সফলতা নিয়ে ইসলামিক উক্তি - পরিশ্রম ও সফলতা নিয়ে উক্তি

প্রিয় পাঠক, আপনারা যারা জানতে চাচ্ছেন, পরিশ্রম ও সফলতা নিয়ে উক্তি। তাদেরকে আমরা এই পোষ্টের মাধ্যমে সুন্দরভাবে জানানোর চেষ্টা করব, পরিশ্রম ও সফলতা নিয়ে উক্তি এই বিষয়টি। পরিশ্রম ও সফলতা নিয়ে উক্তি এর পাশাপাশি আপনাদেরকে জানাবো, সফলতা নিয়ে ইসলামিক উক্তি সম্পর্কে। আপনি যদি এই পোস্টটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়েন, তবে এ সকল বিষয় সম্পর্কে আপনি বিস্তারিত ভাবে জানতে পারবেন।
পরিশ্রম ও সফলতা নিয়ে উক্তি - সফলতা নিয়ে ইসলামিক উক্তি
এছাড়াও এ পোস্টটি আমরা এমনভাবে সাজিয়েছি আপনি যদি স্টেপ বাই স্টেপ সম্পন্ন আর্টিকেলটি পড়েন, তাহলে অবশ্যই আপনি অনেক উপকৃত হবেন। পরিশ্রম ও সফলতা নিয়ে উক্তি ছাড়াও আমরা এই পোষ্টের মাধ্যমে আপনাদেরকে সফলতা নিয়ে স্ট্যাটাস সফলতা, নিয়ে ইসলামিক উক্তি ও ব্যর্থ থেকে সফলতার গল্প এবং ব্যর্থতা থেকে সফলতার উপায় বিষয়ে বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা এ সকল বিষয়গুলো সুন্দরভাবে জেনে নেওয়ার চেষ্টা করি।
পোস্ট সূচিপত্রঃ

ভূমিকা

আমরা সকলেই সফলতা পেতে চাই, কিন্তু কয়জন ভাই সফলতা অর্জন করতে পারে?। সফলতা এমন একটা বিষয় যেটি ব্যর্থতা না আসলে সফলতা আসবে না এটা আপনাকে মেনে নিতে হবে। অনেকেই সফলতা অর্জন করতে চাই, কিন্তু আপনি বলেন তো কয়জন সফলতার জন্য কঠোরভাবে পরিশ্রম করে?। আপনি যদি কঠোরভাবে পরিশ্রম করেন তাহলে আপনি অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন, যদিও বা আপনার অনেক বাধা সৃষ্টি হবে,

তারপরও যদি আপনি হাল না ছাড়েন তাহলে অবশ্যই আপনি সফলতা অর্জন করতে পারবেন। আমরা এ পোস্টটি এমনভাবে সাজিয়েছি যেন আপনি সফলতার উক্তি থেকে শুরু করে সফলতার উপায় পর্যন্ত বা ব্যর্থতা থেকে সফলতার উপায় পর্যন্ত জানতে পারবেন। যেহেতু আমরা এই পোস্টটিতে এসেছি একমাত্র ব্যর্থতা থেকে সফলতার উক্তি এবং পরিশ্রম ও সফলতা নিয়ে উক্তি সম্পর্কে জানতে তবুও আমাদের সকলকেই যে সকল বিষয়গুলো জানাতে হবে সেগুলো নিচে দেওয়ার চেষ্টা করেছি।

আমরা এই পোস্টটি সম্পূর্ণভাবে মনোযোগ সহকারে যদি পড়ি তাহলে যে যে ধরনের বিষয় সম্পর্কে জানতে পারবো সেগুলো এক নজরে দেখে নি, সফলতা নিয়ে স্ট্যাটাস, ব্যর্থতা থেকে সফলতার উক্তি, পরিশ্রম ও সফলতা নিয়ে উক্তি, সফলতা নিয়ে ইসলামিক উক্তি, ব্যর্থতা থেকে সফলতার গল্প এবং ব্যর্থতা থেকে সফলতার উপায়। তবে চলুন আর দেরি করছি না, এ সকল উক্তি বা উপায় নিয়ে আমরা বিস্তারিতভাবে জেনে আসার চেষ্টা করি।

সফলতা নিয়ে স্ট্যাটাস

আমরা পোস্টের এই অংশে জানতে চলেছি সফলতা নিয়ে স্ট্যাটাস। প্রথমেই বলে রাখি পোস্টটির এই অংশটুকু পড়ার সময় অবশ্যই আপনি মনোযোগ সহকারে পড়বেন।

সফলতা নিয়ে স্ট্যাটাস নিচে দেওয়া হল।
  • বেঞ্জামিন - যে অপেক্ষা করতে জানে তার কাছে সবকিছুই আসে।
  • ইউলস - বিখ্যাত লোকদের শুধু প্রশংসাই করোনা, তাদের অনুকরণও করবে।
  • আলবার্ট আইনস্টাইন - সফল মানুষ হওয়ার চেষ্টা করার থেকে বরং মূল্যবোধ সম্পন্ন মানুষ হওয়ার চেষ্টা করো।
  • পা পিছলে পড়ে যাওয়া লজ্জার কথা নয়। বরং যথাসময়ে উঠে না দাঁড়ানোই লজ্জার ব্যাপার।
  • জীবনে চলার পথে পড়ে আছে অসংখ্য পাথর, এতে তোমার চলার পথ যেন থেমে না থাকে। বরং পাথরগুলো করে তৈরি করো সাফল্যের সিঁড়ি।
  • যখন হতাশা তোমার জীবনকে ঘিরে ফেলে, তখন তোমার হতাশার সাগরে আশার সেতু রচনা কর জীবন হয়ে উঠবে সুন্দর।
  • যে অধিকার আদায়ের পেছনে চেষ্টা চালাও না হয়, তা কখনোই ব্যথা যায় না।
  • যে ব্যক্তি অল্পতেই তুষ্ট থাকতে পারে, তাহার কাছে এই পৃথিবীর সব কষ্ট সহজ হয়ে যাবে।
  • একটি সফল মানুষ হওয়ার চেষ্টা করুণা কখনো বরং মূল্যবোধ সম্পন্ন মানুষ হওয়ার চেষ্টা করো সবসময়।
  • মনে রাখবে, মানুষ তোমার কথায় বিরক্ত হয়ে তাদের কান বন্ধ করার আগে তুমি নিজের মুখ বন্ধ করো, আর মানুষ তোমার বিরুদ্ধে মুখ খোলা রাখে নিজের কান বন্ধ কর তবেই তুমি সফল মানুষ হবে।
  • নম্রতার মাধ্যমে যা অর্জন করা যায়, কঠোরতার মাধ্যমে তা অর্জন করা যায় না।

ব্যর্থতা থেকে সফলতার উক্তি

আমরা এতক্ষণ জানলাম সফলতা নিয়ে স্ট্যাটাস, আমরা পোস্টের অংশে জানবো ব্যর্থতা থেকে সফলতার উক্তি।

ব্যর্থতা থেকে সফলতার উক্তি নিচে দেওয়া হল।

  • কবি আলিম - >> কোন অদৃশ্য শক্তি এসে তোমাকে সফলতার গোড়ায় পৌঁছে দিবেনা, একমাত্র এটাই সম্ভব হয় যখন তুমি পরিশ্রম করো।
  • মার্ক টোয়েন - >> জীবনে সফল হতে চাইলে, দুটি জিনিস প্রয়োজন এক নম্বর জেদ দ্বিতীয় নম্বর আত্মবিশ্বাস<<
  • প্রবাদ বাক্য - >> ইতিবাচক দৃষ্টিভঙ্গি সফলতার ট্রয় নিয়ে যায় কিন্তু নেগেটিভ চিন্তাভাবনা মানুষকে মাটির মধ্যে গুঁজে রাখে<<
  • কবি আলিম - >> চেষ্টা করার দায়িত্ব তোমার, সফলতা দেওয়ার দায়িত্ব সৃষ্টিকর্তার<<
  • অ্যারিস্টটল - >> অন্যের ভুল থেকে শিখুন কেননা জীবন এত বড় নয় যে নিজের ভুল থেকে সবকিছু শিখবেন<<
  • হলেন কেলার - >> কোন একটি সম্ভাবনার দরজা বন্ধ হলে অপর একটি দরজা খুলে যায়, তবে আমরা সেই বন্ধু দরজার দিকে এত দীর্ঘ সময় তাকিয়ে থাকি যে খোলা দরজাটা আর চোখে পড়ে না<<
  • প্রবাদ বাক্য - >> ব্যর্থতা থেকে জীবনের সফল হওয়া সম্ভব<<
  • মন টেইন - >> একজন উত্তর অধিকারী কান্না হচ্ছে হাসির ছদ্মবেশে<<
  • কবি আলিম - >> তুমি যদি অন্যকে ছায়া দিতে চাও তবে তোমাকে আগে বট বৃক্ষ হতে হবে<<
  • আবুল কালাম আজাদ - যদি তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও তবে আগে সূর্যের মতো পড়ে শেখো<<
  • প্রবাদ বাক্য - >> পরিশ্রম ও সফলতা নিয়ে সব সময় ধৈর্য ধরে থাকতে হবে ধৈর্য হারালে চলবে না<<
  • রবার্ট এফ কেনেডি - >> যারা ব্যর্থ হওয়ার সাহস করে, শুধু তারাই বড় সফলতা অর্জন করতে পারে<<
  • এ পি যে আব্দুল কালাম - >> মানুষ কখনোই ব্যর্থ হয় না হয়তো সে সফল হয় নয়তো সে অজ্ঞাত অর্জন করে<<
  • ফ্রাঙ্ক সিনাত্রা - >> সর্বোত্তম প্রতিশোধ হচ্ছে বিশাল সাফল্য অর্জন<<
  • প্রবাদ বাক্য - >> সাফল্য বা ব্যর্থতা মানুষের সামর্থ চেয়ে মানসিক মনোভাব দ্বারা বেশি সংঘটিত হয়<<
  • মাইকেল জর্ডান - >> আমি ব্যর্থ থাকি মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না<<
  • ফ্রান্সিস বেকন - >> একজনের ব্যর্থতায় অন্যের সফলতার সোপান<<
  • কৌশিক চন্দ্র - >> ব্যর্থতা সফলতার পথে প্রথম পদক্ষেপ<<
  • নেলসন ম্যান্ডেলা - >> আমাকে আমার সফলতা দ্বারা বিচার করিও না, ব্যর্থতা থেকে কতবার আমি ঘুরে দাঁড়িয়েছি তা দিয়ে আমাকে বিচার কর।
  • টমাস আলভা এডিশন - >> যেকোনো জিনিস যেটা বেচা যাবে না, সেটাকে আমি আবিষ্কার করতে চাইবো না। কারণ সেটার বিক্রি হওয়া উপযোগিতার প্রমাণ, এবং উপযোগিতায় হল সাফল্য<<
  • প্রবাদ বাক্য - >> ব্যর্থ হওয়াটা দোষের কিছুই নয় যদি চেষ্টা থাকে<<
  • বিল গেটস - >> আমি ক্লাসে মাঝে মধ্যে ফেল করতাম, আজ আমি মাইক্রো সফটওয়্যার এর চেয়ারম্যান। আর আমার ক্লাসের ফার্স্ট বয় আমার অফিসের এক্সকিউটিভ অফিসার<<
  • আলবার্ট আইনস্টাইন - >> সফল হওয়ার চেষ্টা করার বদলে দুঃখ হওয়ার চেষ্টা করো সাফল্য এমনি আসবে<<
  • কবি আলিম - >> জীবনে হতাশাগ্রস্ত হয়ে চূড়ান্ত সফলতার শীর্ষে পৌঁছে নিজেকে ফিরে এলো না, কেননা তোমার চেষ্টাটাই তুমি চালিয়ে যাও বাকিটা সৃষ্টিকর্তার ইচ্ছা<<
  • স্বামী বিবেকানন্দ - >> উঠো এবং ততক্ষণ অবধি থেমনা, যতক্ষণ না তুমি সফল হচ্ছো<<

পরিশ্রম ও সফলতা নিয়ে উক্তি

আমরা এতক্ষণ জানলাম, ব্যর্থতা থেকে সফলতার উক্তি। এখন আমরা পোস্টেরিয়া অংশে জানবো পরিশ্রম ও সফলতা নিয়ে উক্তি। তবে চলুন জেনে নিই পরিশ্রম ও সফলতা নিয়ে উক্তি গুলো।

পরিশ্রম ও সফলতা নিয়ে উক্তি নিচে দেওয়া হল।
  • হুমায়ূন আহমেদ - >>যে মানব সন্তান ক্ষুদ্র কামনা জয় করতে পারে, সে বৃহিৎ কামনাও জয় করতে পারে<<
  • ইমারসন - >>অর্থ যেমন অর্থের জন্ম দেয়, তেমনিভাবে সাফল্য সাফল্যের জন্ম দেয়<<
  • মার্ক জাকারবার্গ - >>আমি প্রত্যেকটা দিনই আমাকে যে প্রশ্নটা করি সেটা হল, আমি কি সব থেকে গুরুত্বপূর্ণ কাজটি করছি যা আমি করতে পারতাম? আমি যদি মনে না করি যে আমি সবথেকে গুরুত্বপূর্ণ কাজটা করছি, তবে সময় কাটানো আমার কাছে মূল্যহীন মনে হয়<<
  • এরিস্টটল - >>ব্যর্থ হওয়ার নানা উপায় আছে, তবে সফল হওয়ার উপায় একটাই<<
  • স্টিভ জবস - >> মানুষ মনে করে ফোকাস অর্থ হলো তাকে যে বিষয়টিতে মনোনিবেশ করতে বলা হয়েছে, সে বিষয়ে হা বলা। তবে এর অর্থ উলটো, এর অর্থ হলো অন্যান্য হাজারো ভালো আইডিয়াকে বিদায় জানানো। কিন্তু এই কাজটি আপনাকে সতর্কভাবে করতে হবে। আমরা যে কাজগুলো করছি, সেগুলির জন্য আমি যতখানি গর্বিত, যে কাজগুলি করিনি সেগুলোর জন্য আমি ঠিক ততটাই গর্বিত। উদ্ভাবন মানে হল হাজারটা বিষয়কে না বলতে পারা<<
  • সক্রেটিস - >> নিজেকে উন্নয়নের জন্য অন্য মানুষের লেখালেখি তে কাজে লাগাও, কারণ এজন্য যে অন্য মানুষ কিসের জন্য কঠোর পরিশ্রম করে তা তুমি যাতে সহজে বুঝতে পারো<<
  • জর্জ বার্নার্ড শ - >> ভুল না করলে সফলতা আসে না, তবে একই ভুল বারবার করলে সাফল্য অধরাই থেকে যায়<<
  • বিল গেটস - >> সাফল্য অনেকটা উস্কানি দেওয়া শিক্ষকদের মতো। কারণ এটা দুঃখ এবং বুদ্ধিমান লোকদের চিন্তা করতে বাধ্য করায় যে তারা কখনো হারবে না<<
  • অ্যালবার্ট আইনস্টাইন - >> আমি চিন্তা করেছি মাসের পর মাস, এবং বছরের পর বছর। আমার চিন্তা গুলি ৯৯ বারই ভুল হয়েছে। কিন্তু ১০০ তম বারে আমি সফল হয়েছি<<
  • বিল গেটস - >> সফলতা উদযাপন করা ভালো। কিন্তু ব্যর্থতার দিকেও নজর দিতে হবে<<
  • অ্যালবার্ট আইনস্টাইন - >> আপনি যদি অন্যদের অনুসরণ করে তাদের সাহায্য নিয়ে চলতে থাকেন তবে হয়তো একদিন তার জায়গায় পৌঁছাতে পারবেন। তবে আপনি যদি নিজের পথটা নিজেই তৈরি করে চলেন তবে হয়তো এমন এক সাফল্যমণ্ডিত জায়গায় পৌঁছাবেন যেখানে আজ পর্যন্ত কেউই পৌঁছাতে পারেনি<<
  • এ পি জে আবদুল কালাম - >>জীবন একটি কঠিন খেলা, ব্যক্তি হিসাবে মৌলিক অধিকার ধরে রাখার মাধ্যমেই শুধুমাত্র তুমি ওইখানে জয়ী হতে পারবে<<
  • লেনসন ম্যান্ডেলা - >> যেকোনো কিছুতে ভীতু নয়, সে নয়, বরঞ্চ যে ভয়কে জয় করে সেই হচ্ছে প্রকৃত সাহসী<<
  • এ পি জে আব্দুল কালাম - >> তরুণ প্রজন্মের কাছে আমার আহ্বান হল ভিন্নভাবে চিন্তা করার সাহস থাকতে হবে। এবং আবিষ্কারের নেশা থাকতে হবে। যেই পথে কেউই যায়নি, সে পথে চলতে হবে। অসম্ভবকে সম্ভব করার সাহস থাকলে হবে, সমস্যা চিহ্নিত করতে হবে ও তারপর সফল হতে হবে। এগুলোই হচ্ছে সবচেয়ে মহত্ব গুণ, মূলত এভাবেই তাদেরকে এগিয়ে যেতে হবে তরুণদের জন্য এটাই আমার বার্তা<<
  • লেনসন ম্যান্ডেলা - >> যে মানব সন্তান ক্ষুদ্র কামনা জয় করতে পারে, সে বৃহৎ কামনা জয় করতে পারে<<
  • এ পি জে আব্দুল কালাম - >> জীবনে অবশ্যই সমস্যার প্রয়োজন আছে, সমস্যা আছে বলেই সাফল্যের এত স্বাদ<<
  • এ পি জে আব্দুল কালাম - >> আমাকে আমার সফলতা দ্বারা বিচার করো না, ব্যর্থতা থেকে কতবার আমি ঘুরে দাঁড়িয়েছি তা দিয়ে আমাকে বিচার করো<<
  • এ পি যে আব্দুল কালাম - >> আমরা শুধু সাফল্যের উপরেই করি না, আমরা ব্যর্থতার উপরেও গড়ি<<

সফলতা নিয়ে ইসলামিক উক্তি

এতক্ষণ আমরা জানলাম, পরিশ্রম ও সফলতা নিয়ে উক্তি, এখন আমরা পোস্টের এই অংশে জানবো, সফলতা নিয়ে ইসলামিক উক্তি।

সফলতা নিয়ে ইসলামিক উক্তি নিচে দেওয়া হল।

  • হযরত মুহাম্মদ (সঃ) - >> শক্তিশালী মুমিন দুর্বল মমিনের চেয়ে আল্লাহর কাছে উত্তম এবং প্রিয়, যদিও উভয়ের মধ্যেই কল্যাণ রয়েছে। যা আপনার উপকারে আসবে তার জন্য চেষ্টা করুন, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন এবং নিরাশ হয়ো না<<
  • হযরত মুহাম্মদ (সঃ) - >> আমলের প্রতিদান নিয়তের উপর নির্ভর করে এবং প্রত্যক্ষ ব্যক্তি তার নিয়ত অনুযায়ী সোয়াব পাবে<<
  • কুরআন, সুরা আয-যুমার, (৩৯ঃ৫৩) - >> বলুন, হে আমার বান্দারা যারা নিজেদের ওপর সীমালংঘন করেছো, আল্লাহর রহমত থেকে নিরাশ হলো না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ও পরম দয়ালু<<
  • কুরআন, সূরা আত-তালাক, (৬৫ঃ২,৩) - >> যে আল্লাহকে ভয় করে, তিনি তার জন্য একটি পথ তৈরি করে দেবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যা তিনি ভাবতে পারবে না।আর যে আল্লাহর উপর ভরসা করে, তিনি তার জন্য যথেষ্ট। আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করবেন। আল্লাহ ইতিমধ্যে সবকিছুর জন্য একটি নির্ধারিত পরিমাণ নির্ধারণ করেছেন<<
  • কুরআন, সূরা আত-তালাক, (৬৫ঃ৩) - >> আর যে আল্লাহর উপর ভরসা করে, তিনি তার জন্য যথেষ্ট<<
  • হযরত মুহাম্মদ (সঃ) - >> বিশ্বাসের দিক দিয়ে সবচেয়ে পূর্ণাঙ্গ ঈমানদার তারাই যারা সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী। এবং তোমাদের মধ্যে সর্বোত্তম তারা তাদের নারীদের সাথে আচরণে সর্বোতম<<
  • কুরআন, সূরা আল-বাকারা, (২ঃ১৫৩) - >> হে ঈমানদারগণ, ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীল এর সাথে আছেন<<
  • কুরআন, সূরা আর-রুম, (৩০ঃ৬০) - >> সুতরাং ধৈর্য ধরো। নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য<<
  • কুরআন, সূরা আত-তালাক, (৬৫ঃ৪) - >> আর যে আল্লাহকে ভয় করে, তিনি তার জন্য তার বিষয় সহজ করে দেবেন<<
  • হযরত মুহাম্মদ (সঃ) - >> যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, তিনি তার জন্য মুক্তির পথ তৈরি করে দেবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যেখান থেকে সে আশাও করে না<<

ব্যর্থতা থেকে সফলতার গল্প

আমরা এতক্ষণ জানলাম সফলতা নিয়ে ইসলামিক উক্তি, এখন আমরা পোস্টের এই অংশে জানবো ব্যর্থতা থেকে সফলতার গল্প আপনাদেরকে মূলত আজকে আমরা কে এফ সি (KFC) এর মালিকের জীবনের গল্প শোনাবো। সফলতার গল্প KFC এর মালিকের জীবনী

আমাদের মধ্যেও অনেকে আছেন যারা একবার হলেও কর্নেল স্যান্ডারসের নাম শুনেছেন। এছাড়াও অনেকে হয়তো চেনেন না কর্নেল স্যান্ডারসকে, আর না চেনা টাই স্বাভাবিক। বড় বড় ব্যান্ডের নাম মনে থাকলেই যথেষ্ট, এর পেছনে থাকা ব্যক্তিটির নাম না জানলেও চলবে। কিন্তু যে ব্যক্তিটির নাম বললাম আপনাদেরকে এখন তিনি হচ্ছেন KFC এর ফাউন্ডার। আপনি নিশ্চয়ই KFC নামটি আপনার জীবনে একবার হলেও শুনেছেন। কিন্তু আপনি কি জানেন এই KFC ফাউন্ডার এর জীবন কাহিনী সম্পর্কে?

যদি না জানেন তাহলে কোন বিষয় না আজকে এনার কাহিনী শোনানোর চেষ্টা করব বা তার গল্প শোনাবো। তাহলে চলুন শুরু করা যাক, তখন ছিল স্যান্ডারস এর বয়স মাত্র ৫ বছর, এমন ছোট বয়সে এসে তার বাবাকে হারিয়েছেন। এবং সংসারের হাল আসে তার মায়ের হাতে। পরিবারের দুটি পেট চালাতে মাকে বাধ্য হয়ে কাজে যেতে হতো প্রতিদিন। স্যান্ডারস এর মা সারাদিন কর্মক্ষেত্রে থাকেন,

খিদের জ্বালায় ছোট ছেলেটি নিজেই রান্না করার প্রয়াস করতে থাকে। শেষে রান্না করার কৌশল সে রপ্ত করে নেয়। এবং এমন কঠিন সংসারে স্যান্ডারস এর মাথায় বাজটা তখনই পড়ে যখন তার মা দ্বিতীয় বিবাহ করে নেয়। সবেমাত্র তখন স্যান্ডারস সপ্তম শ্রেণীর ছাত্র ছিলেন। বাধ্য হয়ে পড়াশোনা ছেড়ে পালিয়ে গেলেন স্যান্ডারস। তারপর তাকে দেখা গেছে কখনো জাহাজে বেকার খাটতে আবার কখনোবা দেখা গেছে সেলসম্যানের ভূমিকায়।

এছাড়াও একসময় সে নেমে এসেছে একজন অগ্নি নির্বাপক কর্মীর ভূমিকায়। এ ধরনের কাজ করার পরে, তার বয়স কখন যে ১৬ তে গড়িয়ে গেছে সেদিকে খেয়াল ছিল না স্যান্ডারস এর। তারপর ১৬ বছর বয়সে তিনি যোগদান করলেন সেনাবাহিনীতে এবং সে চলে গেলেন কিউবাতে। সেখানে কাটালেন অনেকগুলো বছর। ২৪ বছর বয়সে তাকে দেখা যায় এক ভিন্ন বেশে। সেখন তাকে দেখা যায় একজন চিকেন প্রস্তুত কারকের ভূমিকা।

সেই সময় তার কোন রেস্তোরাঁ ছিল না বা কোন প্রকার ছোটখাটো হোটেল ও ছিল না। আস্তে আস্তে তিনি চিকেনের কার্যকারিতা মানুষের মধ্যে ছড়িয়ে যায় তারপরেই দ্রুততার বিক্রয় বৃদ্ধি পায়। এবং আস্তে আস্তে তার ছোট জায়গাটি একটি ১৪২ সিটযুক্ত হোটেলে পরিণত হয়। সেখানে তিনি আস্তে আস্তে চিকেন বানানোর একটি নতুন পদ্ধতি আবিষ্কার করেছিলেন। তারপর পরপরই তার জীবনে আর কখনো তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি।

এবং ১৯৩৫ সালে গর্ভনর Ruby Laffoon তাকে Kentucky Colonell উপাধি দিয়েছিলেন। সেই যে তার জীবনের পথ চলা শুরু হলো, সে থেকেই বর্তমানের (KFC) এর ভূমিকায় প্রজ্বলিত। আমরা আসল কথায় ফিরে আসি আসল কথা হল নিজের যোগ্যতা এবং সঠিক পুরুষ যেকোনো বাধাকে যেকোনো সময় পাশ কাটিয়ে যেতে সক্ষম হতে পারে।

তাছাড়া শুধুমাত্র সময়ের অপেক্ষা এবং উপযুক্ত পরিশ্রম ও নিজের যোগ্যতার পরিচয় আপনি পাবেন। শুধুমাত্র দরকার আপনার মধ্যে থাকা (আপনি টাকে) খুঁজে বের করার প্রয়াস বা মনোভাব। তাহলে আপনি অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন যতই আপনার জীবনে বাধা আসুক না কেন।

ব্যর্থতা থেকে সফলতার উপায়

আমরা এতক্ষণ জানলাম ব্যর্থতা থেকে সফলতার গল্প, এখন আমরা পোস্টের এই অংশে জানবো ব্যর্থতা থেকে সফলতার উপায়।

ব্যর্থতা থেকে সফলতার উপায় নিচে দেওয়া হল।

  • আপনি ব্যর্থতা থেকে সরে না দাঁড়িয়ে, নিজেকে তার থেকে শিক্ষা নিয়েও ভুলগুলি খুঁজে বের করে তা শুধরে নেওয়া। যাতে করে পরবর্তী সময় সফলতা অর্জন করতে সক্ষম হয়। আপনি সত্যিই জয়ী হবেন? আপনি যদি, ভুলগুলি থেকে সরে না পড়ে তা শুধরে নিয়ে সামনে এগিয়ে যেতে পারেন। মানুষ অবশ্যই ব্যর্থ হয়, পরে ভুলগুলি শুধরাই না। মূলত তার জন্য ব্যর্থতা তাদের চারদিক থেকে ঘিরে ধরে। ব্যর্থতা আসলে পিছিয়ে পড়তে নেই। বরং তার হাল খুজে বের করার চেষ্টা করুন। নয়তোবা জীবনে ব্যর্থতা থেকে বের হতে পারবেন না।
  • ব্যর্থতা থেকে শিক্ষা নিন, এবং ব্যর্থ হলে হতাশায় ভেঙে পড়ে নিজেকে শেষ করে দেবেন না। নিজেকে নতুন ভাবে প্রস্তুত করে নিন, এবং চেষ্টা করে যান, যতটা সম্ভব পরিশ্রম করে যান, নিজের কাজকে গুরুত্বপূর্ণ দিয়ে সামনে এগিয়ে যেতে থাকুন অবশ্যই সফলতা আসবে। সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে পৃথিবীতে সব থেকে বেশি ধৈর্যশীল ব্যক্তিরায়। আপনিও যদি ধৈর্যশীলদের মত হতে চেষ্টা করেন। তাহলে দেখবেন কখনো ব্যর্থতা নামে এই শব্দ আপনার ধারের কাছেও স্পর্শ করতে পারবে না। আপনি মূলত তখনই সফলতা অর্জন করতে পারবেন।
  • সফলতা আসবেই এমন একটা চিন্তা নিয়ে এগিয়ে যেতে থাকুন। এবং সব সময় মনে রাখবেন প্রতিটা সময় চেষ্টা করার, আপনি যদি প্রতিটা সময় চেষ্টা চালিয়ে যান, তবে ব্যর্থতা নিয়ে চিন্তা করবেন না। আপনি আপনার চেষ্টা চালিয়ে যেতে থাকুন। পৃথিবীতে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় মানুষ ব্যর্থ হওয়ার কারণ হচ্ছে কাজ সম্পূর্ণভাবে শেষ পর্যন্ত না এগিয়ে ছেড়ে যায়। আপনি সত্যিই জয়ী হবেন, কিন্তু তার জন্য আপনাকে আপনার শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে। তাহলেই মূলত জীবনে সফল হবেন, ইনশাল্লাহ।

শেষ কথা

প্রিয় পাঠকগণ, আমরা এ পোস্টটি সম্পূর্ণ আকারে যেহেতু মনোযোগ সহকারে পড়েছি, সেটা তো আমরা নিশ্চয়ই জেনেছি যে সকল বিষয়গুলো সেগুলো হল, সফলতা নিয়ে স্ট্যাটাস, ব্যর্থতা থেকে সফলতার উক্তি, পরিশ্রম ও সফলতা নিয়ে উক্তি, সফলতা নিয়ে ইসলামিক উক্তি, ব্যর্থতা থেকে সফলতার গল্প এবং ব্যর্থতা থেকে সফলতার উপায়। যেহেতু আমরা সকলেই সফলতা অর্জন করতে চাই, সেহেতু আমাদের প্রত্যেকেরই উক্ত বিষয়গুলো সম্পর্কে বিস্তারিতভাবে জেনে রাখা উচিত।

প্রিয় পাঠক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি এ পোস্টটি আপনার কাছে অনেক ভালো লেগেছে এবং আপনার অনেক উপকারে আসবে। তাই আপনার কাছে যদি এ পোস্টটি বা আর্টিকেলটি ভাল লেগে থাকে, তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এবং আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করার চেষ্টা করুন। কারণ আমরা এই পোষ্টের মাধ্যমে বিভিন্ন বিষয়ক উক্তি বা উপায় এমনকি তথ্যমূলক আর্টিকেল বা ব্লক পোষ্ট পাবলিশ করে থাকি। আশা করি আপনি ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সাগর ম্যাক্স এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url