মোবাইল ঠান্ডা রাখার ৫টি সেরা সফটওয়্যার

লুডু গেম খেলার মাধ্যমে টাকা আয় বিকাশেমোবাইল অথবা ফোন ঠান্ডা রাখার সফটওয়্যার ও উপায় অনেকেই জানতে চাই? তাই আমরা এই আর্টিকেলের মাধ্যমে জানাবো মোবাইল ঠান্ডা রাখার সেরা ৫টি সফটওয়্যার ও উপায় সম্পর্কে। মোবাইল অথবা ফোন ঠান্ডা রাখার সফটওয়্যার এবং উপায় সম্পর্কে জানতে আপনাদেরকে আর্টিকেলটি সম্পূর্ণ পড়তে হবে।
মোবাইল-ঠান্ডা-রাখার-সফটওয়্যার-ও-উপায়
মোবাইল আমরা নিয়মিত ব্যবহার করি মাঝেমধ্যেই দেখা যায় মোবাইল অনেক গরম হয়, মোবাইল কেন গরম হয় এ বিষয়েও আগে আমাদেরকে জানতে হবে। তাই আপনারা এই আর্টিকেলের মাধ্যমে মোবাইল কেন গরম হয় এবং মোবাইল ঠান্ডা রাখার সেরা ৫ টি সফটওয়্যার ও উপায় সম্পর্কে জানতে পারবেন।

পোস্ট সূচীপত্রঃ মোবাইল ঠান্ডা রাখার সেরা ৫টি সফটওয়্যার

মোবাইল ঠান্ডা রাখার সেরা ৫টি সফটওয়্যারঃ ভূমিকা

মোবাইল অথবা ফোন ঠান্ডা রাখার উপায় সম্পর্কে এই আর্টিকেলটি সম্পন্ন সাজানো রয়েছে। আপনি আজকে মোবাইল ঠান্ডা রাখার সেরা ৫টি সফটওয়্যার সম্পর্কে জানতে পারবেন। আপনি চাইলে এই ৫টি সফটওয়্যার এর মধ্যে যেকোনো একটি সফটওয়্যার আপনার মোবাইলে ব্যবহার করে আপনার মোবাইল দ্রুত ঠান্ডা করতে পারবেন।
আরো পড়ুনঃ অনলাইন ইনকাম
এর পাশাপাশি আপনি এই আর্টিকেলের মাধ্যমে আরো জানতে পারবেন মোবাইল কেন গরম হয় এবং মোবাইল ঠান্ডা কিভাবে রাখা যায় তা সম্পর্কেও। তাহলে চলুন বন্ধু আর দেরি না করে আমরা মোবাইল ঠান্ডা রাখার ৫টি সেরা সফটওয়্যার দেখে নিই। আশা করি এই আর্টিকেলটি আপনার অনেক উপকারে আসবে।

মোবাইল কেন গরম হয়

ইলেকট্রিক যন্ত্র অথবা মেশিন চালালে সেটি যে গরম হবে এটাই স্বাভাবিক। এন্ড্রয়েড মোবাইল স্মার্টফোনও তার ব্যতিক্রম নয়। তবে সমস্যা হয় তখনই যখন অল্প সময় মোবাইল ব্যবহার করলে অতিরিক্ত মোবাইল গরম হয়ে যায়। মোবাইল গরম হওয়ার বিভিন্ন কারণ রয়েছে সেগুলো হলঃ
  • মোবাইলে Multitasking করলে গরম হয়।
  • ব্যাকগ্রাউন্ডে স্ক্রক্রিয় হয়ে থাকা রানিং এপ্লিকেশনের কারণে মোবাইল গরম হয়।
  • বিভিন্ন ধরনের হাই পারফরম্যান্স গেমস খেলার মাধ্যমে মোবাইল গরম হয়।
  • মোবাইলের স্টোরেজ যখন ram/rom ভর্তি হয়ে যায় তখনও মোবাইল গরম হয়।
  • থার্ড পার্টি Theaten অ্যাপস ইনস্টল করা থাকলেও অনেক সময় মোবাইল গরম হয়ে যায়।
  • দুর্বল সিপিইউ দিয়ে ভারী কোন ধরনের কাজ করলে অথবা গেম খেললেও অনেক সময় মোবাইল গরম হয়ে যায়। ইত্যাদি
  • আপনার মোবাইলে যত ধরনের রানিং অ্যাপ্লিকেশন রয়েছে সেগুলোর মাধ্যমেও মোবাইল অনেক সময় গরম হয়।
মোবাইল ও অতিরিক্ত গরম হওয়ার আরো অনেক কারণ থাকতে পারে। আপনার মোবাইল গরম হওয়ার সঙ্গে সঙ্গে সেটি ঠান্ডা করার পদক্ষেপ নেওয়া খুবই জরুরি। কারণ যদি অতিরিক্ত পরিমাণে মাঝেমধ্যে আপনার মোবাইল গরম হয়ে যায় তাহলে আপনার মোবাইলে অনেক ধরনের সমস্যা হতে পারে অথবা ব্যাটারিও, এমনকি বড় ধরনের বিপদজনক ঘটনা ঘটতে পারে এবং মোবাইল তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। তাহলে চলুন এবার আমরা জেনে নেই মোবাইল ঠান্ডা রাখার সেরা ৫টি সফটওয়্যার সত্যি কাজ করবে।

মোবাইল ঠান্ডা রাখার সেরা ৫টি সফটওয়্যার সত্যি কাজ করবে

মোবাইল ঠান্ডা রাখার সেরা ৫টি সফটওয়্যার সত্যি কাজ করবে? এ প্রশ্নটি আপনার হওয়াটাই স্বাভাবিক তাই আমরা আর্টিকেলের এই অংশে আপনাকে জানাবো মোবাইল ঠান্ডা রাখার সেরা ৫টি সফটওয়্যার সত্যি কাজ করবে তা সম্পর্কে। আপনি আপনার মোবাইলের তাপমাত্রার ওপরে নজর রাখতে পারবে android cooling apps গুলো ইন্সটল করার মাধ্যমে। তাছাড়া মোবাইলের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা কোন অ্যাপস এর কারণে যদি আপনার মোবাইল তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে, তবে সেই এপ্স গুলো বন্ধ করে মোবাইলের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, এই সকল মোবাইল ঠান্ডা রাখার সফটওয়্যার গুলো। তাহলে চলুন নিচের অংশ থেকে আমরা জেনে নেই মোবাইল ঠান্ডা রাখার সেরা ৫টি সফটওয়্যার গুলো।

মোবাইল ঠান্ডা রাখার সেরা ৫টি সফটওয়্যার দেখুন

আপনার জন্য নিচে আমরা মোবাইল ঠান্ডা রাখার ক্ষেত্রে কাজে আসবে এমন সেরা ৫টি সফটওয়্যার কথা সম্পর্কে এখন আলোচনা করা হবে। এখানে যেই পাঁচটি সফটওয়্যার এর কথা বলা হয়েছে এর প্রত্যেকটি অ্যাপ্লিকেশনের রেটিং অনেক ভালো আপনি চাইলে ফ্রিতে ডাউনলোড করে আপনার মোবাইলে ব্যবহার করতে পারবেন। তাহলে চলুন স্টেপ বাই স্টেপ মোবাইল ঠান্ডা রাখার সেরা ৫টি সফটওয়্যার দেখে নিই।

1. DU Battery Saver (DU ব্যাটারি সেভার)

DU Battery Saver (DU ব্যাটারি সেভার) হল অনেক জনপ্রিয় ব্যাটারি সেভার এবং কুলার অ্যাপস গুলোর মধ্যে একটি। প্রায় ১০ মিলিয়নের থেকেও অধিক মানুষেরা এই মোবাইল কুলিং সফটওয়্যার নিজেদের মোবাইলে ডাউনলোড করে ব্যবহার করছে। তাই তাদের মতো আপনিও যদি নিজের মোবাইলের ব্যাটারি লাইফ ভালো করতে চান তাহলে এই অ্যাপস আপনার মোবাইলের অনেক সাহায্য করবে। মোবাইলের ব্যাটারির স্বাস্থ্য ভালো রাখার সঙ্গে সঙ্গে এই অ্যাপসটি আপনার মোবাইলের স্টোরেজ থেকে অপ্রয়োজনীয় file এবং ক্যাশে ডাটা গুলি ডিলিট করতেও ভীষণভাবে সাহায্য করবে।
এখানে রয়েছে এক ধরনের ফোন কুলার অ্যাপস যার মাধ্যমে বর্তমানে ফোনের তাপমাত্রা কত রয়েছে সেটিও জানতে পারা যায় এর পাশাপাশি যেই অ্যাপসগুলোর কারণে দ্রুত মোবাইলের চার্জ কমে যায় সেগুলো কেউ বন্ধ করতে এই অ্যাপটি ভীষণভাবে সাহায্য করে। তাছাড়া যদি কোন অ্যাপস এর কারণে আপনার মোবাইল যদি অতিরিক্ত পরিমাণে গরম হয়, তাহলে সেটিও বিটেক্ট করে আপনাকে জানাবে।

2. Cooling Master - Phone Cooler (কুলিং মাস্টার - ফোন কুলার)

অ্যান্ড্রয়েড আর্মি পক্ষ থেকে থাকা এই Cooling Master - Phone Cooler (কুলিং মাস্টার - ফোন কুলার)-টি আপনি চাইলে সরাসরি গুগল প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করে নিয়মিত ব্যবহার করতে পারবেন। এই অ্যাপসটি আপনার মোবাইলকে কয়েক সেকেন্ডের মধ্যেই ঠান্ডা করতে পারবে। এই অ্যাপসটির মাধ্যমে আপনি চাইলে আপনার মোবাইলের রিয়েল টাইম তাপমাত্রা পর্যবেক্ষণ করতেও পারবেন। আপনি যদি দেখেন আপনার মোবাইল অতিরিক্ত পরিমাণে গরম হয়ে গেছে তবে এই অ্যাপস এর মধ্যে একটি ক্লিক করেই ফোন ঠান্ডা করতে পারবেন।
ফোন কুলার অ্যাপ টির দ্বারা আপনার মোবাইলের সিপিইউ কতটা ব্যবহার হচ্ছে এবং কোন অ্যাপস গুলোর কারণে আপনার মোবাইল অতিরিক্ত পরিমাণে গরম হচ্ছে সেটা নিমিষেই খুঁজে পাওয়া সম্ভব। এবং আপনি সঙ্গে সঙ্গে সেই অ্যাপ গুলিকে বন্ধ করতে পারবেন। আপনি আপনার মোবাইল প্লে স্টোর থেকে এই সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে আপনার মোবাইলে ব্যবহার করতে পারেন।

3. Assistant for Android (অ্যাসিস্ট্যান্ট ফর অ্যান্ড্রয়েড)

মোবাইল ঠান্ডা রাখার ৫টি সেরা সফটওয়্যারের মধ্যে Assistant for Android কে রেখেছি তৃতীয় নম্বরে যেটি আপনি সরাসরি আপনার মোবাইলের গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। Assistant for Android এই অ্যাপটি এ এ মোবাইল নামক কোম্পানির দ্বারা তৈরি। এই অ্যাপটি এ পর্যন্ত পঞ্চাশ হাজারেরও অধিক মানুষ প্লে স্টোর থেকে ইন্সটল করেছে এবং এটির রিভিউ রয়েছে ৪.৪ আউট অফ ৫। এই অ্যাপটিতে আপনি অপশন পেয়ে যাবেন যেমনঃ Clerar Junk, Clear Cache, File Manager, CPU Info, System Info, Monitoring ইত্যাদি।
আপনার মোবাইলের অপ্রয়োজনীয় ফাইল গুলিকে ডিলেট করার মাধ্যমে এখান থেকে আপনি খুব সহজেই আপনার গরম হওয়া মোবাইলকে ঠান্ডা করে, মোবাইলকে অনেক ফাস্ট করে তুলতে পারবেন। এটি খুব কার্যকারী মোবাইল কুলিং সফটওয়্যার যার প্রায় ১৮টি সেরা বৈশিষ্ট্য রয়েছে। যেহেতু এই অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড করে নিতে পারছেন সেহেতু এই অ্যাপটি ব্যবহারে আপনার মোবাইলের সিকিউরিটি নিয়ে চিন্তা করতে হবে না।

4. Cooler Master (কুলার মাস্টার)

মোবাইল ঠান্ডা রাখার ৫টি সেরা সফটওয়্যারের মধ্য থেকে এই Cooler Master (কুলার মাস্টার) অ্যাপটিকে ৪ নম্বরে রাখা হয়েছে। Mobile Clean System Lab-এর পক্ষ থেকে থাকা এই Cooler Master App-টি আপনার মোবাইল ঠান্ডা করার জন্য ভালো কাজ করবে। এই অ্যাপটি এমন ভাবে কাজ করে যাতে করে আপনার মোবাইলের তাপমাত্রা কোনোভাবেই যেন বাড়তে না পারে। এতে করে আপনার মোবাইলের CPU কম ব্যবহার হয় এবং ব্যাটারি লাইফ অনেক ভালো হয়। Cooler Master অ্যাপটি আপনার মোবাইলের তাপমাত্রা প্রতিনিয়ত মনিটর করবে এর পাশাপাশি সেটাকে বাড়াতে দিবে না।

5. CPU Monitor (CPU মনিটর)

CPU Monitor (CPU মনিটর) সফটওয়্যারটি আমরা আজকের আর্টিকেলে ৫ নম্বরে রেখেছি। Lite Tool Studio পক্ষ থেকে থাকা এপ্লিকেশন আপনার মোবাইলের কালার, ফোন ক্লিনার এবং বুস্টার হিসেবে কাজ করবে। এই অ্যাপটির দ্বারা আপনার মোবাইলের রিয়েল টাইম ফোন টেম্পারেচার আপনাকে দেখিয়ে দিবে, তাছাড়াও, অপ্রয়োজনীয় ফাইল এবং ক্যাশ গুলি ডিলেট করার মাধ্যমে আপনার মোবাইলের কর্মক্ষমতা অনেক বাড়িয়ে দিবে। CPU কালার আপনার মোবাইলের ওভার হিটিংয়ের এর সমস্যা গুলি হতে দেয়না। কিন্তু, আপনার মোবাইল গরম হলেও তার কারণ আপনাকে জানাবে।

মোবাইল ঠান্ডা রাখার উপায়?

মোবাইল ঠান্ডা রাখার উপায়? সম্পর্কে জানতে আর্টিকেলের এই অংশটুকু পড়তে থাকুন। এখন আলোচনা করা হবে মোবাইল ঠান্ডা রাখার উপায় সম্পর্কে। আপনার মোবাইল যদি হঠাৎ হঠাৎ করে গরম হয় তাহলে তেমন পাত্তা না দিলেও চলবে। কিন্তু যদি আপনার মোবাইল এমন গরম হয় যে কোনভাবেই ছোঁয়া যাচ্ছে না অথবা মোবাইলে "এরর" বার্তা আসে, তাহলে আপনাকে অবশ্যই সঙ্গে সঙ্গে কিছু ব্যবস্থা নিতে হবে। মোবাইল ঠান্ডা করতে যা যা করবেন আপনি-
  • মোবাইল গরম অথবা সূর্যলোক থেকে সব সময় দূরে রাখার চেষ্টা করুন। মোবাইলটি শুষ্ক ও শীতল জায়গায় রাখার চেষ্টা করুন। আপনার মোবাইল কখনোই ফ্রিজার অথবা রেফ্রিজারেটরে রাখার চেষ্টা করবেন না।
  • মোবাইল এমন জায়গায় রাখুন যেখানে জোরে বাতাস বইছে তাহলে আপনার মোবাইলে দ্রুত ঠান্ডা হবে। মোবাইল আপনি চাইলে ফ্যানের নিচে রাখতে পারেন। তাছাড়া হ্যান্ড বলার দিলেও বাতাস দিতে পারেন।
  • মোবাইল অন্য যন্ত্র থেকে দূরে রাখুন। সব যন্ত্রই অনেক গরম হতে পারে ও গরম বাতাস ছাড়তে পারে। সেজন্য মোবাইল, ট্যাব অথবা ল্যাপটপ এক বেড়ে রাখা থেকে বিরত থাকুন।
  • মোবাইল থেকে এক্সট্রা কাভার খুলে ফেলুন। গরম হয়ে ওঠা মোবাইল কাভার অথবা খাপ হল ফাঁদের মতো। আপনি যদি দেখেন মোবাইল গরম হয়ে উঠেছে, তাহলে খাপের উপর থেকেও তা বোঝা যাচ্ছে, কিন্তু দ্রুত খাপ খুলে ফেলতে হবে, যেন মোবাইল স্বাভাবিক তাপমাত্রা ফিরে পায়, তাপমাত্রা ফিরে না আসা পর্যন্ত আপনার মোবাইলের কাভার অথবা খারাপ পরাবেন না।
  • মোবাইল যখনই গরম হবে তখনই মোবাইল বন্ধ রাখুন, কারণ বেশি গরম হয়ে গেলে মোবাইল ঠান্ডা করার সময় মোবাইল বন্ধ করে দেওয়া উচিত।

মোবাইল ঠান্ডা রাখার সেরা ৫টি সফটওয়্যারঃ উপসংহার

মোবাইল অথবা ফোন ঠান্ডা রাখার সেরা ৫টি সফটওয়্যার ও উপায় সম্পর্কে নিশ্চয়ই আপনি ইতিমধ্যে জেনে গেছেন। কারণ এয়ারটেল এর মাধ্যমে খুবই সুন্দর ভালো আলোচনা করা রয়েছে মোবাইল অথবা ফোন ঠান্ডা রাখার সেরা ৫টি সফটওয়্যার ও উপায় সম্পর্কে। তারপরও যদি আপনার কথা বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা আপনাকে সঙ্গে সঙ্গে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কখনো যদি মোবাইল ঠান্ডা রাখার আপডেট কোন সফটওয়্যার বা অ্যাপ আসে তাহলে অবশ্যই এই আর্টিকেলের মাধ্যমে আপনারা আপডেট সফটওয়্যার অথবা অ্যাপ পেয়ে যাবেন।
প্রিয় পাঠক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে এই আর্টিকেলটি তথ্যবহুল মনে হলে আপনি অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। কেননা আপনার মাধ্যমে আপনার বন্ধুরাও জানতে পারবে মোবাইল অথবা ফোন ঠান্ডা রাখার সেরা ৫টি সফটওয়্যার ও উপায় সম্পর্কে। আর অবশ্যই আমাদের এই ওয়েবসাইটে নিয়মিত ভিজিট বা ফোলো করার চেষ্টা করবেন। কারণ আমরা এই ওয়েবসাইটে আপডেট সব তথ্য নিয়ে নিয়মিত নতুন নতুন ব্লগ পোস্ট পাবলিশ করে থাকি। আসসালামু আলাইকুম।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সাগর ম্যাক্স এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url