শীতের সকাল অনুচ্ছেদ - বাংলা ২য় পত্র অনুচ্ছেদ রচনা
শীতের সকাল সম্পর্কে ১০ টি বাক্যশীতের সকাল অনুচ্ছেদ নিশ্চয়ই আপনি অনেক খোঁজাখুঁজি করছেন। তাই আমরা শীতের সকাল
অনুচ্ছেদ আপনার সামনে আজকে আর্টিকেলে তুলে ধরার চেষ্টা করব। এই আর্টিকেলটি
সম্পূর্ণ পড়ার মাধ্যমে আপনি ৩টি শীতের সকাল অনুচ্ছেদ সম্পর্কে জানতে পারবেন।
তাহলে চলুন জেনে নেওয়া যাক শীতের সকাল অনুচ্ছেদ গুলো। আশা করি এই ৩টি শীতের সকাল
অনুচ্ছেদ গুলো আপনার অনেক উপকারে আসবে।
পোস্ট সূচিপত্রঃ শীতের সকাল অনুচ্ছেদ
শীতের সকাল অনুচ্ছেদ - ১
শীতের সকালটা পুরো কুয়াশার আবরণ দ্বারা ঢেকে থাকে। চারপাশের সবকিছুই যেন
শিশিরে ভেজে থাকে। শীতের সকালে ঘাসের উপর লক্ষ্য করলে দেখা যায় ছোট্ট ছোট্ট
শিশিরের কণা। শীতের সকালে কেউ সকাল বেলা লেপ কাঁথা ছেড়ে উঠতে চায় না। শীতের
সকালে বাইরে কনকনে শীত থাকার কারণে বাইরে যাওয়ার প্রশ্নই উঠে না। শীতকালে
সকালের সূর্য ওঠার অপেক্ষায় থাকে অনেকেই। শীতের সকাল টা হয় একটি প্রাকৃতিক
সৌন্দর্য এবং মহিমার বহিঃপ্রকাশ। শীতের সকালের কনকনে ঠান্ডা আবহাওয়া সবার মনে
টা ভৌতিক ব্যাপার সৃষ্টি হয়। বিশেষ করে গ্রামগঞ্জে দেখা যায় শীতের সকালে
প্রকৃতির বিচিত্র রূপ। গ্রামের দরিদ্ররা শীতের সকালে তাদের পরিধানে উষ্ণ কাপড়
না থাকায় তারা বাড়ির আঙিনা এবং রাস্তাঘাটের খোলা জায়গায় খড়কুটা জ্বালিয়ে
আগুন ধরিয়ে চারপাশ ঘিরে সকলেই শরীর গরম করে।
গ্রাম গঞ্জে শীতের সকালের খেজুরের রস খেতে অনেক ভালো লাগে। এবং গ্রামে শীতের
সকালে দোকানে চা মুড়ি খাওয়ার দৃশ্য দেখা যায়। তবে শীতের সকালে শহরের দৃশ্য
একটু অন্যরকম হয়। শীতের সকালে শহরের রাস্তার পাশে দেখা যায় দোকানে চা বিক্রি
করা হচ্ছে। শীতের সকালে প্রতিটা ঘরে ঘরে শীতের পিঠা উৎসব পালিত হয়। সেজন্য শহর
থেকে অনেকেই গ্রামে চলে আসে এবং গ্রামের ঘরগুলো হয়ে যায়। বিভিন্ন রকমের মুখো
চোখ শীতের পিঠা বানানো হয়। যদিও বা শীতের সকাল সৌন্দর্যময় এবং উৎসব ময় তবুও
গরিব মানুষদের জন্য শীত যেন একটি অভিশাপের মতোই। তাই আমাদের সকলের উচিত শীতে
গরীব দুঃখী মানুষের পাশে থাকার।
শীতের সকাল অনুচ্ছেদ - ২
ছয়টি ঋতুর দেশ বাংলাদেশ। শীত আগমন হয় হেমন্তর পরেই এবং বসন্তের পূর্বেই ঘটে।
প্রতিটা গাছের পাতা ঝরে যাওয়ার মাধ্যমে শীতের আগমনকে চিহ্নিত করা হয়ে থাকে,
আবার যখন প্রতিটা গাছের নতুন পাতা গজানোর মাধ্যমে শীতের বিদায় নিশ্চিত হয়ে
থাকে। আমাদের বাংলাদেশে শীতের সকাল একটি অপরূপ সৌন্দর্যে ভরা। আমার সাথে সাথে
আপনারাও অনেকবার শীতের সকাল উপভোগ করার সুযোগ পেয়েছেন এবং এর মিষ্টি শোভাষ
অনুভব করতে পেরেছেন। শীতের সকালে কনকনে ঠান্ডার কারণে কেউ বাসা থেকে বের হয়
না। শীতের সকালটা মধুময় করার জন্য অনেকেই বাসায় গরম চা করে খাই। শীতের সকালে
গ্রামে দেখা যায় খেজুরের গাছেররস টপটপ করে জমছে ঝুলন্ত হাড়িতে। সেই হারের রস
থেকে কতই না সুস্বাদু লাগে। শীতের সকালে যেখানেই গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো
পড়ে সেখানেই মানুষের ভিড় জমে। শীতের সকালে কুয়াশার কারণে যখন সূর্যের আলো না
পড়ে তখন অনেকেই খরকুটা জ্বালিয়ে গোল করে ঘিরে শরীর গরম করে। শীতকাল মানেই
পিঠা উৎসব। শীতকালের সকালে বাঙ্গালীদের প্রত্যেকটি ঘরে ঘরে নিত্যনতুন পিঠার
আয়োজন হয়। আর এই আয়োজনের সঙ্গী হয় শহর থেকে গ্রামে যাওয়া মানুষগুলো। শীতের
সকালে এক কাপ গরম চা খেতে কত না ভালো লাগে।
শীতের সকালে অনেকেই গরম খাবার খেতে পছন্দ করে। শীতের সকালে যখনই সূর্যের আলো
গাছের পাতায় এবং ঘাসের মাথায় পড়ে তখনি শিশির বিন্দুগুলো চিকচিক করে। শীতের
সকালে ভীষণ কুয়াশার কারণে দূরের কোন কিছু দেখা যায় না। শীতের সকালে প্রচন্ড
কুয়াশার কারণে রাস্তায় ঠিকঠাকমতো গাড়ি চালানো যায় না। শীতের সকালে কনকনে
ঠান্ডাতেও কৃষকেরা তাদের জমিতে কাজ করতে যায়। গ্রামে শীতের সকালের প্রকৃতি যেন
অপরূপ সৌন্দর্যময় ধারণ করে।
শীতের সকাল অনুচ্ছেদ - ৩
বাংলাদেশ ছয় ঋতুর দেশ। বাংলাদেশে ছয় ঋতুর মধ্যে শীতকাল অন্যতম। বাংলাদেশের
প্রকৃতিতে শীতের সকাল এক অন্যরকম রূপ নিয়ে আবির্ভূত হ… পৌষ ও মাগ শীতকাল হলেও
অগ্রাহয়নের শুরু থেকেই শীতের সকাল দিগন্তের ভার বেয়ে গাছপালার উপরে কুয়াশার
চাদর উপস্থিতি হয়ে থাকে। এরপর ক্রমে ক্রমে দিন এগিয়ে চলে, অগ্রাহায়ন,পোস্ট
পেরিয়ে মাঝে এসে শীতের সকাল তার পূর্ণরূপ প্রকাশ করে। শীতের সকালের কুয়াশায়
ভারী আবারো ঢাকা পড়ে যায় প্রচন্ড প্রতাপশালী সূর্যটা। সূর্যের লজ্জা রাঙা রূপ
নিয়ে পূর্ব দিগন্তরে উকি দিয়ে থাকে। যখনই সোনা ঝরা এক চিলতে রোদ শীতার্ত
শরীরে কি দুর্লভ মনে হয়। শীতের সকালে খেজুরের রস, ভাপা পিঠে সকলের কাছেই অনেক
মজাদার হয়ে ওঠে।
সকলের পেটের ক্ষুধার চাইতে মনের খোদা ও চোখের খোদা বেড়ে যায়। শীতের সকালে
বাঙ্গালীদের প্রত্যেকটি ঘরে ঘরে যখন শীতের পিঠা উৎসব পালিত হয় তখন সেই গরম
পিঠা থেকে ধোঁয়ার মতো ভাব বের হতে থাকে। তখন সবার চোখেই ক্ষুধা পায়। শীতের
সকালটা প্রকৃতির এক যুবুথুবু মুহূর্ত হলেও খাদ্যের লোভে মনটা চাঙ্গা হয়ে ওঠে।
বাংলাদেশে অগ্রহায়নের আশীর্বাদে ধনী এবং দরিদ্র প্রায় সকলের ঘরে খাবার থাকে।
এ সময় সকলের ঘরেই অভাবের কষ্টটা থাকে না। সেজন্য বলাই যায় শীতের সকাল
বাঙ্গালীদের প্রকৃতিতে এক মজার সময়।
সাগর ম্যাক্স এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url