ভাবসম্প্রসারণ- চরিত্র মানুষের অমূল্য সম্পদ/চরিত্র মানব জীবনের মুকুটস্বরূপ

বিশ্বায়ন অনুচ্ছেদ SSC HSC JSCভাব সম্প্রসারণ- চরিত্র মানুষের অমূল্য সম্পদ/চরিত্র মানব জীবনের মুকুটস্বরূপ/চরিত্রহীন ব্যক্তি পশুর সমান। পড়তে আমার সাথেই থাকুন। আজকে আমি এখানে আলোচনা করব চরিত্র মানুষের অমূল্য সম্পদ/চরিত্র মানব জীবনের মুকুটস্বরূপ/চরিত্রহীন ব্যক্তি পশুর সমান ভাব সম্প্রসারণ।
চরিত্র-মানুষের-অমূল্য-সম্পদ
বিভিন্ন পরীক্ষাতেই শিক্ষার্থীদেরকে ভাব সম্প্রসারণ- চরিত্র মানুষের অমূল্য সম্পদ/চরিত্র মানব জীবনের মুকুটস্বরূপ/চরিত্রহীন ব্যক্তি পশুর সমান দেখতে বলা হয়ে থাকে। তাই অনেকেই google এ সার্চ করে এই ভাব সম্প্রসারণটি সম্পর্কে। তাই আমি এখানে ভাব সম্প্রসারণ- চরিত্র মানুষের অমূল্য সম্পদ/চরিত্র মানব জীবনের মুকুটস্বরূপ/চরিত্রহীন ব্যক্তি পশুর সমান তুলে ধরব। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা এই ভাব সম্প্রসারণটি পড়ে আসি। আশা করি আপনাদের কাছে আজকের এই ভাব সম্প্রসারণটি খুবই ভালো লাগবে এবং অনেক উপকারে আসবে।

ভাব সম্প্রসারণ- চরিত্র মানুষের অমূল্য সম্পদ/চরিত্র মানব জীবনের মুকুটস্বরূপ/চরিত্রহীন ব্যক্তি পশুর সমান।

ভাব সম্প্রসারণঃ চরিত্র মানুষের অমূল্য সম্পদ/চরিত্র মানব জীবনের মুকুটস্বরূপ/চরিত্রহীন ব্যক্তি পশুর সমান।

মূলভাবঃ মানব জীবনে উত্তম চরিত্রের চেয়ে মূল্যবান কোনো সম্পদ নেই। মূলত চারিত্রিক বিচারেই একজন মানুষ ভালো কিংবা মন্দ বলে বিবেচিত হয়।

সম্প্রসারিত ভাবঃ চরিত্র মানুষের সবচাইতে বড় সম্পদ। চরিত্রবান মানুষ স্বকীয় চারিত্রিক বৈশিষ্ট্যের গুণে সমাজে শ্রদ্ধাভাজন এবং সমাদিত হয়ে থাকেন। চরিত্র একটি মানুষকে সুশোভিত করে। মানুষ তার শারীরিক সৌন্দর্য আরও আকর্ষণীয় ও মধুময় করতে সুন্দর পোশাক ও অলংকার ব্যবহার করে। মানব জীবনের শ্রেষ্ঠ অপরিহার্য উপাদান হচ্ছে স্বাস্থ্য, অর্থ এবং বিদ্যা। জীবনে এগুলোর যতই অবদান থাক না কেন, এককভাবে এগুলোর কোনটিই মানুষকে সর্বোত্তম মানুষে পরিণত করতে সক্ষম নয়। কোথায় আছে, 'সম্পদ হারালে কোনোকিছু ক্ষতি হয় না, স্বাস্থ্য হারালে কিছুটা ক্ষতি হয়; কিন্তু চরিত্র হারালে কিছুই অবশিষ্ট থাকে না।' যার পরশে জীবন ঐশ্বর্যমন্ডিত হয় এবং যার বদৌলতে মানুষ জনসমাজে শ্রদ্ধা ও সম্মানের পাত্র হিসেবে আদিত হয়ে থাকে, তা চরিত্র ছাড়া অন্য কিছুই নয়। নামমাত্র নৈতিকতা বা ন্যায়নিষ্ঠতাই চরিত্র নয়, চরিত্রের মাঝে সমন্বয় ঘটাতে হয় মানুষের যাবতীয় মানবীয় গুণাবলি ও আদর্শের মাধ্যমে। চরিত্রবান ব্যক্তি জাগতিক মায়া-মোহ ও লোভ-লালসার বন্ধনকে ছিন্ন করে ন্যায় ও সত্য প্রতিষ্ঠায় অবিচল থাকেন। পার্থিব সম্পদ মানুষের স্বচ্ছলতা ও প্রতিপওি এনে দিলেও আত্নিক সৌন্দর্য এবং মানসিক উদার্যের জন্য চাই সুন্দর চরিত্র। চারিত্রিক গুণাবলির অভাব বা ত্রুটি ঘটলে মানুষের গৌরব বলতে আর কিছুই অবশিষ্ট থাকে না। চরিত্রহীন লোককে সবাই ঘৃণা করে। সে কারণে যথার্থ মানুষ হওয়ার জন্য অবশ্যই চরিত্রবান হওয়া প্রয়োজন।

মন্তব্যঃ মানবজীবনে চরিত্রের মতো বড় অলংকার আর নেই। তাই বলা হয় "The crown and glory of life is character." অর্থাৎ চরিত্র মানবজীবনের মুকুটস্বরূপ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সাগর ম্যাক্স এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url