কোথায় টিয়া পাখি পাওয়া যায় - টিয়া পাখির বৈশিষ্ট্য

প্রিয় পাঠক, আসসালামু আলাইকুম আজকের এই আর্টিকেলে আপনাদের জন্য আমরা টিয়া পাখির বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। আপনাদের অনেকের মনে প্রশ্ন আসে টিয়া পাখির বৈশিষ্ট্য কি এবং কোথায় টিয়া পাখি পাওয়া যায়?। আজকের এই আর্টিকেলটি পড়লে টিয়া পাখির বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবেন।
কোথায় টিয়া পাখি পাওয়া যায় - টিয়া পাখির বৈশিষ্ট্য
এছাড়াও জানতে পারবেন কোথায় টিয়া পাখি পাওয়া যায়। তাহলে চলুন শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই আর্টিকেলটি পড়ে টিয়া পাখির বৈশিষ্ট্য এবং কোথায় টিয়া পাখি পাওয়া যায় তা জেনে নিই। আপনি যদি টিয়া পাখির বৈশিষ্ট্য সম্পর্কে জানতে চান, তাহলে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন।
পোস্ট সূচিপত্র:

    ভূমিকা | কোথায় টিয়া পাখি পাওয়া যায় | টিয়া পাখির বৈশিষ্ট্য

    আমরা প্রায় সকলেই জানি প্রিয়া একটি সুন্দর পাখি। টিয়া পাখি মানব বস্তির কাছে বড় বড় গাছে বাসা বাধে। বাংলাদেশের টিয়া পাখি পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। অনেকেই টিয়া পাখি পুষে থাকে। বাংলাদেশে প্রচুর পরিমাণে টিয়া পাখি পাওয়া যায়। সারা বিশ্বে নিরক্ষীয় ও উষ্ণ অঞ্চলে এই পাখিটি দেখা যায়। আমরা মূলত এই পোস্টটির মাধ্যমে টিয়া পাখি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করব।
    আশা করি এ পোস্টটি পড়ার মাধ্যমে আপনি টিয়া পাখির বিষয়ে অনেক অজানা তথ্য জানতে পারবেন, এছাড়াও জানতে পারবেন টিয়া পাখির রং কি, কোথায় টিয়া পাখি পাওয়া যায়, টিয়া পাখির বৈশিষ্ট্য, একটি বাচ্চা টিয়া পাখির দাম কত, টিয়া পাখির দাম ২০২৩, সবুজ টিয়া পাখির দাম, চন্দনা টিয়া পাখির দাম কত, হলুদ টিয়া পাখির দাম, টিয়া পাখির শারীরিক গঠন এবং বাংলাদেশের কোন কোন পাখি কথা বলতে পারে, এগুলো সম্পর্কে। তবে চলুন দেরি না করে এই বিষয়গুলো সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জেনে আসার চেষ্টা করি।

    টিয়া পাখির রং কি

    নানান ধরনের টিয়া পাখি রয়েছে। তাই টিয়া পাখির রং বিভিন্ন রকম হতে পারে। সেজন্য আমরা নিচে কিছু টিয়া পাখির রং বিষয়ে আলোচনা করেছি।

    সবুজ টিয়ার রং

    এরা দেখতে মূলত হালকা সবুজ রঙের হয়, যেন পঁচিশ সবুজ পাতার মতো এবং এদের গলায় গোলাপি রঙের রিং থাকে। এছাড়াও ঠোট টকটকে লাল হয়।

    ফুলমাথা টিয়ার রং

    ফুল মাথায় টিয়ার মাথা গোলাপি ও দেহ সবুজ রঙের হয়ে থাকে। এবং বুকের পাখাগুলো হালকা সবুজ রঙের হয়। গলায় কালো বন্ধনী থাকে। এছাড়াও এদের লেব বেশ বড় ও সূচালো হয়।

    মদন টিয়ার রং

    মদনটিয়ার ঠোট লাল রঙের তবে মেয়ে টিয়ার ঠোঁট হয় কালো। এ ধরনের টিয়ার মাথা হয় বাদামি এবং পিঠ সবুজ ও লাল রঙে মিশ্রিত।

    বাসন্তী লটকন টিয়ার রং

    এদের দেহ সবুজ রঙের হয়ে থাকে এবং ঠোঁট হয় লাল। এছাড়াও এদের লেজ অন্য প্রজাতির লেজের চাইতে ছোট হয়ে থাকে।

    লালমাথা টিয়ার রং

    এদের ঠোঁট হয় অনেক লম্বা এবং বাকালো বেশ বড় হয় এরা। এছাড়াও এদের দেহের কিছু অংশ ছাড়া পুরো শরীরটাই সবুজ হয়ে থাকে এবং এর লেজ হয় নীলাভ সবুজ লম্বা সরু।

    চন্দনা টিয়ার রং

    এরা দেখতে অনেক সুন্দর, এদের ঠোট লাল হয়ে থাকে এবং মাথার পিছনের দিক ও পাঠার বিশেষ অংশ মোটা লাল দাগের হয়।

    আপনি কখনোই খাঁচায় বন্দী করে কোন ধরনের টিয়া পুষবেন না। কেননা দেশীয় প্রজাতির যেকোনো টিয়া পাখি খাঁচায় বন্দি করে পোষা আইনত দণ্ডনীয় বড় অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। আশা করি বিষয়টি আপনি বুঝতে পেরেছেন।

    কোথায় টিয়া পাখি পাওয়া যায়

    টিয়া পাখি গুলো প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধিতে বেশ ভূমিকা পালন করে থাকে। এবং টিয়া পাখি গুলো প্রজাতির অতি পরিচিত ও সুদর্শন পাখি হিসেবে পরিচিত সবার কাছে। এছাড়াও টিয়া পাখিগুলো খুব সহজেই পোষ মানে এবং মানুষের মতো কথা বলতে পারে। আমাদের মধ্যে অনেকে আছেন যারা টিয়া পাখি পুষে থাকেন। সবুজ রঙের টিয়া পাখি গুলো বাংলাদেশে প্রচুর পরিমাণে পাওয়া যায়।

    সারা বিশ্বের উচ্চ ও নিরক্ষীয় অঞ্চলে এই পাখিগুলো বেশি চোখে পড়ে। অনেক জীববিজ্ঞানীদের কাছে টিয়া পাখি সিট্টাসিনি হিসাবেও পরিচিত। তাছাড়া সিট্টাসিনি গুলো বিভিন্ন রকমের হয়। বিভিন্ন রকমের সিট্টাসিনিকে (৮৬টি) গনে ও (৭২টি) প্রজাতিতে বিন্যস্ত করা হয়। এবং জীববিদ্যার শ্রেণীকক্ষ অনুযায়ী সিট্টাসিনি সিট্টাসিফরমিস বর্গের অন্তর্ভুক্ত। এছাড়াও তিনটি গোত্রে বিভক্ত সিট্টাসিফরমিস বর্গটি। যেমন- সিট্টাসিডি, স্ট্রিগোপোইডি ও ক্যাকাটুইডি।

    টিয়া পাখিগুলো মূলত দেখতে পাওয়া যায় প্রায় সমগ্র নিরক্ষীয় অঞ্চলজুড়ে, এবং এদের কিছু প্রজাতি রয়েছে যেগুলি নাতিশীতোষ্ণ দক্ষিণ গোলার্ধে বসবাস করে থাকে। এছাড়াও এদেরকে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আমেরিকায় সবচেয়ে বেশি দেখা যায়। টিয়া পাখির মূলত দক্ষিণ এশিয়ার স্থায়ীয় পাখি। কিন্তু আপনি যদি এইসব টিয়া পাখি গুলো কিনতে চান তবে আপনাকে যেতে হবে যেসব দোকানে বিভিন্ন ধরনের পাখি বিক্রয় করে সেখানে। গেলেই আপনি টিয়া পাখি পেয়ে যাবেন। আশা করি বিষয়টি আপনি সুন্দরভাবে বুঝতে পেরেছেন।

    টিয়া পাখির বৈশিষ্ট্য

    টিয়া পাখির বৈশিষ্ট্য হিসেবে বলতে চাই, প্রিয়া প্রজাতির পাখিগুলো অতিপরিচিত ও সুদর্শন হিসেবে সবার কাছে পরিচিত। কেননা টিয়া পাখি গুলো খুব সহজেই পোষ মানে এবং মানুষের মতো কথা বলতে পারে। এবং এরা মূলত, আদ্র পাতাঝরা বন, চা বাগান, বাঁশ বাগান, বসতবাড়ির বাগান, বিভিন্ন নার্সারি, পুরাতন বাড়ি, খোলা বন, বৃক্ষবহুল এলাকা, পাহাড়ি বন, প্রশান্ত পাতার বন, আবাদি জমিতে বিচরণ ও বসবাস করতে পছন্দ করে।

    টিয়া পাখির খাদ্য তালিকায় থাকে, ফুল, ফল, ফলের মিষ্টি রস, বীজ, লতাপাতা, ও পুত্রগুচ্ছ। এছাড়াও তাদের খাদ্য তালিকায় রয়েছে ধানক্ষেতের পাকা ধানও। এবং সবুজ টিয়া পাখির দেহের দৈর্ঘ্য হয়ে থাকে ৪২ সেন্টিমিটার এবং ওজন হয়ে থাকে ১৩০ গ্রাম পর্যন্ত। এর সামান্য কিছু পালক ছাড়া পুরো দেহটাই হয় সবুজ রঙের। ঠোঁটটা হয়ে থাকে টকটকে লাল এবং তার ঠোঁটের নিচের দিকে বাঁকানো ভাব থাকে।

    চোখগুলো হয় হলদে সাদা টাইপের। এছাড়াও ছেলে এবং মেয়ে পাখির গলায় ভিন্ন রঙের দাগ থাকে। যেমন- মেয়ে টিয়া পাখির ঘাড় হয় পান্না সবুজে ঘেরা এবং ছেলে টিয়া পাখির থুতনিতে কাল রেখা দেখা যায় এবং গলা ও ঘাড়ের পিছনে গোলাপী ফাটল বর্ণ দেখা যায়। আশা করি টিয়া পাখির বৈশিষ্ট্য সম্পর্কে একটি সুন্দর ধারণা পেয়েছেন।

    একটি বাচ্চা টিয়া পাখির দাম কত

    আমরা পোস্টটির এ অংশে জানাবো একটি বাচ্চার টিয়া পাখির দাম কত?। আপনি যদি একটি সবুজ টিয়া পাখির বাচ্চা কিনতে চান তাহলে আপনাকে সর্বনিম্ন ১০ হাজার থেকে ১৫ হাজার টাকা বাজেট রাখতে হবে। কিন্তু আপনি যদি কথা বলার বাচ্চাটিয়া পাখি কিনতে চান তাহলে আপনাকে ১৫ হাজার থেকে পঁচিশ হাজার টাকা বাজেট রাখতে হবে। তবেই আপনি আপনার পছন্দ মতন একটি সুন্দর বাচ্চাটিয়া কিনতে পারবেন।

    টিয়া পাখির দাম ২০২৩

    টিয়া পাখির বিভিন্ন রকমের জাত রয়েছে মূলত টিয়া পাখির জাত অনুযায়ী দামটি নির্ধারিত হয়ে থাকে। এখন সারা বাংলাদেশের বাজারে যে সকল বাচ্চা টিয়া পাখি পাওয়া যায়। এবং আপনি যদি টিয়া পাখির বাচ্চা কিনতে চান তবে আপনাকে ২ হাজার টাকা থেকে ৪ হাজার টাকা পর্যন্ত রাখতে হবে। কিন্তু আপনি যদি চান একটু বড় টিয়া পাখি কিনতে তবে আপনাকে ৫ থেকে শুরু করে ১৫ হাজার টাকা পর্যন্ত বাজেট রাখতে হবে।
    কিংবা আপনি যদি চান যেসব টিয়া পাখিগুলো কথা বলতে পারে সেগুলো কিনতে তবে আপনাকে বাজেট রাখতে হবে ১৫ হাজার থেকে ২৫ হাজার টাকা। আপনি যদি এত টাকা বাজেট রাখতে পারেন তাহলে আপনি বিভিন্ন জাতের কথা বলার টিয়া পাখি কিনতে পারবেন। আশা করি টিয়া পাখির দাম ২০২৩ সম্পর্কে একটি বিশেষ ধারণা পেয়েছেন।

    সবুজ টিয়া পাখির দাম

    প্রতিটি মানুষের পছন্দ একই রকম হয় না। একেক ধরনের মানুষের পছন্দ একেক রকমের হয়ে থাকে। আমাদের মধ্যে অনেকে আছেন যাদের পছন্দ সবুজ টিয়া পাখি এবং তারা সবুজ টিয়া পাখি ঘরে লালন পালন করতে খুব ভালোবাসে। কিন্তু কথা হল সবুজ টিয়া পাখির দাম তারা জানে না। এবং তারা অনলাইনে অনেক খোঁজাখুঁজি করে সবুজ টিয়া পাখির দাম সম্পর্কে।

    মূলত আমরা সেজন্যই পোস্টের এই অংশে সবুজ টিয়া পাখির দাম সম্পর্কে জানাবো। আপনি যদি সবুজ টিয়া পাখি কিনতে চান তবে আপনাকে ১২ হাজার টাকা রাখতে হবে। এবং যে টিয়া পাখি গুলো কথা বলতে পারে সেই টিয়া পাখি গুলো যদি আপনি কিনতে চান তাহলে আপনাকে ২৫ হাজার টাকা রাখতে হবে। তাহলে আপনি ভালো জাতের সবুজ টিয়া পাখি কিনতে পারবেন।

    চন্দনা টিয়া পাখির দাম কত

    আমাদের মধ্যে অনেকে আছেন যারা চন্দনা টিয়া পাখি অনেক খোঁজাখুঁজির পরেও খুঁজে পান না। যদিও বা খুঁজে পান তাও অনেকেই চন্দনা পাখির দাম জানে না। আপনি হয়তোবা জানেন না বাংলাদেশে এখন চন্দনা টিয়া পাখি নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু প্রায় দোকানে পোষা পালন করার জন্য কিনতে পাওয়া যায় এই চন্দনা পাখি। তাই আপনি যদি কিনতে চান চন্দনা পাখি তবে আপনাকে সঠিক দাম জানতে হবে আপনি যদি চন্দনা পাখির সঠিক দাম জানেন তবে কোন দোকানদার আপনাকে কেউ ঠকাতে পারবে না।

    সেজন্যই মূলত আমরা এখন আপনাকে চন্দনা পাঠিয়ে সঠিক দামটি জানানোর চেষ্টা করব। আপনি যদি চন্দনা পাখি বাচ্চা কিনতে চান তবে আপনাকে ৪ হাজার থেকে ৬ হাজার টাকা বাজেট হিসাবে রাখতে হবে। কিন্তু আপনি যদি বড় চন্দনা পাখি যেমন যেসব চন্দনা পাখির কথা বলতে পারে সেগুলো কিনতে চান তবে আপনাকে ৮ হাজার থেকে ১২ হাজার টাকা বাজেট হিসাবে রাখতে হবে। তবেই আপনি একটি সুন্দর চন্দনা পাখি কিনতে পারবেন।

    হলুদ টিয়া পাখির দাম

    আপনারা যারা হলুদ টিয়া পাখি কিনতে চান এবং এই হলুদ টিয়া পাখি লালন পালন করতে চান। কিন্তু আপনি সঠিক দাম না জানার কারণে কিনতে পারছেন না। তাদেরকে আমরা পোস্টটির এই অংশে হলুদ টিয়া পাখির সঠিক দাম জানানোর চেষ্টা করব। বাংলাদেশে অনেক দোকানে হলুদ টিয়া পাখি পাওয়া যায়, কিন্তু দোকানদারেরা লাভবান হওয়ার জন্য অনেক বেশি দাম চায় কাস্টমারের কাছে। তাই আপনি যেন দোকানদারের কাছে প্রতারিত না হোন সেজন্য আপনাকে সঠিক দামটি জানাবো।

    হলুদ টিয়া পাখির সঠিক দামটি হল, সর্বনিম্ন ১২ হাজার থেকে ১৫ হাজার টাকা আপনাকে রাখতে হবে। আপনি যদি হলুদ টিয়া পাখি কিনতে চান। এবং আপনি যদি একটু বড় হলেও তো টিয়া পাখির বাচ্চা কিনতে চান, তবে আপনাকে ১৫ হাজার থেকে ২১, ২২ হাজার টাকা রাখতে হবে। এছাড়াও আপনি যদি চান বড় যাদের হলুদ টিয়া পাখি কিনতে তাহলে আপনাকে ২৫ হাজার থেকে ৩৫ হাজার টাকা রাখতে হবে। আবার অনেক সময় আছে যেগুলোর দাম ৪০ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে।

    টিয়া পাখির শারীরিক গঠন

    টিয়া পাখির শারীরিক গঠন হলো যেমনঃ টিয়া পাখির দেহের দৈর্ঘ্য ৪২ সেন্টিমিটার, এবং ১৩০ গ্রাম ওজন হয়ে থাকে (টিয়া পাখির বয়স অনুযায়ী ওজন কম বেশি হতে পারে)। এছাড়াও টিয়া পাখির শারীরিক গঠন হলো, সামান্য কিছু পালক ছাড়া পুরো শরীর সবুজ হয় এবং ঠোট হয় টকটকে লাল এবং নিচের দিকে বড়শির মত বাঁকানো হয়ে থাকে। আর দুটো চোখ হয় সাদা-হলদে।

    বাংলাদেশের কোন কোন পাখি কথা বলতে পারে

    যেগুলো পাখি কথা বলতে পারে। সেই পাখিগুলোকে আমরা সকলেই একটু বেশিই পছন্দ করি। কেননা আমরা যখন কথা বলার পাখিগুলো বাসায় পোষ মানায়, তখন কেউ বাসায় এলে পাখিগুলো সুন্দরভাবে কথা বলে। সেজন্যই মূলত আমরা কথা বলার বাকিগুলোকে একটু বেশি পছন্দ করে থাকে। তাই আমরা পোস্টের এই অংশে জানব বাংলাদেশের কোন কোন পাখি কথা বলতে পারে সেগুলো সম্পর্কে।

    বাংলাদেশের যে সকল পাখিগুলো কথা বলতে পারে
    • শালিক
    • ময়না
    • তোতা
    • ককাটেল
    • টিয়া
    • এছাড়াও টিয়া প্রজাতির বিভিন্ন পাখি রয়েছে সেগুলো কথা বলতে পারে।
    কিন্তু আমাদের মধ্যে অনেকে আছেন যারা জানতে চান দ্রুত পোষ মানে এবং কথা বলতে শিখবে সেই পাখিগুলোর নাম জানতে, তাদের ক্ষেত্রে আমরা বলব তোতা, টিয়া এবং ময়না।কেননা এই তিনটি পাখি খুব দ্রুত পোষ মানে এবং কথা বলতে পারে। আশা করি আপনি এই বিষয়টি সুন্দরভাবে বুঝতে পেরেছেন।

    শেষ কথা | টিয়া পাখির বৈশিষ্ট্য | কোথায় টিয়া পাখি পাওয়া যায়

    প্রিয় পাঠকগণ, আজকের এই আর্টিকেলে টিয়া পাখির রং কি, কোথায় টিয়া পাখি পাওয়া যায়, টিয়া পাখির বৈশিষ্ট্য, একটি বাচ্চা টিয়া পাখির দাম কত, টিয়া পাখির দাম ২০২৩, সবুজ টিয়া পাখির দাম, চন্দনা টিয়া পাখির দাম কত, হলুদ টিয়া পাখির দাম, টিয়া পাখির শারীরিক গঠন এবং বাংলাদেশের কোন কোন পাখি কথা বলতে পারে? এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করা হয়েছে। যেহেতু আমরা সকলেই টিয়া পাখি খুবই পছন্দ করি, সেহেতু অবশ্যই আমাদেরকে উক্ত বিষয়গুলো সম্পর্কে জেনে রাখা উচিত।
    এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি এই পোস্টটি আপনার অনেক উপকারে আসবে। এই ধরনের গুরুত্বপূর্ণ এবং তথ্যমূলক আঁটিকেল পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইট ফলো করুন। কারন আমরা নিয়মিত আমাদের ওয়েবসাইটে এই ধরনের আর্টিকেল পাবলিশ করে থাকি। দোয়া করি আপনি ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।

    এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

    পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
    এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন

    সাগর ম্যাক্স এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

    comment url