শিক্ষামূলক উক্তি - দৃষ্টিভঙ্গি নিয়ে উক্তি - পৃথিবীর সেরা উক্তি
ভূমিকা | শিক্ষামূলক উক্তি | দৃষ্টিভঙ্গি নিয়ে উক্তি | পৃথিবীর সেরা উক্তি
দৃষ্টিভঙ্গি নিয়ে উক্তি
- প্রথমেই দৃষ্টিভঙ্গি ঠিক করুন, কারণ এটাই সেই প্রথম জিনিস যা মানুষ আপনার মধ্যে প্রথমেই দেখতে পায়।
- প্রত্যেকটি দৃষ্টিকোণ থেকে কিছুই সুন্দর নয়।
- কোন ব্যক্তি যদি দৃষ্টিভঙ্গির ব্যর্থতার কারণে আপনাকে চিনতে না পারে তাহলে তাতে করে আপনার মূল্য কিন্তু কমে যায় না।
- জাগতিক দৃষ্টিকোণ থেকে, সর্বদাই সঠিক হওয়ার মতো বড় ভুল আর হতে পারে না।
- এই পৃথিবীতে তুচ্ছ বলে কিছু নেই। শুধুমাত্র দৃষ্টিকোণের উপর নির্ভর করে।
- দৃষ্টিভঙ্গিকে বলা যেতে পারে একটি ছোট্ট জিনিস।, কিন্তু দৃষ্টিভঙ্গি একটা বড় ধরনের পরিবর্তন আনতে পারে।
- আসলে সময় একদিন না একদিন সবাইকে বদলে দেয়। সেই সঙ্গে সময় বদলায় জীবন সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গিও গুলিকে।
- শুধুমাত্র আপনি সঠিক বলেই যে অন্য কেউ ভুল তা কিন্তু নয়। তাই একটু দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দেখুন তাহলে দেখতে পারবেন বা বুঝতে পারবেন।
- জাগতিক দৃষ্টিকোণ থেকে, সর্বদাই সঠিক হওয়ার মতো এত বড় ভুল আর হতে পারে না।
- আপনার দৃষ্টিভঙ্গিই বলে দেবে আপনার পরবর্তী ফলাফল বা পরবর্তী ভবিষ্যৎ কি হবে।
প্রেরণামূলক উক্তি
আমরা এতক্ষণ জানলাম দৃষ্টিভঙ্গি নিয়ে উক্তি বিষয়ে। আমরা এখন পোস্টটির এই অংশে জানতে চলেছি প্রেরণামূলক উক্তি বিষয়ে। তাই আপনি পড়তে থাকুন আর জানতে থাকুন প্রেরণামূলক উক্তি গুলো সম্পর্কে।
প্রেরণামূলক উক্তি
- আপনার সামরিক প্রয়োজন দীর্ঘ সময়ের দুঃখের বড় কারণ হতে পারে।
- দ্রুত পরিবর্তনশীল বিশ্বে ব্যর্থ হওয়ার একটি মাত্র উপায় আছে সেটা হলো ঝুঁকি না নেওয়া।
- আমার জীবনে আমি অনেকবার ভুল করেছি, হাজার বার হোচট খেয়েছি, কিন্তু সেই নিয়ে আমি অনেক গর্বিত কারণ প্রত্যেকটি ভুল ও প্রত্যেকবার হোঁচট খাওয়া আমাকে গড়ে তুলতে সাহায্য করেছে এবং আরো শক্তিশালী আরও পরিণত করেছে।
- ওই শোনো তুমি ভুল করেছে এতে তোমার লজ্জার কিছু নেই। প্রতিটি বার ভুল করা একটি জিনিসই প্রমাণ করে থাকে। তুমি হাল ছাড়োনি, তুমি সবসময় চেষ্টা করে চলেছ।
- তোমার জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্য সবকিছু ছেড়েছুড়ে হারিয়ে যেতে হয়। তাহলে তুমি তোমার গন্তব্যে পৌঁছাতে পারবে।
- সারা বিশ্বে স্থায়ী বলে কিছু নেই। এমনকি আমার আপনার সমস্যাগুলো না।
- একজন গড়পরতার মানুষ বেশি কথা বলে। একজন ভালো মানুষ সব সময় ব্যাখ্যা করে।একজন উর্বর্তন মানুষ কাজ করে দেখানোর ক্ষমতা রাখে আর একজন সেরা মানুষ অন্যকে প্রেরণা যোগায় কারণ তারা যেন নিজেরাই কাজকে নিজের মত করে দেখতে পারে।
- যখন একটি মানুষের মন ক্লান্ত হয় তখনই তার মৃত্যু হয়।
- আমি যদি গরিব হয়ে জন্ম নিই, তাহলে সেটা দোষের কিছু নেই। তবে আমি যদি গরীব হয়ে মৃত্যুবরণ করি তাহলে অবশ্যই এটা অনেক বড় দোষ।
- জীবনে চলার পথে বারবার বাধা আসবে তাই বলে থেমে থাকা যাবে না, যেখান থেকে বাধা এসেছে সেখান থেকে আবার নতুনভাবে শুরু করতে হবে জীবন।
- তোমার স্বপ্ন সেটা নয়, যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখছো, স্বপ্ন সেটাই যেটা পাওয়ার জন্য তুমি তোমার ঘুমকে ত্যাগ করছ।
- পৃথিবীতে সব মেয়েই ছয়টা গাড়ি আলা মালিক ছেড়ে কখনোই সিক্স প্যাক ওয়ালা ছেলেদের সাথে বিবাহ করে না, তাই তোমাকে বলি জিমে যাওয়া বন্ধ করে কাজে যাও।
- তুমি জীবনে কখনোই ভেঙে পড়ো না। এই পৃথিবী থেকে যা কিছু হারিয়ে যায় সেটি আবার অন্যরূপে ঠিকই ফিরে আসে জীবনে।
- তুমি জীবনে যা চাও তুমি তাই পাবে, যদি তুমি অন্যদেরকে তাদের চাওয়া নিশ্চিত করতে সাহায্য কর।
- প্রত্যাশা আর প্রাপ্তির পার্থক্য হল দুঃখ। সেজন্য তুমি তোমার প্রত্যাশাটা কমিয়ে, ফেলবে তোমার দুঃখও কমে গেছে।
- জীবনে বড় হতে গেলে অবশ্যই পরিশ্রম প্রয়োজন। পরিশ্রমী পারে সফলতার চাবি কাঠি এনে দিতে।
- হাল ছেড়ো না বন্ধু তুমি তোমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার নিজের উপর বিশ্বাস রাখো, একদিন না একদিন তুমি সফল হবে।
- প্রত্যেকটি মানুষের সফল হয়। কিন্তু যার ভিতরে যেদ থাকে।
- তুমি তোমার জীবনে যেটা চাও সেটাই সর্বপ্রথম তুমি লক্ষ্য বানিয়ে নাও, এবং সেই লক্ষ্যের দিকে যেতে থাকো একদিন না একদিন তুমি ওই জিনিসটা পাবেই।
- জীবনে কোন মানুষ ব্যর্থ হয় না ব্যর্থ হয় তার প্রেরণা।
- আজকে অন্যজন তোমার থেকে ভালো পজিশনে আছে বলে তুমি আফসোস করো না।তুমি তোমার কাজ চালিয়ে যাও একদিন দেখবে সৃষ্টিকর্তা তোমাকে তার চেয়ে অনেক উপরে নিয়ে গেছে।
- নিজের প্রতি সবসময় বিশ্বাস রাখো, এই বিশ্বাসই একদিন তোমাকে সফলতা বানাবে।
- তুমি যদি সফলতা পেতে চাও, তাহলে অবশ্যই তুমি ভালো মানুষ হয়ে যাও।
- দিনের পর দিন তোমার লক্ষ্যের দিকে কাজ করতে থাকো, একদিন তোমার লক্ষ্যে এসে গেটে নারা দিবে।
- মানুষ পারে না পৃথিবীতে এমন কোন জিনিস নেই মানুষ সবই পারে কিন্তু, সেটা পারার জন্য যে চেষ্টাটা প্রয়োজন সেটাই মূল।
- আমি পরীক্ষায় অনেকবার ফেল করেছি, আর আমার বন্ধু পরীক্ষায় সব বিষয়ে পাশ করেছে আমার বন্ধু এখন মাইক্রো সফটওয়্যার ইঞ্জিনিয়ার আর আমি মাইক্রো সফটওয়্যার প্রতিষ্ঠাতা।
- যে ব্যক্তি পরিশ্রম করতে করতে হাল ছেড়ে দেয়। সে হলো বড় বোকা।
- তুমি যেটা পেতে চাও তোমার জীবনে, সেটা পাওয়ার জন্য তোমার জীবনের শেষ পর্যন্ত তুমি লড়াই করে যাও, তুমি একদিন না একদিন ওই জিনিসটা পাবে।
- মানুষের কখনোই মন ভাঙ্গে না, মানুষের ভাঙ্গে ধৈর্য।
- যার জীবনে যত ধৈর্য, সে ব্যক্তি তত সফল।
শিক্ষামূলক উক্তি
আমরা এতক্ষন জানলাম প্রেরণামূলক উক্তি সম্পর্কে। আমরা পোস্টটির এই অংশে জানতে চলেছি শিক্ষামূলক উক্তি বিষয়ে। তাই আপনি যদি শিক্ষামূলক উক্তি বিষয় জানতে চান তাহলে পোস্টের এ অংশটুকু পড়তে থাকুন। আর জানতে থাকুন শিক্ষামূলক উক্তি বিষয়ে।
শিক্ষামূলক উক্তি
- যে ব্যক্তি নিন্দা শুনেও শান্ত থাকে, সে ব্যক্তি সারা বিশ্ব জয় করতে পারবে।
- তোমার জীবনে যত বড় বিপদ আসুক না কেন, তাকে কখনোই চিরস্থায়ী মনে করবে না।
- একটা কথা সব সময় মনে রাখবে মুক্তা নিজে কখনো নদীর তীরে আসে না, তাকে পেতে হলে সমুদ্রে নামতে হয়।
- তুমি তোমার জীবনকে নিয়ে সুখী নাও হতে পারো, তবে তোমার মত জীবন যাপন করার জন্য অনেকেই আশা করে বসে থাকে।
- যেখানে কোন প্রকার আশা নেই, সেখানে কোন প্রকার ঝামেলাও নেই।
- অবশ্যই তুমি জয়ী হবে, যদি হাল না ছাড়।
- জীবনে সফল না হওয়ার বড় কারণ হলো ধৈর্য্য, তাই যার জীবনে ধৈর্য্য নাই সে কখনো সফল হবে না।
- পৃথিবী তোমার জন্য সব সময় প্রস্তুত, তুমি যখন থেকে প্রস্তুতি নিবে তোমার।
- তুমি যদি জীবনের সফলতা অর্জন করতে চাও, তাহলে যত দ্রুত সম্ভব নিজেকে পরিবর্তন করে ফেলো।
- মানুষ তোমাকে যাই বলুক না কেন, তোমার কাজ তুমি চালিয়ে যাও, একদিন সেই মানুষ এসে তোমাকে সালাম দিবে।
- পৃথিবীতে একলা চলার শিখো, কারণ তোমার জীবন একটাই।
- তুমি জীবনে বড় কিছু হতে চাইলে, অন্যের প্রতি হিংসা ছেড়ে দাও, কারণ হিংসা করলে তুমি কখনোই বড় হতে পারবে না।
- মানুষ কখনোই চিন্তা করে সফলতা অর্জন করতে পারে না, তাই সফলতা অর্জন করতে গেলে তোমাকে অবশ্যই পরিশ্রম করতে হবে।
- যখন তুমি সফলতা অর্জন করতে চাইবে, মানুষ তোমাকে সফলতা অর্জন করতে দেবে না, আর যখন তুমি সফলতা অর্জন করে ফেলবে, তখন তোমাকে মানুষ সফলতা থাকতে দিবে না।
- তুমি তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যাও, হয়তোবা তোমার জীবনে অনেক বাধা আসতে পারে, তখন তুমি সেই বাধাগুলোকে অতিক্রম করে আবারো সামনের দিকে এগিয়ে যাও সফল তুমি একদিন হবেই।
- কখনোই তোমার জীবনকে সস্তা করে ফেলো না, যাতে করে সাধারণ মানুষ এসে তোমাকে নিয়ে খেলে চলে যায়।
- একটি মানুষ ভালো পোশাক পড়ার মাধ্যমে বড় হতে পারে না, বড় সেই মানুষটি হয় যে মানুষটির হৃদয় বড়।
- দাবা হোক কিংবা জীবন যে তার জন্য অবশ্যই তোমাকে ধৈর্য ধরতে হবে।
- সত্যিটা এখন প্রমান করতে না পারায়, মানুষ এখন মিথ্যাকেই বিশ্বাস করে ফেলে।
- যে মানুষেরা তোমার উন্নতিতে বাধা সৃষ্টি করে, তাদের সঙ্গে চলার চেয়ে একা চলা অনেক ভালো।
- তুমি যদি জীবনে সুখী হতে চাও, তাহলে তোমাকে যারা ভুলে গেছে তাদেরকেও তুমি ভুলে যাও।
- তুমি যদি চাও রাজার মত বাঁচতে তাহলে প্রথমে দাসের মতো পরিশ্রম করতে থাকো।
- কখনোই আল্লাহর ভরসায় বসে থেকো না, তুমি কি চাচ্ছো আল্লাহ তোমার ভরসায় বসে আছেন।
- নিজেকে সব সময় খুশি রাখা তোমার সবচেয়ে প্রথম দায়িত্ব।
- সামনে এগিয়ে যাওয়ার নামই হল জীবন, ঘুমানো আর খাওয়ার নাম জীবন নয়।
- কোন ব্যক্তির উপর প্রতিশোধ নেওয়ার আনন্দ শুধুমাত্র কয়েকটা দিন।, তবে ক্ষমা করার মতো আনন্দ সারা জীবন।
- কখনোই সুখের নাম জীবন নয়, সব সময় কষ্টকে জয় করে বেঁচে থাকার নামই হল জীবন।
- একটি ভালো মানুষের মধ্যে খারাপ গুণ হলো, সে সব সময় সবকিছুকে নিজের মতো ভালো মনে করেন।
- কখনোই ভিড়ের মধ্যে হাঁটবেন না কারণ তারা নিজেরাই জানেনা তারা কোথায় যাচ্ছে।
- আপনার জীবনের ভয় দূর করতে চাইলে, নিজের উপর আত্মবিশ্বাসটা বাড়িয়ে দিন।
- তুমি যখনই মানুষকে প্রয়োজনের চেয়ে বেশি সুযোগ দিবে। তখনই মানুষ তোমাকে দুর্বল ভাবতে থাকবে।
- যেখানে তোমার কোন মূল্য নেই, সেখান থেকে কষ্ট করে হলেও নিজেকে সরিয়ে ফেলা ভালো হারিয়ে ফেলার পর কাদা ভালো নয়, তাই সময় থাকতে আগলে রাখো।
- জীবনের সবথেকে আসল সুখ হল অন্যকে সুখ দেওয়া, অন্যের সুখ কেড়ে নেওয়া নয়।
- নিজেকে সব সময় সুখে রাখুন, এই দায়িত্বটি অন্য কাউকে দেবেন না আপনি আপনার জীবনে যা করেছেন তাতে যদি ব্যর্থ না হন তবে বুঝবেন আপনি যেটি করেছেন তা সবাই করতে পারে।
- আপনি কখনো নিজেকে দুর্বল হতে দেবেন না, কেননা এই সমাজ দুর্বল মানুষকে জায়গা দেয় না।
- তোমার সম্পর্কে অন্য মানুষেরা কি ভাবলো সেটা বড় বিষয় নয়, তুমি তোমার সম্পর্কে কি ভাবছো সেটাই সবথেকে বড় বিষয়।
বিখ্যাত ব্যক্তিদের উক্তি
আমরা এতক্ষণ জানলাম শিক্ষামূলক উক্তি বিষয়ে। এখন আমরা পোস্টটির এই অংশে জানতে চলেছি বিখ্যাত ব্যক্তিদের উক্তি সম্পর্কে। তাই আপনারা যারা বিখ্যাত ব্যক্তিদের উক্তি পেতে চান, তাদের জন্যই মূলত পোষ্টের এই অংশটুকু।কারণ আমরা কষ্টের এই অংশে বিখ্যাত ব্যক্তিদের উক্তি তুলে ধরার চেষ্টা করেছি।
আবার অনেকেই আছেন যারা এই বিখ্যাত ব্যক্তিদের উক্তি গুলো ফেসবুকে পোস্ট পড়ে থাকেন। তারা এই বিখ্যাত ব্যক্তিদের উক্তিগুলো সংগ্রহ করে ফেসবুকে পোস্ট করতে পারেন। কারণ আপনার পোষ্টের মাধ্যমে বিখ্যাত ব্যক্তিদের উক্তিগুলো পড়ার সুযোগ পাবে এবং বিখ্যাত ব্যক্তিদের উক্তি থেকে কিছু শিখতে পারবে।
বিখ্যাত ব্যক্তিদের উক্তি
- আপনার জীবনের প্রতিটি কাজ করার আগে একবার হলেও নিজেকে জিজ্ঞাসা করুন কাজটি আপনি কেন করবেন।
- সব সময় একটা কথা মনে রেখো আজ তুমি যাকে কাঁদিয়ে হাসছো, ভবিষ্যতে সে হাসবে আর তুমি কাঁদবে।
- আপনি যে কাজটি করছেন তার ওপর মননিবেশ মনে রাখবেন কারণ সূর্যের আলো কখনোই না দেখে পড়ায় না।
- আপনি মনে রাখবেন যে ভালোবাসা না চাইতেও পাওয়া যায়, তার প্রতি কোন প্রকার মোহ থাকে না।
- নিজের জীবনকে ঝুঁকি নিতে শিখুন, না হয় সুযোগ হারিয়ে ফেলো।
- যখন যা করতে হবে তাই করো, যতবার ওই কাজটি করতে হবে ততবারই কর। যতক্ষণ না তুমি যা চাইছো তা সত্যি করতে পারছ।
- তুমি যদি কোন মানুষকে জানতে চাও, তবে তাকে প্রথমে ভালবাসতে শিখো।
- সব কর্ম যত ছোটই হোক না কেন। তা কখনোই বৃথা হতে দিবে না আপনাকে।
- যে ব্যক্তির নিজের উপর বিশ্বাস নেই, সে কখনোই সফল হতে পারবে না।
- যে মানুষ ১০০ বার ফেল হওয়ার পরেও, আবার উঠে দাঁড়ায় সে ব্যক্তি প্রকৃতপক্ষে সফল।
সেরা উক্তি
আমরা এতক্ষণ জানলাম বিখ্যাত ব্যক্তিদের উক্তি বিষয়ে। আমরা এখন পোস্টিং এর অংশে জানতে চলেছি সেরা উক্তি নিয়ে। আপনারা যারা অনেক খোঁজাখুঁজি করছেন সেরা উক্তি নিয়ে তারা পোস্টের এই অংশটুকু মনোযোগ সহকারে পড়ুন।
সেরা উক্তি
- সব সময় সত্য কথা বলে শয়তানকে অপমান কর।
- জীবন হোক কর্মময়, এবং নিরন্তর ছুটে চলা, বিশ্রাম নেওয়ার জন্য তো কবর আছেই।
- সম্পূর্ণ কাজ করার আগে সব কাজে অসম্ভব মনে হয়।
- যদি তুমি স্বপ্ন দেখতে পারো, তাহলে তুমি অবশ্যই সে স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে।
- কোন মানুষই পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি, তাকে হয়তো ধ্বংস করা যায়, কিন্তু কখনোই হারানো যায় না।
- যে ব্যাক্তি তার পিতা মাতাকে সম্মান করে, তার কখনো মৃত্যু নেই।
- চলুন আমরা সকলেই আজকের দিনটাকে উপসর্গ করি, যেন পরের দিন সন্তানেরা উপভোগ করতে পারে।
- হিংসা আর লোভ পরস্পরের নিকট আত্মীয়।
- যখনই আপনি কাউকে মুখে তুলে খাওয়াতে যাবেন, তখনই সে তোমার চোখ উপরে খাবে।
- তুমি যদি খরচ করতে না জানো, তাহলে টাকার থলে থেকে খরচ হবে।
- অলস হল শয়তানের বালিশ।
- অপচয় কারী শয়তানের বড় ভাই।
- বুদ্ধিমান ব্যক্তিরা কখনোই নিজেদের মধ্যে ঝগড়া করে না।
- যে ব্যাক্তি প্রশ্ন করতে লজ্জা পায়, সে কখনোই শিখতে পারেনা।
- তুমি যদি সব সময় অতীত নিয়ে পড়ে থাকো তাহলে বুঝবে তোমার এক চোখ অন্ধ। আবার অতীতকে তুই যদি একেবারে ভুলে যাও তাহলে তোমার দুই চোখেই অন্ধ।
- তুমি কতটা ধীর গতিতে যাচ্ছ সেটা কোন ব্যাপার নয়, না থেমে চলতে থাকো একদিন তুমি জয়ী হবে।
- চোখ সবসময় নিজেকে বিশ্বাস করে কিন্তু গান বিশ্বাস করে অন্য কাউকে।
- প্রথমে নিজেকে বদলাও দেখবে ভাগ্য নিজেই একদিন বদলে গেছে।
- খারাপ কাজ না করে হাত গুটিয়ে বসে থাকাটাই যথেষ্ট।
- যে ব্যক্তির দয়া দেখানোর ক্ষমতা নেই, সে ব্যক্তি ভালোবাসার ক্ষমতা থেকে বঞ্চিত।
পৃথিবীর সেরা উক্তি
আমরা এতক্ষণ জানলাম সেরা উক্তি সম্পর্কে। এখন আমরা পোস্টটির এই অংশ থেকে জানতে চলেছি, পৃথিবীর সেরা উক্তি। তাই আপনি যদি পৃথিবীর সেরা উক্তি নিয়ে জানতে চান। তাহলে অবশ্যই পোস্টটির এই অংশটুকু পড়তে থাকুন।
পৃথিবীর সেরা উক্তি
- দুঃখ সব সময় নিজেই নিজের খেয়াল রাখতে জানে। কিন্তু আনন্দের সবটুকু উপভোগ করতে চাইলে তোমাকে অবশ্যই তা কারো সাথে ভাগ করে নিতে হবে।
- জীবনের প্রত্যেকটি সিঁড়িতে পা রেখে উপরের দিকে ওঠা উচিত। লাফিয়ে উঠলে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে।
- সফল হওয়ার তিনটি শর্ত
- সব সময় অন্যের থেকে বেশি জানুন।
- চেষ্টা করুন অন্যের থেকে বেশি কাজ করা।
- আর সব সময় চেষ্টা করুন অন্যের থেকে কম আশা করার।
- তুমি যদি তোমার জীবনের সর্বোচ্চ স্থান পেতে চাও, তাহলে তুমি তোমার জীবন সর্বনিম্ন স্থান থেকে শুরু করুন।
- তুমি ইচ্ছা করলে দুইটি উপায়ে সফল হতে পারবে
- প্রথমেই লক্ষ্য নির্ধারণ করুন, যেটা তুমি চাও।
- এবং সেই লক্ষ্য অনুযায়ী কাজ করতে থাকোন।
- আহত একজন ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়। আর অপমানিত একজন ব্যক্তি তত সহজে অপমান ভুলে যেতে পারে না।
- ভাগ্য প্রত্যেকটি ব্যক্তির দুয়ারে আসার জন্য অপেক্ষা করে বসে থাকে, তবে নিজ থেকে কখনোই আসে না। তাকে জোর করে আনতে হয়।
- আজ পর্যন্ত পৃথিবীতে এমন কোন ধরনের কাজ নেই যা করলে একটি ব্যক্তির জীবন ব্যর্থ হয়। একটি ব্যক্তির জীবন এতটাই বড় ব্যাপার যে একে ব্যর্থ করা প্রায় অসম্ভব।
- প্রথমেই নিজেকে নিয়ন্ত্রণ করো এরপর অন্যকে কোন শাসন করো। যখনই তুমি নিজে নিয়ন্ত্রিত হবে তখনই তুমি অন্য কেউ নিয়ন্ত্রণ করতে পারবে। সব থেকে বড় কঠিন হলো নিজেকে নিয়ন্ত্রণ করা।
- পৃথিবীতে প্রত্যেকটি ব্যক্তি জিনিয়াস, তবে আপনি যদি একটি মাছকে তার গাছ বেয়ে ওঠার সামর্থের ওপর বিচার করেন তবে সে সারা জীবন নিজেকে শুধু অপরদার্থই ভাববে।
- আমি প্রতিটা মুহূর্তেই শিক্ষার বিরোধিতা করে থাকি, কারণ পরীক্ষা শিক্ষার্থীদের জানার আগ্রহ পেয়ে মেরে ফেলে। তাই শিক্ষার্থীদের জীবনে কোন অবস্থাতেই দুইটির বেশি পরীক্ষা দেওয়া উচিত নয়। সে ক্ষেত্রে আমি হলে শিক্ষার্থীদের জন্য সেমিনারের আয়োজন করতাম। শিক্ষার্থীরা যদি তা মনোযোগ দিয়ে শুনতো তাহলে আমি তাদের ডিপ্লোমা দিয়ে দিতাম।
সাগর ম্যাক্স এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url