অনুচ্ছেদ রচনা লাইব্রেরি/গ্রন্থাগার
বইমেলা অনুচ্ছেদলাইব্রেরি/গ্রন্থাগার অনুচ্ছেদ আপনি নিশ্চয়ই জানতে চাচ্ছেন? তাই আমরা এই আর্টিকেলের মাধ্যমে লাইব্রেরি/গ্রন্থাগার অনুচ্ছেদ আপনার সামনে তুলে ধরব। লাইব্রেরি/গ্রন্থাগার অনুচ্ছেদ জানতে আমাদের সম্পূর্ণ পোস্টটি ফলো করুন।
আশা করছি আপনি এই পোস্টটির মাধ্যমে লাইব্রেরি/গ্রন্থাগার অনুচ্ছেদটি পেয়ে যাবেন। তাহলে চলুন আর দেরি না করে পড়ে ফেলুন লাইব্রেরি/গ্রন্থাগার অনুচ্ছেদটি। আশা করি লাইব্রেরি/গ্রন্থাগার অনুচ্ছেদটি আপনার অনেক উপকারে আসবে।
পোস্ট সূচীপত্রঃ অনুচ্ছেদ রচনা লাইব্রেরি/গ্রন্থাগার
প্রশ্নঃ লাইব্রেরি/গ্রন্থাগার নিয়ে অনুচ্ছেদ লিখ?
উত্তরঃ
লাইব্রেরি/গ্রন্থাগার অনুচ্ছেদ ১
লাইব্রেরি হল পুস্তকের শ্রেণীবদ্ধ সংগ্রহ। লাইব্রেরি ব্যক্তিগত অথবা পারিবারিকভাবে গড়ে উঠতে পারে। লাইব্রেরিতে মানুষের চিন্তার অমূল্য সম্পদ রক্ষিত থাকে। একজন মানুষের পক্ষে সকল ধরনের জ্ঞান আহরণ করা সম্ভব নয়। সেজন্য লাইব্রেরির প্রয়োজন হয়। ব্যক্তির ইচ্ছা প্রাধান্য পায় ব্যক্তিগত লাইব্রেরিতে। এখানে ব্যক্তির তার নিজের রুচি অনুযায়ী বই-এর মাধ্যমে ব্যক্তিগত পুন্থাগার গড়ে তোলেন। পাবলিক অথবা পারিবারিক লাইব্রেরিতে সবার ইচ্ছাকেই প্রাধান্য দেওয়া হয় সব শ্রেণীর মানুষের কথা। মূলত চিন্তা করেই গড়ে ওঠে পাবলিক অথবা পারিবারিক লাইব্রেরি। আর লাইব্রেরিতেই সঞ্চিত থাকে চিন্তার অমূল্য সম্পদ। এখানে ব্যক্তির তিল তিল সাধনার বিপুল ঐশ্বর্য সঞ্চিত থাকে। একটি জাতিকে উন্নত, শিক্ষিত এবং সংস্কৃতিবান করে গড়ে তোলার জন্য লাইব্রেরির অবদান অনস্বীকার্য। সামাজিক অবক্ষয় রোধে বিশেষ ভূমিকা রাখে লাইব্রেরি। লাইব্রেরি তার সঞ্জিত সম্পদ নিয়েই কালের সাক্ষ্য বহন করে থাকে। অতীত আর বর্তমানের সীমারেখা মুছে দেয়। লাইব্রেরিতে কল্যাণমূলক গবেষণা, নিজস্ব চিন্তা-চেতনা প্রভৃতির সমাহার সঞ্চিত থাকে। মানুষ ছুটে যায় লাইব্রেরীতে কখনো বিশেষ প্রয়োজনে, কখনো বা মনের খোরাক জোগাতে। যেই জাতির সমৃদ্ধ লাইব্রেরী নেই, সেই জাতির সমৃদ্ধ ইতিহাসও নেই। শিক্ষা প্রসারের অপরিহার্য অঙ্গ লাইব্রেরি। লাইব্রেরি অজ্ঞানতার অভিশাপ থেকে মুক্তি পাওয়ার অনবদ্য হাতিয়ার। সেজন্য আমাদের সবার প্রয়োজন লাইব্রেরি প্রতিষ্ঠা ও এর চর্চায় মননিবেশ করা।
গ্রন্থাগার অনুচ্ছেদ ২
বিভিন্ন ধরনের বইয়ের সংগ্রহশালাকে বলা হয়ে থাকে গ্রন্থাগার। গ্রন্থাগারে সঞ্চিত থাকে ব্যক্তির যুগ যুগান্তের চিন্তা চেতনা, ধ্যান-ধারণা এবং জ্ঞানের অমূল্য সম্পদ, যা ব্যক্তির জ্ঞানের অতৃপ্ত তৃষ্ণাকে তৃপ্ত করে। গ্রন্থাগারকে বলা হয় জনগণের বিশ্ববিদ্যালয়, কারণ সর্বসাধারণের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দেয়। কোন দেশ কিংবা জাতির উন্নত চিন্তা-চেতনা এবং মনন গড়ে তুলতে গ্রন্থাগারের ভূমিকা অতুলনীয়। মানুষের শারীরিক রোগ মুক্তির জন্য যেমন প্রয়োজন হয়ে থাকে হাসপাতালের, তেমনি ভাবে মানসিক সুস্থতার জন্য প্রয়োজন হয় গ্রন্থাগারের। গ্রন্থাগারের উৎপত্তি মূলত মানুষের বই পড়ার আগ্রহ থেকেই। গ্রন্থাগার হতে পারে ব্যক্তিগত বা পারিবারিক কিংবা সামাজিক বা রাষ্ট্রীয়। ব্যক্তির অভিরুচি অনুযায়ী গড়ে ওঠে ব্যক্তিগত গ্রন্থাগার। আবার অন্যদিকে পারিবারিক গ্রন্থাগারে পরিবারের সদস্যের পছন্দ অনুযায়ী গ্রন্থ সংগৃহীত হয়। তাছাড়া সাধারণ গ্রন্থাগার সবার জন্যই উন্মুক্ত থাকে। বিভিন্ন ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে মূলত শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী গ্রন্থাগার গড়ে উঠে। গ্রন্থাগারের প্রয়োজনীয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পাঠক সহজেই তার পছন্দের বই পেতে পারে গ্রন্থাগারে। একঘেয়েমি ক্লান্ত জীবনে বই এনে দেয় প্রাণস্পন্দন। একটি ভালো বই ভালো মানুষ গড়ে তুলতে বিশেষ ভূমিকা রাখে। নৈতিক অধঃপতন থেকে মানুষকে রক্ষা করতে পারে ভালো বই ও ভালো গ্রন্থাগার। গ্রন্থাগার একটি জাতির মেধা-মনন, ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতির ধারণ ও লালন-পালন করে। তাইতো জাতিকে উন্নত, শিক্ষিত ও সংস্কৃতিমনা হিসেবে গড়ে তোলার জন্য গ্রন্থাগারের অবদান অসামান্য। আমাদের মত উন্নয়নশীল দেশে গ্রন্থাগারের প্রয়োজনীয়তা উন্নত দেশগুলির চাইতে অনেক বেশি। কারণ, আমরা যেখানে আমাদের মৌলিক চাহিদা মেটাতেই হিমশিম খাই, সেখানে আমাদের পক্ষে বই কিনে পড়া অনেকটা সময় সম্ভব হয়েও উঠে না। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-ছাত্র প্রতিদিনের টিফিন-পিরিয়ড কিংবা অন্য অবসর সময়টা আড্ডা ও গল্পগুজবের মাধ্যমে কাটিয়ে দেয়। তবে যদি একটা গ্রন্থাগার থাকতো তাহলে শিক্ষক-ছাত্র তাদের প্রতিদিনের অবসর সময়টা পড়ালেখায় কাটাতে পারতো। গ্রন্থাগারকে বলা যেতে পারে এক রকম মনের হাসপাতাল। কেননা গ্রন্থাগার থেকে মানুষ স্বেচ্ছায় স্বচ্ছন্দচিওে স্বশিক্ষিত হতে পারে। তাইতো মানব জীবনে গ্রন্থাগারের গুরুত্ব অপরিসীম।
লাইব্রেরি/গ্রন্থাগার অনুচ্ছেদটি আপনার কাছে কেমন লেগেছে? আপনার কাছে যদি মনে হয় নতুন কিছু সংযোজন করা প্রয়োজন অথবা বাদ দেওয়া প্রয়োজন? তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে যেতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।
সাগর ম্যাক্স এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url