কিভাবে মেয়ে পটাবো - প্রথম ডেটে মেয়ে পটানোর উপায়

গ্যাস্ট্রিক হলে কি কি খাওয়া যাবে নাপ্রিয় বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানতে চাচ্ছেন কিভাবে মেয়ে পটাবো এবং প্রথম ডেটে মেয়ে পটানোর উপায় সম্পর্কে। তাহলে বন্ধুরা আপনারা সঠিক জায়গাতেই এসেছেন কারণ আমরা সুন্দরভাবে এই আর্টিকেলের মাধ্যমে আলোচনা করেছি কিভাবে মেয়ে পটাবো এবং প্রথম ডেটে মেয়ে পটানোর উপায়। আমাদের সবার জীবনেই প্রেম আছে, ভালোবাসা আছে অনুভূতি আছে এবং সেই প্রেম ভালোবাসা অনুভূতির জন্য কোন মেয়েকে পছন্দ করলে কিন্তু সহজে পটানো যায় না। এরকম সমস্যা বেশিরভাগ ছেলেদের ক্ষেত্রে হয়ে থাকে। পছন্দের মেয়েটিকে পটানোর জন্য সে যথেষ্ট চেষ্টা করে এবং কোন কিছুর পন্থী রাখে না।
কিভাবে মেয়ে পটাবো - প্রথম ডেটে মেয়ে পটানোর উপায়
তারপরও একটা সময় গিয়ে দেখে প্রেম হচ্ছে না বা কোন ফলাফলের ঝুড়ি হয় ফাকা। তবে চিন্তার কোন কারণ নেই। সমস্যা যখন আপনার জীবনে রয়েছে। তেমনি রয়েছে সমাধানের কিছু উপায়। সহজে মেয়ে পটানোর এমন কিছু অজানা তথ্য বা উপায় আপনাদের সাথে এখন আমরা শেয়ার করতে যাচ্ছি, তবে চলুন জেনে নেয়া যাক কোন মেয়েকে পটানোর জন্য বা খ্রিস্ট করার জন্য সহজ কিছু টিপস বা পদ্ধতি-একটা কথা মন প্রাণ দিয়ে বিশ্বাস রাখবেন মেয়ে আপনি অবশ্যই পটাতে পারবেন। তাহলে চলুন দেরি না করে আমরা ঝটপট জেনে আসি কিভাবে মেয়ে পটাবো এবং প্রথম রেটে মেয়ে পটানোর উপায় সম্পর্কে।
পোস্ট সূচীপত্রঃ

কিভাবে একজন মেয়েকে পটানো যায়

কোন মেয়েকে পটানোর আগে আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে বা ভাবতে হবে যে কিভাবে তাকে আপনার প্রতি আকৃষ্ট করে তোলা যায়। মেয়েটি আপনার প্রতি আকৃষ্ট না হলে তাকে পটানো প্রায় অসম্ভব। তার জন্য আগে বুঝে নিতে হবে মেয়েটির পছন্দ গুলো কি কি সে অনুযায়ী চেষ্টা করতে থাকলে। সফল আপনি একদিন না একদিন হবেন।

প্রথমেই পছন্দের কথা না বলে বা প্রপূজাল না করে। অবশ্যই তার সঙ্গে সুন্দর ভঙ্গিতে কথা বলার চেষ্টা করতে করুন। শুরুতেই মেয়েটির সঙ্গে যেকোনো বিষয়ে তিন থেকে চার মিনিট কথা বলার চেষ্টা করুন।তারপর আস্তে আস্তে কথা বলার সময় বাড়াতে থাকুন। আপনি আপনার যেকোন পর্যায়ে বা পরিস্থিতিতেই থাকুন না কেন যদি কোন মেয়েকে নিজের প্রতি আকৃষ্ট করতে চান তাহলে অবশ্যই মেয়ের সামনে আপনাকে একটু গোছালো অবস্থায় থাকতে হবে।

এবং মেয়েটির সঙ্গে কথা বলার সময় উচ্চস্বরে কথা বলবেন না বা চেঁচামেচি করবেন না। কারণ আমাদের সমাজে কোন রাগই বা বদ মেজাজি মানুষকে কেউই পছন্দ করেন না। তাই সেই মেয়েটির সামনে নিজেকে একটু সামলানোর চেষ্টা করুন। নিজেকে শান্ত রাখুন, তবে শান্ত রাখার মানে এই নয় যে সবার থেকে আলাদা থাকাকে বোঝায়। সবার সাথে মিলে মিশে থেকেও নিজেকে শান্ত রাখার চেষ্টা করবেন তাহলে দেখবেন সবকিছু নিজের কন্ট্রোলে থাকবে।

মেয়ে পটানোর কৌশল

আমাদের মধ্যে অনেকে আছে যারা মেয়েদের সাথে কথা বলতে লজ্জা পেয়ে থাকে। আবার কেউ কেউ মেয়েদের সাথে কথা বলতে গিয়ে ভাবেন সে কি মনে করবে। তাছাড়া কি বলতে গিয়ে কি বলে ফেলবো, এত চিন্তার কিছু নেই। কয়েকটি সহজ উপায় আপনি বিষয়গুলোকে অনেক সহজ করে তুলতে পারেন।
  • প্রথমে আপনি মেয়েটির দিকে তাকিয়ে থাকার চেষ্টা করুন। যখন মেয়েটি আপনার দিকে তাকাবে তখন আপনি একটা সুন্দর হাসি দিয়ে মাথাটা নিচের দিকে পড়ে মুখটা ঘুরিয়ে নিতে পারেন। তাতে করে হাসিটা যেন আবার বকাটে হাসি না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখুন। কিছুদিনের মধ্যে মেয়েটি ইমপ্রেস হয়ে যাবে।
  • মেয়েটির সাথে সব সময় যখনই পারেন মিষ্টি মিষ্টি কথা বলুন। বেশি বেশি করে ওর কথা শুনুঅ।কিন্তু প্রথমের দিকেই প্রপোজাল করার চেষ্টা করবেন না, যখন মনে হবে মেয়েটির আপনার প্রতি একটা আকর্ষণ কাজ করছে তখন ভালো কোন জায়গায় গিয়ে রোমান্টিক ভাবে প্রপোজ করতে পারেন।
  • মেয়েটি যদি আপনাকে প্রথম থেকেই জানে তাহলে ওর সামনে ভালো ছেলে হয়ে থাকার চেষ্টা করুন। যদিও মেয়েটি আপনাকে পছন্দ না করে তাহলে কখনোই চিন্তা করবেন না। মেয়েটিকে সাহায্য করার জন্য সব সময় তৈরি থাকুন। আগে যদি মেয়েটি আপনাকে না বলে তাহলে এমন করে থাকবেন যেন মনে হয় আপনি তাকে প্রচন্ড পছন্দ করেন বা ভালবাসেন।
  • কোন মেয়ের সাথে যদি প্রেম করতে চান তাহলে প্রথমে তার দিকে এমন ভাবে তাকাবেন যাতে মেয়েটি বুঝতে পারে যে আপনি তাকে অনেক পছন্দ করেন। এবং যে মেয়েটিকে আপনি পছন্দ করেন তার সাথে যদি হঠাৎ করে কোন জায়গায় দেখা হয়ে যায় তাহলে অবশ্যই আপনি এমন কথা বলুন যেন মনে হয় আপনি তার কথায় সব সময় ভাবেন। আপনি যাকে পছন্দ করেছেন সেই মেয়েটির সামনে তার বন্ধুদের প্রশংসা করুন।
  • মেয়েরা সব সময় তাদের চুলের প্রশংসা শুনতে খুব পছন্দ করে। তাই তাদের চুলের প্রশংসা করুন। মেয়েরা সেই ছেড়েদেরই পছন্দ করে বেশি যারা সব সময় খোলা মনে কথা বলে। তাই কখনো মেয়েদের সামনে লাজুক ছেলে হওয়ার চেষ্টা করবেন না। যদি কোন মেয়েকে ভালো লেগে যাই তাহলে তাকে ইমপ্রেস করার চেষ্টা করুন। যখন বুঝতে পারবে এবং আপনার দিকে তাকাবে তখন আপনি মেয়েটির দিকে আর তাকাবেন না।

কিভাবে মেয়ে পটাবো

কেমন ধরনের মেয়ে আপনি পটাতে চান এগুলোর কিছু টিপস নিচে উল্লেখ করা হল

মেয়েটা যদি হয় প্রাইমারি স্কুলের

তাহলে বলতে পারেন বাবু তুমি যদি আরেকটু বড় হতে তাহলে তোমার সাথে আমি প্রেম করতাম। এখন তো তোমার সাথে আমার যায় না-(এই ডায়লগটা ব্যবহার করলে মেয়ে প্রথমে তাড়াতাড়ি বড় হয়ে যেতে চাইবে না হয় সে বড় হয়েছে তা প্রমাণ করার জন্য আপনাকে উল্টা প্রপোজ করতে পারে।

মেয়েটা যদি হয় মাধ্যমিক স্কুলের

তখন বলতে পারেন এই মেয়ে তোমার নাম কি বাড়ি কোথায় আজ থেকে প্রায় দুই বছর আগে তোমায় দেখেছিলাম একটা বাচ্চা। আজ তুমি তোমায় দেখে মনে হয় তুমি অনেক বড় হয়ে গেছো। এবং আরো দুই একটা ডায়লগ ব্যবহার করতে পারেন কিন্তু মেয়েকে প্রপোজ করা যাবে না একটা গোলাপ দিবেন আর একটা কাগজে আপনার নাম্বারটা দিবেন তাহলে পটে যেতে পারে।

যদি হয় কলেজ লেভেলের

কম করে হলেও এক সপ্তাহ মেয়ের পিছন পিছন ঘোরা প্রয়োজন। তাই বলে কোন প্রকার ইভটিজিং বা মেয়ের সাথে খারাপ আচরণ করা যাবে না। লাগাতার সাত দিন পিছন পিছন ঘুরে একদিন হুট করে উধাও হয়ে যাবে, দেখবেন মেয়ে আপনাকে মিস করতে লাগছে। ২-৪ দিন পর যদি পারেন এসে তার বান্ধবীর মাধ্যমে একটা লাভ লেটার আর ফোন নাম্বারটা পাঠিয়ে দিবেন।

যে মেয়েটা পটে যেতে পারে, তবে হা মেয়ে পটানোর আগে মেয়ের বান্ধবীকে অবশ্যই আপনার বিষয়ে পজেটিভ ধারণা ঢুকিয়ে দিবেন। মেয়ের বান্ধবী রাজি থাকলে মেয়ে পটে যাবে সেটা একদম নিশ্চিত থাকেন ১০০%।

মেয়েটা যদি হয় বিশ্ববিদ্যালয়ের

সেক্ষেত্রে মেয়ের পিছনে কম হলেও এক মাস থেকে দুই মাস ধরতে হবে। হুট করে প্রপোজ করে দিবেন তো মার খেয়েও যেতে পারেন। মেয়েটা কে প্রথমে বিয়ের স্বপ্ন দেখানোর চেষ্টা করতে হবে। মেয়েকে পুরো এক মাস যাবত চোখে চোখে রাখতে হবে। মেয়েটা আপনাকে তাড়িয়ে দিলেও আপনি নাছোড়বান্দার মতো লেগে থাকবেন। তাহলে ফল পেতে পারেন। তবে আবার ভুলেও মেয়েটার বান্ধবীর মাধ্যমে প্রপোজাল পাঠানোর চেষ্টা করবেন না তাহলে সব খেল খতম।

মেয়েটা যদি হয় আপনার সিনিয়র

সে ক্ষেত্রে সর্বদাই ভক্তি দেখাবেন। এক্ষেত্রে ভুলেও প্রপোজ করবেন না। সব সময় সম্মান আর আদরের সহিত কথাবাত্রা বলবেন।। অন্য কোন সময় সুযোগ পেলে রিস্কায় পড়ে কোন জায়গা বা কোন রেস্টুরেন্টে, অথবা কোন পার্কে নিয়ে ভালো মতো নাস্তা করাবেন। মেয়েটাও আপনাকে প্রোপোজ করবে না আর আপনিও তাকে প্রপোজ করবেন না। তবুও একটা সময় গিয়ে দেখবেন আপনাদের ভিতরে প্রেম প্রেম কিছু একটা হয়ে গেছে।

যে মেয়েগুলোকে পটানো সবচেয়ে বেশি কঠিন

প্রেম থেকে ছ্যাকা খাওয়া মেঘগুলো বা এই ধরনের মেয়েকে সহজে পটানো যায় না। মাসের পর মাস বছরের পর বছর সাধনা করতে হয় তাহলেই হয়তো পটার সম্ভাবনা কিছুটা থাকে। আর না হয় কোন চান্সই নাই।

যেভাবে প্রোপোজ করবেন না

চিঠি হাতে দিয়ে তুমি আমাকে ভালোবাসো কিনা এরকম টাইপের প্রশ্ন সরাসরি মোটেও করা যাবে না। সে ক্ষেত্রে মেয়েটি যদিও আপনাকে মনে মনে পছন্দ করে থাকতো তবুও আপনাকে রিজেক্ট করে দেবে।

রাস্তাঘাটে মেয়ে পটানোর উপায়

অচেনা মেয়েকে কি ভাবে পটাবো বা পটানো যায় যদি কেউ বলে তাহলে আমরা সর্বপ্রথম বলবো ভাবমূর্তি বোঝাটা একান্তর প্রয়োজন। আপনার শুধুমাত্র একটা মেয়েকে পছন্দ হলেই হবে না সেই মেয়ের ও আপনাকে পছন্দ করতে হবে। তাই মেয়ের ভাবমূর্তি বুঝতে হবে। সেই মেয়েটি আপনার প্রতি কতটুকু আগ্রহ দেখাচ্ছে সেটার উপর নির্ভর করবে।

আপনার যদি কোন মেয়েকে অনেক পছন্দ হয়ে যায় কিন্তু তার দিকে তাকানোর পরে বিরক্তি ভাব দেখায় বা তেমন একটা কোন আগ্রহ না দেখালে তাহলে আমার মতে বেশি দূর না আগানোই ভালো হবে আপনার জন্য। আর যদি বিষয়টা স্বাভাবিক থাকে তাহলে অবশ্যই আপনি চেষ্টা করে দেখতে পারেন।

মেয়ে পটানোর মিষ্টি কথা এসএমএস

আমাদের সবার জীবনে ভালো একজন সঙ্গী পেতে কে না চায়। অনেক মানুষ আছে শুধু সাহসের অভাবে পছন্দের মানুষটাকে ভালোবাসার কথাটুকুও বলতে পারেনা আবার অনেকে আছে ভালোবাসার কথা জানিয়ে দেওয়ার পরেও ব্যর্থ হয়ে গেছে। ভালোবাসার কথা যদি মুখে বলতে না পারেন তাহলে মাধ্যম হিসেবে আমাদের প্রিয় বন্ধু এসএমএস বা মেসেজ তো আছে।

আপনার পছন্দের মানুষটাকে ইমপ্রেস করতে হলে মেয়ে পটানোর এসএমএস বা মেসেজ রোমান্টিক স্ট্যাটাস একটি কার্যকারী মাধ্যম হতে পারে।রোমান্টিক মেসেজ এবং মেয়ে পটানোর এসএমএস নিয়ে আজকের পোস্টটি আমরা সাজিয়েছি। আশা করি, মেয়ে পটানোর মেসেজগুলো আপনার কাছে অনেক ভালো লাগবে।
  • মেয়ে পটানোর মেসেজ '১'
খুঁজে দেখো হৃদয় মাঝে, আমি আছি স্বপ্নের সাজে

তোমার ওই চোখের পাতায়, হাজার স্বপ্ন এসে দাঁড়ায়

সুখের সেই স্বপ্নের মাঝে সব সময় পাবে তুমি আমায়।
  • মেয়ে পটানোর মেসেজ '২'
ভালোবাসা মানে তার কাছ থেকে কিছু আশা না করা,

বরং ভালোবাসা মানে, যেকোন মূল্যে তাকেই কিছু দেওয়া

ভালোবাসা মানে একজনে প্রতি অন্যজনের আকর্ষণ,

যাকে সে নিজের সুখে বা দুখে পাশে পাওয়া।
  • মেয়ে পটানোর মেসেজ '৩'
চুপিচুপি বলি তোমায়, আমায় ছেড়ে যেওনা কোথাও

আছো তুমি আমার হৃদয়ের একদম গহীন বনে,

তোমায় ছাড়া আমি বাঁচতে পারব না এই ভুবনে।
  • মেয়ে পটানোর মেসেজ '৪'
ভালোবাসা মানে হল একজনের সব দোষ গুলো জেনে যাওয়া,

সেগুলোর জন্য তাকে আরো বেশি করে ভালোবাসা।
  • মেয়ে পটানোর মেসেজ '৫'
ভালোবাসা চাঁদের মতো সত্য,

শিশির ভেজা ফুলের মত পবিত্র।

কিন্তু সময়ের কাছে পরাজিত,

বাস্তবতার কাছে অবহেলিত।
  • মেয়ে পটানোর মেসেজ '৬'
সত্তিকারের ভালোবাসা জীবনে একবারই হয়।

কোন সময়, কোন জায়গায়, কার সাথে,

কিভাবে হয় তা কখনো কেউ বলতে পারেনা।

হয়তো আমিও তোমাকে ভালোবেসে ফেললাম।

ফোনে কথা বলে মেয়ে পটানোর উপায়

মোবাইলে মেয়ে পটানোর জন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে তা হল আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির মোবাইল নাম্বার সংগ্রহ করা। আপনি বিভিন্নভাবে তার নাম্বার পেতে পারেন। সে যদি আপনার পরিচিত হয় তাহলে আপনার অন্য কোন আত্মীয় স্বজনের মাধ্যমে নাম্বারটি নিতে পারেন। এছাড়া এমনও হতে পারে সে আপনার বোনের বান্ধবী। সেক্ষেত্রে আপনার বোনের মাধ্যমে নাম্বারটি সংগ্রহ করে নিতে পারেন।

আমরা সবাই ফোনে কথা বলার মাধ্যম দিয়ে মেয়ে পটানোর চেষ্টা করে থাকি। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা ব্যর্থ হয়ে যায়। কেননা একটি মেয়ের সাথে কথা বলার মাধ্যম গুলো আমাদের জানা থাকে না।কিভাবে কথা শুরু করব কেমন ভাবে কথা বলব সেটা আমরা খুঁজে পাই না।

এমনকি একটা মেয়ের সাথে একটানা বেশি ফোন কথা বলতে পারে না। আমাদের মাঝে প্রেম করার স্বপ্ন আছে কিন্তু সাধ্য নেই। তাই ফোনে কথা বলে মেয়ে পটানোর উপায় গুলি আপনাদের সাথে শেয়ার করলাম।

একটি মেয়ের সাথে কথা বলার সময় অবশ্যই আপনার চেয়ে তার কথা বেশি শোনার চেষ্টা করুন।ফোনে কথা বলার মাধ্যমে তার বিষয়গুলি জানার চেষ্টা করুন।বেশি বেশি করে তার প্রশংসা করতে পারেন। মেয়েরা তার নিজের প্রশংসা শুনতে অনেক ভালোবাসে।হাসি হাসি মুখ নিয়ে কথা বলুন।

মেয়ে পটানোর লাভ লেটার

আমার প্রিয়তমা,
আমি তোমাকে অনেক ভালোবাসি। সব সময় শুধু তোমার কথাই মনে পড়ে যায়, প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত, তোমাকেই ভাবি। তোমার ভাবনায় ডুবে থাকি আমি সারাক্ষণ। তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত কাটাতে পারি না, তুমি আপন করে নাও, আমার এই ভালোবাসা।

প্রিয়তমা, তুমি বিহনে আমার জীবনে কষ্টগুলো এত বিশাল যা সহ করা যায় না। কিছু ব্যথা এত অসীম যাবো কে চেপে রাখা যায় না। তুমি আমার এতটাই আপনজন যে, তোমাকে ভুলে থাকা প্রায় অসম্ভব।সেই মানুষটাই হলো তুমি, তোমাকে আমি কখনো ভুলে থাকতে পারবো না।

প্রিয়তমা, সেই দিনই আমার মনে তোমার জন্য ভালোবাসা জেগে ছিল, যেদিন তোমায় আমি প্রথম দেখেছি। তোমার ওই মায়াবী চোখ দেখে, আমি প্রথম দেখাতে তোমার প্রেমে পড়ে গেছি। তাই এখন যেদিকে তাকাই সেদিকে শুধু তোমাকে দেখতে পাই। এক মুহূর্তের জন্য আমি তোমাকে ভুলে থাকতে পারি না। তুমি হয়তো ভাববে আমি পাগল।

হা আমি পাগল, শুধু তোমার জন্যই আমি পাগল। তোমার আশায় পথ চেয়ে থাকবো আমি বসে। আমার এই জীবন করবো আলোকিত তোমায় ভালোবেসে। ফেলে দিও না আমার এই চিঠি, সাদা কাগজ ভেবে।তোমার বুকের মধ্যে ঠাই দিও, আপন মানুষ ভেবে।
ইতি তোমার 'নাম'

প্রথম ডেটে মেয়ে পটানোর উপায়

ভালোবাসা সবার জীবনেই আসে। ভালোবাসা হলো পবিত্র একটি অনুভূতি আর একাকীত্ব জীবনের সকলকেই তাড়া করে বেড়ায়, বেশিরভাগ পুরুষের জীবনে নারীর অভাব স্পষ্ট থেকে স্পষ্টতর। তাই নারী পারে তাকে ভালোবাসার জোয়ারে ভাসিয়ে নিয়ে যেতে। পুরুষেরা ভালবাসার কাঙ্গাল হয়, তাই পুরুষ জীবনে নারীদের প্রয়োজনে তা লক্ষণীয়।

কোথায় আছে পুরুষদের সাফল্যের পেছনে নারীর অবদান অনেকটাই বেশি, কিন্তু জীবনের নারীর আগমন না ঘটলে সাফল্য হবে কি করে-তাই মেয়ে পটানোর কিছু সহজ উপায় আপনাদের কাছে উপস্থাপন করলাম
  • কোন মেয়ের সাথে প্রথম দেখায় বেশি খোলা খুলি হতে যাবেন না। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কথা বলবেন না, হলে মেয়েটি আপনাকে বাচাল প্রকৃতির ভাবতে পারে, আর মেয়েরা বেশি কথা বলা পছন্দ করেনা, তাই বেশিরভাগ সময় শ্রোতা হিসেবে নিজের ভাবমূর্তি ধরে রাখুন। কিন্তু যদি দেখেন মেয়েটি কিছুই বলছে না তাহলে প্রথম ধাপ দিতে আপনি না হয় পা দিন।
  • কথা বলতে বলতে মাঝে মাঝে তার প্রশংসা করতে থাকুন, কিন্তু হা মনে রাখবেন সেটি যেন যুক্তিযত হয়, মেয়েটির যেই গুনটি আছে সেটি নিয়ে প্রশংসা করুন, অতিরিক্ত কোন কিছু নিয়ে প্রশংসা করবেন না। কারণ অনেক মেয়ে আছে যারা অযথা মিথ্যা প্রশংসা পছন্দ করে না। তাই এক্ষেত্রে সাবধানে পা বাড়াতে হবে।
  • প্রথম দেখাতেই ছোট কিছু উপহার দিতে পারেন, কারণ মেয়েরা দামে উপহারের থেকেও বেশি সময়, গুরুত্বকে মূল্য দেয়। কোন দামে উপহার দিয়ে তাকে প্রস্তুত কর পরিস্থিতিতে ফেলবেন না। ছোট উপহারের মধ্যে বেস্ট হচ্ছে একগুচ্ছ গোলাপ।
  • একটু অগোছালো প্রকৃতির ছেলেকে ভালোবাসে, তাই আপনি মিস্টার পারফেক্ট সন এটা জাহির করলেই হবে সর্বনাশ। তাই বলে একদম ছেঁড়াফাটা জামা পড়ে চলে যাবেন বিষয়টা আসলে সেটা না। সুভাষ যুক্ত মন মাতানো পারফিউম মেখে যাবেন। জামা কাপড়ের মধ্যে যেন একটু আভিজত ও রুচিসম্পন্ন তার ছোঁয়া থাকে। কারণ কথায় আছে ফার্স্ট ইম্প্রেশন ইজ দা লাস্ট ইম্প্রেশন।

অপরিচিত মেয়ে পটানোর সহজ উপায়

অচেনা বা অপরিচিত মেয়েকে পটানোর সহজ কিছু উপায় আছে। অচেনা মেয়েকে পটানোর জন্য কিছু কৌশল জানা জরুরি, যে কৌশল গুলি অনুসরণ করার মাধ্যমে অচেনা মেয়ে পটাতে সহজ হয়।রাস্তাঘাটে বা কোন অনুষ্ঠানে প্রথম মেয়ের সাথে আমাদের দেখা হয়ে থাকে। এবং প্রথম দেখায় ভালো লেগে যায়, কিন্তু ভালো লাগার কথা প্রকাশ করতে আমরা কেউই পারি না বা কিভাবে প্রকাশ করব সেটাও জানি না।

আর কোন চিন্তার কারণ নেই আপনার যদি এরকম রাস্তার কোন মেয়েকে বা কোন অনুষ্ঠানে কাউকে ভালো লেগে থাকে তাহলে কিভাবে ভালোলাগার কথা প্রকাশ করতে হবে সেই কৌশল আজকে জানানোর চেষ্টা করব।
  • তার ভাবমূর্তি বোঝার চেষ্টা করুন
  • চোখের দিকে তাকিয়ে থাকুন
  • সবসময় তার আশেপাশে থাকার চেষ্টা করুন
  • মাঝেমধ্যে মুচকি হাসি দিন
  • এবং কিছুটা সময় চোখের দিকে তাকিয়ে থাকুন
  • সরাসরি কথা বলার চেষ্টা করুন
আরো পড়ুন: ফ্রি টাকা ইনকাম

শেষ কথা | কিভাবে মেয়ে পটাবো | প্রথম ডেটে মেয়ে পটানোর উপায়

প্রিয় পাঠক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি এই পোস্টটি আপনি মনোযোগ সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন। তাই এরকম বিভিন্ন রকমের নতুন নতুন ব্লক পোস্ট পেতে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সাগর ম্যাক্স এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url