বসন্তকাল রচনা - সকল ক্লাস
ডিজিটাল বাংলাদেশ রচনাবসন্তকাল রচনা আপনি নিশ্চয়ই অনেক খোঁজাখুঁজি করছেন? তাই আমরা বসন্তকাল রচনা এখন আপনার সামনে তুলে ধরব। বসন্তকাল রচনা সম্পর্কে জানতে আর্টিকেলটি সম্পন্ন পড়ুন। কারণ আপনার জন্য এই আর্টিকেলে বসন্তকাল রচনা রয়েছে।
বসন্তকাল রচনা ছাড়াও আরো জানতে পারবেন বসন্তকাল সম্পর্কে ৫ টি বাক্য। তাহলে চলুন জেনে নেওয়া যাক বসন্তকাল রচনা সম্পর্কে।
পোস্ট সূচিপত্রঃ বসন্তকাল রচনা - সকল ক্লাস
- ভূমিকা
- বসন্তের সময়সীমা ও বৈশিষ্ট্য
- বসন্তের প্রাকৃতিক দৃশ্য
- বসন্তের উৎসব
- উপসংহার
- বসন্তকাল সম্পর্কে ৫ টি বাক্য
ভূমিকাঃ আমাদের বাংলাদেশ ঋতু বৈচিত্রে সৌন্দর্যময়, ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রতিবছর বয়ে যায় প্রকৃতির নতুন নতুন পর্যায়, কখনো কখনো প্রখর তাপদাহ, কখনো কখনো প্রবল বর্ষণ, আবার কখনো কখনো তীব্র সৈত্যদ প্রদাহ, প্রকৃতি এভাবেই যেন রূপে-রঙে-রসে ঝলমল করে ওঠে। বারবার যেন জেগে ওঠে নতুন আনন্দে, নতুন নতুন রূপে ও বৈচিত্রে বাংলার প্রত্যেকটি ঋতুই আমাদের হৃদয়ে নাড়া দিয়ে যায়। বসন্ত ঋতু কালচক্রের সর্বশেষ ঋতু। বসন্তকাল তার ফুল ফলের রঙিন ডালি নিয়ে আমাদের সবার মনে দোলা দিয়ে যায়। ছয়টি ঋতুর মধ্যে বসন্ত চির রঙিন সেজন্য একে ঋতুরাজ বসন্ত বলা হয়ে থাকে।
বসন্তের সময়সীমা ও বৈশিষ্ট্যঃ বসন্তকাল ফাল্গুন ও চৈত্র এই দুই মাস। বসন্তকাল নবযৌবনা রূপ নিয়ে অজস্র ফল, পাখি, বর্ণ গন্ধ, পত্রপল্লব, সুর ও ছন্দ এড়াসঙ্গে জড়ো করে হাজির হয়। বসন্তকালের আগমনে প্রকৃতি যেন অকস্মাৎ ঝলমলে হেসে ওঠে। বসন্তের সময় শীতে ঝরে যাওয়া গাছ পালার নতুন কিশলয়ে ভরে উঠে। সকল বনে বনে পড়ে যায় ফুল ফোটানোর সাড়া। কোকিল আনন্দে গলা ছেড়ে ডাকে, "বউ কথা কও"। পাপিয়া আর দোয়েলও আনন্দে গান করে। নাতিশীতোষ্ণ থাকে আবহাওয়া। বসন্তকালে খুব বেশি শীত ও গরম কোনটাই অনুভূত হয় না। ফসলের মাঠে বসন্তের সময় রবিশস্য ও বড় ধান থাকে। বসন্তকালে আমের শাখায় শাখায় দেখা যায় নতুন মঞ্জরি। তার মৌ মৌ গন্ধে ভরে ওঠে চারপাশ। বসন্তের দক্ষিণের মৃদুমন্দ বাতাসে আমাদের শরীর মন জুড়িয়ে যায়।
বসন্তের প্রাকৃতিক দৃশ্যঃ বসন্তকাল এর সৌন্দর্য এবং শোভা সবার মনকে হরণ করে। বসন্তের নাতিশীতোষ্ণ আবহাওয়া প্রাকৃতিক শোভা সবার প্রাণে আনে আনন্দ প্রাণে আবহাওয়া। সব পাতা ঝরা গাছগুলোতে নতুন পাতা জন্মায়। আম গাছ মুকুলে ভরে যায় এবং বসন্তের বাতাস দক্ষিণ দিক থেকে বইতে থাকে। বসন্ত যেন নবজীবনের এক প্রতীক, সব গাছে গাছে কৃষ্ণচূড়া, পলাশ, শিমুল, ফুলের মেলা, চারপাশে কোকিলের কুহু কুহু রব জানান দেয় বসন্ত এসে গেছে। রংবেরঙের ফুলে প্রজাপতির আনাগোনা দেখা যায়। মৌমাছির চাক মধুর টানে গাছে গাছে বাসা বাঁধে অলির গুঞ্জনে মাতোয়ারা হয় চারপাশ।
বসন্তের উৎসবঃ বসন্তকাল কবি ও সাহিত্যকের প্রেরণার উৎস হয়ে আছে যুগ যুগ ধরেই। চমৎকার আবহাওয়া এবং ফুল ও ফলের প্রাচুর্যের জন্য এই সময় আমাদের দেশের সাংস্কৃতিক অঙ্গনও মুখরিত হয়ে ওঠে। উদযাপিত হয় বসন্তে উৎসব, হোলি উৎসব ও নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। এ উৎসব হল মন রাঙানো রঙের উৎসব, সকল চিন্তা ভেঙ্গে ফেলার উৎসব, তাই এ বসন্ত ঋতুর সব অর্থে রঙিন এ উৎসবে মানুষ ব্যক্তিগত জীবনের দুঃখ-কষ্ট ভুলে মিলেমিশে মেতে উঠে রঙের আনন্দে। আধুনিক কালে শহরের যান্ত্রিক জীবনেও বসন্ত একটি প্রাণোচ্ছল আনন্দের বার্তা নিয়ে আসে। চারুকলার বকুলতলায়, রমনার বটমূলে ইত্যাদি জায়গাতে এবং রেডিও, টেলিভিশন ইত্যাদি গণমাধ্যমে, বিভিন্ন গান, আবৃত্তি, নাটক ও আলোচনার মাধ্যমে মহাসমারহে বসন্ত বরণ উৎসব পালন করা হয়।
উপসংহারঃ বসন্তকাল সবার মনে চেতনা আনে প্রকৃতির হাস্য লাস্য সবার মনকে প্রভাবিত করে বলে সবাই এ সময়ে প্রাণ চাঞ্চল্য ফিরে পায়।বসন্ত ঋতু টি হল সকল ঋদুর চেয়ে শ্রেষ্ঠ, তাইতো একে “ঋতুরাজ” বলা হয়। ঋতুরাজ বসন্তের আবির্ভাব ঘটে প্রকৃতির রাজ্যে বুড়ো শীত চলে যাওয়ার পর। বসন্তের আগমন ঘটলে চারপাশে খুশির স্পর্শ অনুভূত হয়ে থাকে। শীতকালে যে সকল গাছ থেকে পাতা ঝরে পড়ে, বসন্ত এলে সে সকল গাছে আবার নতুন পাতা জন্মায়। বসন্তকালে দক্ষিণ দিক থেকে মৃদুমন্দ বাতাস বয়। ঋতুরাজ বসন্ত যাওয়ার আগেও দুই হাত ভরে দিয়ে যায় নতুন একটা বছর। বৈশাখীর আনন্দে সকল বাঙালিকে মাতিয়ে বিদায় নেয় এ ঋতুরাজ।
বসন্তকাল সম্পর্কে ৫ টি বাক্যঃ
- ঋতুচক্রের মোট ছয়টি ঋতুর মধ্যে শেষ ঋতু টি হচ্ছে বসন্ত। ফাল্গুন ও চৈত্র এই দুই মাস নিয়েই হয় বসন্তকাল।
- শীতকালে গাছ থেকে যে সকল পাতা ঝরে পড়ে যায়, বসন্ত এলেই সে সকল গাছে আবার নতুন করে পাতা জন্মায়।
- বসন্তকালে দক্ষিণ দিক থেকে মৃদুমন্দ বাতাস বইতে থাকে।
- বসন্ত ঋতু টি হল সব ঋতুর চেয়ে শ্রেষ্ঠ, তাই এই ঋতুকে "ঋতুরাজ" বলা হয়ে থাকে।
- ঋতুরাজ বসন্ত যাওয়ার আগেও দুই হাত ভরে দিয়ে যায় নতুন একটা বছর, বৈশাখীর আনন্দে বাঙালিকে মাতিয়ে যায় ঋতুরাজ।
সাগর ম্যাক্স এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url