ আপনাকে এখন আমি জানাবো ভালোবাসার রোমান্টিক স্ট্যাটাস এবং রোমান্টিক স্ট্যাটাস বাংলা সম্পর্কে। এর পাশাপাশি আরও বিভিন্ন ধরনের অনেকগুলো রোমান্টিক স্ট্যাটাস সম্পর্কে জানতে পারবেন।
ভালোবাসার-রোমান্টিক-স্ট্যাটাস
তাই অবশ্যই পোস্টটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করবেন। আশা করছি আমি আজকের এই পোস্টে যে সকল রোমান্টিক স্ট্যাটাস তুলে ধরেছি সেগুলো আপনার কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন আর দেরি না করে এখনই জেনে নেই ভালোবাসার রোমান্টিক স্ট্যাটাস এবং রোমান্টিক স্ট্যাটাস বাংলা সম্পর্কে।

পোস্ট সূচীপত্রঃ ভালোবাসার রোমান্টিক স্ট্যাটাস - রোমান্টিক স্ট্যাটাস বাংলা

ভূমিকাঃ ভালোবাসার রোমান্টিক স্ট্যাটাস - রোমান্টিক স্ট্যাটাস বাংলা

আপনারা যারা রোমান্টিক সব ভালোবাসার স্ট্যাটাস গুলো ইন্টারনেটে সচরাচর সাজ করে থাকেন তারা অবশ্যই আজকের এই সম্পূর্ণ পোস্টটি পড়তে পারেন। কেননা আপনারা যদি আজকের এই পোস্টটি সম্পন্ন মনোযোগ সহকারে পড়েন, তাহলে বিভিন্ন ধরনের রোমান্টিক সব স্ট্যাটাস সম্পর্কে জানতে পারবেন। যেমনঃ রোমান্টিক স্ট্যাটাস, বেস্ট রোমান্টিক স্ট্যাটাস, রোমান্টিক স্ট্যাটাস বাংলারোমান্টিক স্ট্যাটাস ক্যাপশন, দুই লাইনের রোমান্টিক স্ট্যাটাস, ভালোবাসার রোমান্টিক স্ট্যাটাস, সিঙ্গেল ছেলেদের রোমান্টিক স্ট্যাটাস, বৃষ্টির দিনের রোমান্টিক স্ট্যাটাস, বউ নিয়ে রোমান্টিক স্ট্যাটাস, রাতের রোমান্টিক স্ট্যাটাস, রোমান্টিক স্ট্যাটাস ২০২৪।
তাই ধৈর্য ধরে স্টেপ বাই স্টেপ সকল পয়েন্ট গুলো পড়ে আপনাদের পছন্দের স্ট্যাটাস গুলি বেছে নিন এবং আপনাদের প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করে দিন। এতে করে আপনাদের প্রিয় মানুষ আপনাদের প্রতি অনেক খুশি হবে। শুধু তাই নয় এর পাশাপাশি আপনারা চাইলে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে এ সকল স্ট্যাটাসগুলো পোস্ট করতে পারেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রোমান্টিক সব স্ট্যাটাস গুলো মনোযোগ সহকারে পড়ে আসি। আশা করি আজকের সকল স্ট্যাটাস গুলো আপনাদের অনেক ভালো লাগবে এবং অনেক উপকারে আসবে।

রোমান্টিক স্ট্যাটাস

১। I' m addicted to my favorite parson...
<! আমি আমার প্রিয় মানুষটার প্রতি আসক্ত.

২। তুমি কাছে থাকো আর না থাকো...!
তোমার প্রতি ভালোবাসা সবসময় থেকে যাবে।।।

৩। যে থাকার সে এমনিতেই থাকবে ধরে...
রাখার প্রয়োজন নাই।

৪। যার কাছে যার শান্তি মিলে তার কাছেই
তার ঠাঁই হোক-

৫। অনুভূতিতে মিশে আছে হাজার যন্ত্রণা"!
তবুও সে আমার কাছে মন্দ না"!

৬। সবাই তো খুশি চায় আর,,
আমি তো প্রতিটা খুশিতে তোমাকে চাই।

৭। স্বপ্ন তাকে নিয়ে দেখো, যে তোমাকে
নিয়ে ভাবে...!!

৮। স্পর্শে নয় অনুভবেও, ভালোবাসা যায়।
হোক না দূরত্ব তাতে কি আসে যায়।

৯। ভালোবাসা থাকলে...!
শতবার বিচ্ছেদের পরেও এক হওয়া যায়...!

১০। আমি তোমার শূন্য থেকে শেষ অব্দি
থাকতে চাই প্রিয়...!!!

১১। মাঝে মাঝে ভালোবাসা যা দেয় তার থেকেই
অনেক বেশি কিছু কেড়ে নেয়...!

১২। এক শহর না আমি এক আকাশ পরিমাণ
ভালোবাসা দিয়ে তোমাকে আমার কাছে আগলে
রাখতে চাই।

বেস্ট রোমান্টিক স্ট্যাটাস

১৩। সেই সম্পর্ক কখনো ভা ঙ্গে না!
যে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য,
দুজনেই সমান চেষ্টা করে।

১৪। সম্পর্ক সেটাই...!
যেখানে ঝগড়া মান অভিমান অনেক
তবুও কেউ কাউকে ছেড়ে যায় না!

১৫। কেউ সুন্দর হয়না!
তুমি যত ভালবাসবে, তাকে তত ই সুন্দর মনে হবে...!

১৬। জীবনে অল্প মানুষ থাকুক
কিন্তু প্রিও থাকুক।

১৭। আমাদের রাগারাগি হবে প্রতিদিন
কিন্তু বিচ্ছেদ হবে না কোনদিন।

১৮। "তাকে ভালোবাসার কোনো নির্দিষ্ট,
কারণ নেই আমার কাছে!"

১৯। বিনা প্রকাশে আমি তোমাকে তোমার চেয়েও
 অনেক বেশি ভালোবাসি!"

২০। একজন কে খুব বেশি ভালোবাসি...।

২১। মানুষ সবচেয়ে বেশি বেহায়া তার কাছেই হয়,
যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে!

রোমান্টিক স্ট্যাটাস বাংলা

২২। তোমার হাসিতে আমার সুখ,
তুমি আমার মন খারাপের এর ওষুধ...!!!

২৩। চোখের দেখায় নয়, মনের দেখায় ভালোবাসি,
কাছে থাকো কিংবা দূরে তোমাকেই ভেবে হাসি!

২৪। যে আমার খারাপ দিক জেনেও ভালোবাসে,
তার থেকে কেউ বেশি আমায় ভালবাসতে পারেনা!

২৫। বহু বাধা-বিপত্তি অতিক্রম করে তোমায় পেতে চাই,
যে তুমিতে আমি ছাড়া অন্য কেউ নাই...!

২৬। ক্ষণিকের প্রেম চাই না,
সারা জীবনের ভালোবাসা হতে চাই...!!

২৭। হাওয়া তো পাগল হয়, তাই মাতাল এই চোখ-
তোর দিকে তাকিয়েই আজীবন নির্বাক হোক...

২৮। যে মানুষ যত বেশি গম্ভীর, সে মানুষ তত বেশি রাগী
তবে তার মধ্যে ভালোবাসাও থাকে বেশি...!!

২৯। বুঝলে প্রিয়, তুমি আমার জীবনের সবচেয়ে"
বিশেষ ও অপূর্ব ব্যক্তি...!!

৩০। "আমাকে খুশি করতে খুব বেশি পরিশ্রমের"
প্রয়োজন নেই, তোমার উপস্থিতিই যথেষ্ট...!!

৩১। "আমার ভাবনার জগতটা খুব সুন্দর,
এটা শুধু
তোমাকে দিয়ে শুরু আর তোমাকে দিয়েই শেষ!

৩২। ভালোবাসাটা কমেনি,
শুধু প্রকাশ করাটা ছেড়ে দিয়েছি...!

৩৩। ইচ্ছে নামক পাখি গুলো!
কল্পনার আকাশে'ই ভালো মানায় বাস্তবে নাহ!

৩৪। এই ব্যস্ত শহর টা যেমনি আছে,
তেমনি থাকবে"
শুধু বদলে যাবে কিছু গল্প কিছু স্মৃতি!

৩৫। এক বুক অভিমান নিয়ে যারা দূরে চলে যায়,
তারা আর কখনো ফিরে আসে না...!

৩৬। বাইরে ভালো আছি বলাটা ফর্মালিটি,
আর ভেতরে খারাপ থাকাটা রিয়ালিটি!!

৩৭। ভাবনাটা নিজের মতো ভাবা যায়,
কিন্তু বাস্তবতাকে সেভাবে সাজানো যায় না...!

৩৮। তুমি আমার কাছে কতটা নিখুঁত"
তা কেউ কখনো জানবে না...!!

রোমান্টিক স্ট্যাটাস ক্যাপশন

৩৯। প্রতিটা মুহুর্তে তোমার কথা মনে পড়ে!
I always miss you.

৪০। তোর শূন্যতা
সারাজীবন থাকবে আমার...!

৪১। Relationship গুলো তখনই সুন্দর!
যখন দুজন দুজনের প্রতি
'বিশ্বাস' আর 'সম্মান' থাকে।

৪২। না পারি সব ছেড়ে একবারে চলে যেতে...!
না পারি
সব সহ্য করে বেঁচে থাকতে...!

৪৩। আছে তো অনেকে'ই...!
কিন্তু আমার যে আপনাকে'ই লাগবে!'

৪৪। ভুলে যাওয়ার লাগি
তোরে ভালোবাসি নি!...

৪৫। শুধু একটু ভালোবাসা চাই
আর কিছুই চায় না।

৪৬। আমার প্রিয় মানুষটা,
অন্য কারো না হোক।

৪৭। যদি কোনদিন পরিবর্তন হয়ে যায়!
তাহলে ভেবে নিও
তোমার কারণেই হয়েছে।

৪৮। সত্যিই প্রিয় হারিয়ে যাবো
একদিন তোমার শহর থেকে...!

৪৯। অর্থের শূন্যতা নয়,
প্রিয় মানুষটার শূন্যতায় বেশি কাঁদায়।

৫০। ভালোবেসে ছিলাম, ভালোবাসি এবং সারা জীবন ভালবাসবো।

৫১। "অবহেলা"
সেতো প্রিয় মানুষটির কাছে শ্রেষ্ঠ উপহার।

৫২। তুমি খুব বেশি দুরে নয়, তুমি আমার কলিজায়।

৫৩। খারাপ তখনি লাগে
যখন প্রিয় মানুষটা বায় বলার পড়েও
অনেকক্ষণ লাইনে থাকে।

৫৪। যে মনে থাকে, সে ভাগ্যে থাকে না।

৫৫। ভালোবাসা যখন শেষ হয়ে যায়,
তার সাথে সাথে শেষ হয়ে যায়,
অভিযোগ ও সফল অভিমান।

৫৬। বন্ধুত্বের পর ভালোবাসা সম্ভব,
কিন্তু ভালবাসার পর কখনো বন্ধুত্ব সম্ভব না।

৫৭। শুধু বদলে গেছে আমার তুমিটা।

দুই লাইনের রোমান্টিক স্ট্যাটাস

৫৮। লাইফে যেমন টাকাটা দরকার"
"তেমন হাসিটাও দরকার...!

৫৯। ভালোবাসার মানুষটিকে আটকে নয়-
"আগলে রাখতে হয়।

৬০। "নিজেকে নিয়ে নিজের কাছে'
-আমার শত অভিযোগ...!!

৬১। তুমি গল্প হয়েও গল্প না,
"তুমি আমার হয়েও কল্পনা...!

৬২। তুমি রেখে দিলে...!
"তোমার শেষ কাব্য হয়ে থেকে যাব...!!

৬৩। ভালোবাসাটা দাবি হয় না।
"দামি হয় ভালোবাসার মানুষ টা!

৬৪। প্রতিবার রাগ অভিমান ঝগড়া শেষে,,
"আমার তোমাকে লাগবে!

৬৫। একদিন প্রচন্ড অভিমান নিয়ে...
"হারিয়ে যাবো দূরে কোথাও!

৬৬। পরিস্থিতি যেমন-ই হোক...!!
"মানিয়ে নিতে পারলেই জীবন সুন্দর।

৬৭। শুধু তুমি হাত ধরে থেকো...!!
"বাকি দুনিয়াকে আমি দেখে নিবো।।

৬৮। যাকে অন্যের পাশে দেখলে কষ্ট হয়,,
"তাকে আগলে রাখতে শিখতে হয়...!!

৬৯। জীবনে ভালো থাকতে গেলে,,
"ভুলে থাকতে জানতে হবে...!!

৭০। মুখের কথা তো সবাই বোঝে,,
"চোখের ভাষা বোঝে কজন!

৭১। আমি করি তোমার অপেক্ষা...
"আর তুমি করো আমায় অপেক্ষা!

৭২। সব স্বপ্ন সত্যি হয় না,
তবু মন মানতে চায় না!

ভালোবাসার রোমান্টিক স্ট্যাটাস

ভালোবাসা
৭৩। শুনো, শুধু তুমি এই একজন যাকে,
দেখার পর
আমি ভেতরে শান্তি পাই।

৭৪। ভালোবাসা... খুব দামি জিনিস... যত্ন করে রাখতে হয়...
কারণ ভালোবাসা... একবার হারিয়ে গেলে...
জীবনে আর কোনো...
দিন ফিরে পাওয়া যায় না।

৭৫। মানুষ তার সাথে রাগ-অভিমান করে
যাকে সে মনে থেকে ভালোবাসে...!!

৭৬। তোমার রাগের মাঝেও ভালোবাসা পাই।
তাই তো তোমায় এত রাগাই"...!!

৭৭। "কাউকে ভালবাসলে এতটাই ভালোবাসো যাতে
তার জীবনে অন্য কারোর ভালোবাসা
প্রয়োজন না পড়ে।"

৭৮। "মিষ্টি প্রেম তো সেগুলোই যেখানে ভালোবাসার
মানুষ এবং বেস্ট ফ্রেন্ড একজনই হয়।"

৭৯। "প্রকৃত ভালোবাসা তো সেটাই
যাদের রাগ করতেও যেমন দেরি হয় না
আবার রাগ ভাঙ্গতেও দেরি হয় না।"

৮০। "পুরো দুনিয়ার জন্য...
তুমি শুধু একজন মানুষ,
কিন্তু আমার কাছে তুমি আমার
পুরো দুনিয়া।"

৮১। "আমি তোমার কাছে বড়ো বড়ো উপহার চাইনা
তুমি শুধুমাত্র আমার হয়ে যাও আমি শুধু
তোমাকে চাই।"

৮২। "শুধু ভালবাসলে হয় না প্রিয়, ভবিষ্যতে তাকে
স্বীকৃতি দেওয়ার ক্ষমতাও রাখতে হয়।"

৮৩। "জীবনে কাউকে পাওয়াটা...
বড় কথা নয়, বরং
যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত
ধরে রাখাটাই বড়ো কথা।"

৮৪। "তোমার থেকে আমার...
বেশি কিছু চাওয়ার নেই শুধু
আমাকে একটু ভালোবাসা আর সময় দিও
আমি এতেই খুশি।"

৮৫। "Bye বলার পরেও মোবাইলের
দিকে তাকিয়ে Reply পাওয়ার
আশা করাটাই হয়তো ভালোবাসা।"

৮৬। "তোমার সাথে যতই অভিমান
করি না কেন বিশ্বাস করো তোমাকে
ছাড়া ভালো থাকতে পারে না।"

৮৭। নিজেকে সব থেকে সুন্দর তখন লাগে,
যখন তুমি আমার সঙ্গে থাকো।

৮৮। "সম্পর্কের জন্য অর্থ নয় একটু বিশ্বাসের
প্রয়োজন! ভালবাসার জন্য রূপ নয়
একটা সুন্দর মনের প্রয়োজন।"

৮৯। "হ্যাঁ! আমি ভালবাসতে জানি না
কিন্তু যতটুকু ভালোবাসিছি
শুধু তোমাকেই ভালোবেসেছি।"

সিঙ্গেল ছেলেদের রোমান্টিক স্ট্যাটাস

৯০। সিঙ্গেল ছেলে বলতে কিছু নেই
যা আছে সব
ছ্যাকা খেয়ে
ব্যাকা হওয়া সিঙ্গেল।

৯১। "Single লাইফটা নিম পাতার রসের মতো
একটু তেতো কিন্তু
শরীরের জন্য উপকারী"

৯২। "ভাবছি Relation করবো
কিন্তু কার সাথে করবো
সবাই তো Single"

৯৩। প্রোফাইলে Single লেখাটি
হয়তো এখনো
কোন মেয়ের চোখে পড়েনি।

৯৪। আজ সিঙ্গেল বলে কেউ প্রেম করে না,
ডাবল হলে ঠিক করতো...!!

৯৫। "হাসতে দেখো গাইতে দেখো
কিন্তু আমি যে সিঙ্গেল সেটা তো দেখো না"

৯৬। Single life is the best
সেখানে না কাউকে হারানোর ভয় থাকে
আর না কাউকে ফিরে পাওয়ার আশা...!!

৯৭। Single মেয়ে গুলা কই
না মানে তাদের জন্য
জিলাপিরর ব্যবস্থা আছে।

৯৮। Single দের তালিকা করা হচ্ছে...
নিজ দায়িতে হাজিরা দিয়ে যাবেন।

বৃষ্টির দিনের রোমান্টিক স্ট্যাটাস

৯৯। আকাশ থেকে বৃষ্টি নামলে থেমে যায়;
কিন্তু মানুষের চোখে বৃষ্টি নামলে
সহজে থামতে চায় না।

১০০। যদি কখনো দেখো আকাশে কালো মেঘ
জমে প্রচন্ড রকমের বৃষ্টি হচ্ছে,
তাহলে বুঝে নিও আমি ভালো নেই!

১০১। যদি বৃষ্টি হতাম, তোমার দৃষ্টি ছুয়ে দিলাম!
চোখে জবা বিষদটুকু
এক নিমিষে ধুয়ে দিতাম।

১০২। বৃষ্টি তুমি আবার নামো...
আমার শহর জুড়ে,
কষ্ট গুলো ধুয়ে দাও নিজের মতো করে।

১০৩। তুমি আমার প্রিয় থেকে অনেকটা বেশী প্রিয়!
ভালোবাসার বৃষ্টি হয়ে আমায় ভিজিয়ে নিও।

১০৪। মেঘলা আকাশ কাজের ছুটি বৃষ্টি বাদল দিনে!
তোমার সাথে ভিজতে চাওয়ার
অসুখ আনি কিনে।

১০৫। মেঘলা আকাশ ঝেড়ো বাতাস
বৃষ্টি ঝরুক তোমার নামে;
শব্দেরা না হয় থাকুক বন্দী
যত্নে রাখা গোপন থামে!

১০৬। তুমিও ফের আসিতে পারো,
সহসা বৃষ্টির মতো!
এক নিমেষের শান্তি দিতে,
ভুলিয়ে দিতে ক্ষত।

১০৭। অর্ধেক আকাশ চাই না আমি,
পুরো আকাশটা তোমারি থাক...!
ঝলমলে রোদ তোমায় দিলাম,
বৃষ্টি হলে খানিক দিও ভাগ।

১০৮। একদিন বেশ মেঘ করুক,
বৃষ্টি নামুক বেশ জোরে!
দুঃখ যত বিকিয়ে দেব
জলের সাথে, জলের দরে।

বউ নিয়ে রোমান্টিক স্ট্যাটাস

১০৯। তুমি আমার রাতের আকাশ ভরা তারা,
তোমার মুখ খানা দেখতে আমি হই দিশেহারা।

১১০। তোমার কথা মনে এলে, কষ্ট লাগে খুব
এ মন শুধু দেখতে চাই
তোমার ঐ চাঁদ মুখ।

১১১। আমি তোমায় ভালোবাসি, জেনে রেখো তবে
তুমি ছাড়া আমার প্রিয়
কেউ নেই এই ভবে।

১১২। হাজারো কাজের মাঝে, তোমার কথাই ভাবি
তুমি আমার সুখের তারার, একমাত্র চাবি।

১১৩। তুমি আমার স্বপ্নের রাজকন্যা,
আমায় ছেড়ে যেও না।
তোমায় ছাড়া এই আমি,
ভালো থাকতে পারবো না।

১১৪। ওগো আমার সোনার ময়না পাখি
কি বলে যে তোমায় আমি ডাকি।
সারাক্ষণ শুধু তোমার কথাই ভাবি
মনে মনে তোমার ছবি আঁকি।

১১৫। আমি তোমাকে কখনো নিখুঁত ভাবিনি
কিন্তু তুমি সবসময় আমার কাছে নিখুঁত।

১১৬। You are My Everything
Without You i'm Nothing

১১৭। আমার নাম = I
আমার সমস্যা = Love
আমার সমাধান = You

১১৮। আমি জানি আমি কেনো এই পৃথিবীতে
বেঁচে আছি তা একমাত্র তোমার জন্য।

১১৯। ধন্যবাদ তোমাকে হাজারো ভিড়ে এর
মধ্য থেকে আমার দুটি চোখ এবং
একটি হৃদয় চুরি করার জন্য।

রাতের রোমান্টিক স্ট্যাটাস

রাতের-রোমান্টিক-স্ট্যাটাস
১২০। চোখ তুমি বুঝিয়ে ফেলো, অনেক হলো রাত,
কালকে আবার দেখবো, নতুন সুপ্রভাত,
সারারাত ঘুমের মাঝে, স্বপ্ন দেখো খুব,
অনেক হলো রাত এবার দাও,
ঘুমের সাগরে ডুব।【শুভ রাত্রি】

১২১। "ভোরের আলো উঠবে ফুটে, রাতের অবসানে,
তোমায় আবার জাগতে হবে নতুন, আলোর টানে,
নতুন দিনে চলতে হবে নতুন, পথের যাত্রী,
ক্লান্ত ক্ষণে তাইতো জানাই 【শুভ রাত্রি】

১২২। "নিরব নিস্তব্ধ এই রাতে,
আমি জেগে আছি ঐ জোনাক পোকার সাথে
দেখছি আমি ঐ দূর আকাশের চাঁদ,
এইভাবে কেটে যায়,
আমার দুঃখ ভরা রাত【Good Night】

১২৩। "সবার চোখে ঘুম এখন, নীরব রাত,
আমার চোখে ঘুম নেই কেনো, বলতে পারো?
কোন সুখের আশায় আমার, এই রাত জাগা?
কেন মন আজ দিশে-হারা।【Good Night】

১২৪। "যদি চাঁদে না থাকে কলঙ্ক,
মনে যদি না থাকে ব্যথা,
বউ তোমার বাড়ি যদি হতো কাছে
আমি রোজ বলতে আসতাম একটা কথা।【Good Night】

রোমান্টিক স্ট্যাটাস ২০২৪

১২৫। যাকে অন্যের পাশে দেখলে কষ্ট হয়,
তাকে আগলে রাখতে শিখতে হয়।

১২৬। আমি যখন তোমাকে মিস করি,
তখন তোমাকে খুব কাছে পেতে মন চায়।
আর যখন তোমাকে কাছে না পাই, তখন চিৎকার করতে ইচ্ছে হয়।
আর এই সময় ভেতর টা কেমন জানি ছটফট করে।
মনে হয় মনের ভেতর কে যেন আমায় হত্যা করছে।

১২৭। মুখের ভাষা তো সবাই বুঝে,
চোখের ভাষা ক'জন বুঝে?

১২৮। লাইফে যেমন টাকাটা দরকার,
তেমনি সুখটাও দরকার।

১২৯। "তুমি হাতটা শুধু ধরো প্রিয়
আমি হবো না আর কারো।"

১৩০। জীবনে ভালো থাকতে হলে,
ভুলে থাকতে জানতে হবে।

১৩১। "স্বপ্ন দেখতে জানলে,
জীবনের কাঁটাগুলোও ধরা
দেয় গোলাপ হয়ে।"

১৩২। "বাঁধিনি হৃদয় পিঞ্জরে,
রেখেছি মুক্ত করে।"

১৩৩। "প্রত্যেকটা মানুষই প্রেমে পড়ে,
কেউ প্রকাশ করে,
কেউবা লুকিয়ে রাখে।"

১৩৪। "বাড়িয়ে দাও তোমার হাত,
তোমার হাতটি ধরে পার হতে
চাই এ দুনিয়া।"

১৩৫। "অপেক্ষা টা সেই করে,
যে কাউকে মন থেকে ভালোবাসে"...!

১৩৬। "কাউকে একবার মন দিয়ে দিলে,
সেটা আর ফেরত নেয়া যায় না...

১৩৭। "কষ্ট পেতে রাজি আছি,
যদি কষ্টটা তোমার হয়।"

১৩৮। "প্রেম বরই কঠিন
প্রেমে না পরলে জীবনকে অনুভব
করাই যায় না।"

শেষ কথাঃ ভালোবাসার রোমান্টিক স্ট্যাটাস - রোমান্টিক স্ট্যাটাস বাংলা

রোমান্টিক সব স্ট্যাটাস গুলো পড়তে আপনার কেমন লাগলো? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমি আশা করছি নিশ্চয়ই রোমান্টিক সব স্ট্যাটাস গুলোর মধ্যে আপনার অনেক স্ট্যাটাস পছন্দ হয়েছে। তাই আপনার পছন্দের সেই স্ট্যাটাসটি অবশ্যই আপনার প্রিয় মানুষের কাছে পাঠিয়ে দিন অথবা যে কোন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন।
আর আপনার যেই সব স্ট্যাটাস গুলো পছন্দ হয়েছে অবশ্যই আমাকেও কমেন্টে পাঠিয়ে দিবেন এতে করে আমার আরো নতুন নতুন ভালোবাসার রোমান্টিক স্ট্যাটাস বিষয়ক পোস্ট লেখার প্রতি অনেক আগ্রহ বৃদ্ধি পাবে। আর এরকম আরো বিভিন্ন ধরনের স্ট্যাটাস পেতে আমার সাথেই থাকুন। কারন আমি এই ওয়েবসাইটে নিয়মিত বিভিন্ন ধরনের স্ট্যাটাস ক্যাপশন সম্পর্কিত পোস্ট করে থাকি। আর ধৈর্য ধরে সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সাগর ম্যাক্স এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url