শীতকালে কি কি ফুল চাষ করা যায় - শীতকালে ফুল চাষ করার পদ্ধতি
শীতকালে কি কি ফুল চাষ করা যায় এবং শীতকালে ফুল চাষ করার পদ্ধতি। আপনি কি জানতে চান? শীতকালে কি কি ফুল চাষ করা যায় এবং শীতকালে ফুল চাষ করার পদ্ধতি এ বিষয়গুলো সম্পর্কে আমরা এখন আলোচনা করার চেষ্টা করব। তাই আপনি যদি আর্টিকেলটি সম্পন্ন পড়েন তাহলে বিস্তারিত ভাবে জানতে পারবেন শীতকালে কি কি ফুল চাষ করা যায় এবং শীতকালে ফুল চাষ করার পদ্ধতি সম্পর্কে।
শীতকালে অনেক সুন্দর সুন্দর ফুল চাষ করা যায় এবং শুধু তাই নয় শীতকালে গোলাপ ফুলও ফুটে থাকে। সেজন্য আমাদের প্রত্যেকেরই জানা উচিত শীতকালে কি কি ফুল চাষ করা যায় এবং শীতকালে ফুল চাষ করার পদ্ধতি বিষয়ে। তো চলুন বন্ধুরা আর দেরি না করে আমরা জেনে নেওয়ার চেষ্টা করি শীতকালে কি কি ফুল চাষ করা যায় এবং শীতকালে ফুল চাষ করার পদ্ধতি সম্পর্কে।
পোস্ট সূচিপত্রঃশীতকালে কি কি ফুল চাষ করা যায় - শীতকালে ফুল চাষ করার পদ্ধতি
ভূমিকা | শীতকালে কি কি ফুল চাষ করা যায় | শীতকালে ফুল চাষ করার পদ্ধতি
বন্ধুরা শীত প্রায় চলে এসেছে, এখন আমরা বিভিন্ন ধরনের ফুল দেখতে পাবো যে সকল ফুলের নাম পর্যন্ত আমরা জানিনা অনেকেই। তবে বাংলাদেশের বিভিন্ন জনপ্রিয় ফুল রয়েছে সেগুলো শীতকালীন সময়ে দেখা যায়। শুধু তাই নয় অনেকেই জানতে চাই এ ফুলগুলো আমরা কিভাবে চাষ করবো।
সেজন্যই মূলত আমরা এই আর্টিকেল এর মাধ্যমে আপনাদের কে জানানোর চেষ্টা করব শীতকালে কি কি ফুল চাষ করা যায় এবং শীতকালে ফুল চাষ করার পদ্ধতি সম্পর্কে। আপনারা যদি আমাদের এই আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়েন তাহলে যে সকল বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন সেগুলো হল,
শীতকালীন ফুল মানে কি শীতকালে কি কি ফুল চাষ করা যায় এবং শীতকালে ফুল চাষ করার পদ্ধতি। তো চলুন বন্ধুরা আর দেরি না করে আমরা এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করি। আশা করি এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়ার মাধ্যমে আপনি ফুল চাষ করার বিষয়ে অনেক অজানা তথ্য জানতে পারবেন।
এবং এই আর্টিকেলটি আপনার অনেক উপকারে আসবে। তো পড়তে থাকুন আর জানতে থাকুন শীতকালে ফুল চাষ করার পদ্ধতি গুলো কি কি।
শীতকালীন ফুল মানে কি
শীতকালীন ফুল মানে কি?। এ প্রশ্নটি করার জন্য প্রথমেই জানাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফুল ভালোবাসে না এমন মানুষ পাওয়া প্রায় অসম্ভব। কারণ ফুল একটি পবিত্র এবং ভালোবাসার প্রতীক। আমাদের মধ্যে অনেকে আছেন যারা ফুল প্রেমিক এবং ফুলকে অনেক ভালবেসে থাকেন।
তাই ফুল প্রেমিকেরা অনেকেই তাদের ছাদের টবে কিংবা জমিতে ফুল চাষ করে থাকে বিভিন্ন ধরনের রঙিন ফুল। শীতকাল মানেই হচ্ছে প্রাণের ছোঁয়া কেননা হিমের কনকনে ঠান্ডা আর চারদিকে কুয়াশাচ্ছন্ন ঢাকা প্রকৃতি এবং ফুলবাগানে ফুলের সুবাস, যেন এক অপূর্বময় পরিবেশের দেখা মিলে শীতকালীন সময়ে।
শুধু তাই নয় বাড়তি পাওয়া হিসেবে বাহারি রংয়ের শীতকালীন ফুল দেখা যায়। এই শীতকালীন ফুল লাগানোর সবথেকে উপযুক্ত সময় হচ্ছে নভেম্বর মাস। শীতকালে আমরা বিভিন্ন ধরনের নাম না জানা রঙিন ফুল দেখতে পায়। পরিবেশকে সুন্দরময় করার জন্য ফুল আমাদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আর শীতকালীন ফুল মানে হচ্ছে ভালোবাসার ছোঁয়া। আশা করি শীতকালীন ফুল মানে কি বিষয়টি বুঝতে পেরেছেন। এবার আমরা নিচের অংশ থেকে জানতে পারবো শীতকালে কি কি ফুল চাষ করা যায় সে বিষয়ে। তো চলুন আমরা নিচের অংশ থেকে জেনে নেওয়ার চেষ্টা করি শীতকালে কি কি ফুল চাষ করা যায়।
শীতকালে কি কি ফুল চাষ করা যায়
শীতকালে কি কি ফুল চাষ করা যায়। এ বিষয়টি জানার জন্য আর্টিকেলের এই অংশটুকু আপনি পড়তে থাকুন কারণ আমরা আর্টিফাই এর এই অংশে খুবই সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করেছি শীতকালে কি কি ফুল চাষ করা যায়। তো চলুন আর দেরি না করে আমরা জেনে নেওয়ার চেষ্টা করি শীতকালে কি কি ফুল চাষ করা যায় সে বিষয়ে।
শীত আসলেই ফুলের ছড়াছড়ি, অন্যান্য ঋতুর চেয়ে শীত ঋতুতে ফুল ফুটে অসংখ্য।শীতকালীন সময়ে ফুলের সংখ্যাও প্রচুর পরিমাণে। যদিও ফুলগুলো বিদেশি ফুল তবুও আমাদের বাংলাদেশ এ সকল ও ফুল শীতকালীন সময়ে প্রচুর দেখা যায়। শুধু প্রচুর ফুল বিষয়টি তা নয় এই ফুলগুলোর রূপব বৈচিত্র্যে এবং সুগন্ধে ভরপুর।
কোন মৌসুমে এতটা সুগন্ধময় হয় না ফুলগুলো। বিভিন্ন নার্সারিতেই শীতকালীন সময়ে প্রচুর ফুল পাওয়া যায় যেমনঃ লম্বা কাছে দেশের জাত রাজ গাঁদা, বড় বড় ইনকা গাঁদা, রক্ত গাঁদা, ছোট ছোট চায়না গাঁদা, হলদে লাল মেশানো জাম্বু গাঁদা, দেশী গাঁদা ইত্যাদি নানান ধরনের জাতের গাঁদা ফুলের চারা পাওয়া যায়।
শুধু তাই নয় আরো রয়েছে ডালিয়া, এন্টিরীনাম, ডেইজি, শিলভিয়া, কসমস, ন্যাস্টার সিয়াম, পপি, প্যান্সি, ভারবেনা, প্যানজি, হলিহক, সূর্যমুখী, ক্যালেন্ডুলা, মর্নিং গ্লোরি, শিলভিয়া, পর্টুলেকা, এজালিয়া, জারবেরা, সুইট পি, গোলাপ, অ্যাস্টার, গ্লাডিওলাস প্রভৃতি, চন্দ্রমল্লিকা, কারনেশান, ফ্লক্স ইত্যাদি পেয়ে যাবেন।
ডালিয়া, জারবেরা, ক্যালেন্ডুলা, গাঁদা, চন্দ্রমল্লিকা, কারনেশান, অ্যাস্টার ইত্যাদি টবে জন্মায়। কিন্তু জমিতে কিংবা বাগানে সব ফুলে লাগানো যেতে পারে। আমরা এখানে যে সকল ফুলের নাম গুলো বললাম সেগুলো আপনি চাষ করতে পারেন। তো এবার আমাদের জানা প্রয়োজন শীতকালে ফুল চাষ করার পদ্ধতি সম্পর্কে।
সেজন্য আমরা নিচের অংশে আলোচনা করেছি কালের ফুল চাষ করার পদ্ধতি সম্পর্কে। তো আর দেরি না করে আমরা নিচের অংশ থেকে জেনে নেওয়ার চেষ্টা করি শীতকালে ফুল চাষ করার পদ্ধতি গুলো কি কি সে বিষয়ে।
শীতকালে ফুল চাষ করার পদ্ধতি
এতক্ষণ আমরা জেনে গেছি শীতকালে কি কি ফুল চাষ করা যায়?। এখন আমরা আর্টিকেলের এই অংশে জানবো শীতকালে ফুল চাষ করার পদ্ধতি সম্পর্কে। শুধু শুধু শীতকালে কি কি ফুল চাষ করা যায় এ বিষয়টি জানলেই হবে না আমাদেরকে এটাও জানতে হবে শীতকালে ফুল চাষ করার পদ্ধতি গুলো সম্পর্কেও। তো চলুন বন্ধু আর দেরি না করে আমরা বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করি শীতকালে ফুল চাষ করার পদ্ধতি গুলো কি কি সে বিষয়ে।
শীতকালীন সময়ে বিভিন্ন রকমের ফুল চাষ করা গেলেও আমরা এখন আলোচনা করব ১১টি ফুলের চাষ সম্পর্কে। ১১টি ফুলের মধ্যে রয়েছে ডালিয়া, চন্দ্রমল্লিকা, সূর্যমুখী, কসমস, জিনিয়াস, অ্যাস্টার, গাঁদা, গোলাপ, ক্যামেলিয়া, প্যান্সি, পপি, ফ্লক্স, কারনেশান, শিলভিয়া, ক্যালেন্ডুলা ইত্যাদি। তো চলুন একে একে আমরা শুরু করি ১১টি শীতকালে ফুল চাষ করার পদ্ধতি সম্পর্কে।
১। ডালিয়া ফুল চাষ করার পদ্ধতিঃ
- ডালিয়া ফুল চাষ করার জন্য প্রথমেই আপনাকে একটি বড় আকারের টপ প্রয়োজন হবে।
- এই ফুল চাষ করার জন্য সবথেকে ভাল মাটি হবে দোআঁশ মাটি।
- যদি ছোট টব হয় তাহলে ডালিয়ার কাটিং ছাড়া যে কোন নার্সারি থেকে নিয়ে আসার পর মাটিতে বপন করতে হবে।
- ডালিয়া গাছের সঙ্গে শক্ত কাঠি বেঁধে দিতে পারেন যাতে করে ডালিয়া গাছ না লড়ে।
- কিছুদিন পর পর প্রয়োজন মতো ডালিয়া গাছের গোড়ায় সার কিংবা সর্ষের ফুল ও পচা জল দিতে হবে।
- যখনই গাছের ডগা বেড়ে যাবে তখনই গাছের ডগা কেটে দিতে হবে।
২। চন্দ্রমল্লিকা ফুল চাষ করার পদ্ধতিঃ
- প্রথমেই আপনি চন্দ্রমল্লিকার গাছ থেকে ডাল কেটে নেওয়ার পর একটি পাত্রের মধ্যে জল দিয়ে রেখে দিন।
- যখনই দেখবেন শিকড় গজাচ্ছে তখনই টবে মাটির মধ্যে প্রতিদিন।
- সমপরিমাণ গবর ষাঁড় প্রয়োগ করতে হবে মাটির সঙ্গে।
- আপনি যদি চন্দ্রমল্লিকা গাছের ফুল ভালো পেতে চান তাহলে ঝলমলে রোদ ও ঠান্ডা আবহাওয়া প্রয়োজন হবে। সেজন্য চন্দ্রমল্লিকাকে কোন ছায়া যুক্ত জায়গায় রেখে দেওয়ার চেষ্টা করুন।
৩। সূর্যমুখী ফুল চাষ করার পদ্ধতিঃ
- যেকোন নার্সারি থেকে সূর্যমুখী গাছের জন্য ভালো বড় টপ কিনে আনুন।
- এই গাছের জন্য হালকা ভেজা মাটি প্রয়োজন হবে। তারপর এই মাটিতে হাল জৈব সার দিয়ে মিশিয়ে মাটিটিকে তৈরি করুন।
- টবে মাটি পূরণ করে সে মাটিতে বীজ পুতে দিন।
- নিয়মিত দুই বেলা করে প্রয়োজন মতো পানি ডিম।
- কোনভাবেই যেন গাছের গোড়ায় পানি জমাট বেঁধে না থাকে।
- যদি দেখেন মাটি স্যাঁতস্যাঁতে পানি দেবেন না।
- যখন এই গাছের একমাস বয়স হবে তখন প্রয়োজনমতো গাছের গোড়ায় বাড়তি সার দিবেন।
৪। কসমস ফুল চাষ করার পদ্ধতিঃ
- নদীর বালি মাটি, বাগানের মাটি, ভূমি কম্পোস্ট সমপরিমাণ ভালোভাবে মিশিয়ে টবে পূরণ করে রাখতে হবে।
- তারপর যেকোন নার্সারি থেকে কসমস গাছ কিনে এনে টবে লাগিয়ে দিন।
- দুই তিন দিন হয়ে গেলে ছায়াযুক্ত জায়গায় রেখে দিন।
- এরপর রোদ যুক্ত জায়গাতে রেখে দিন।
- এই গাছটির খুব দ্রুত বড় হতে থাকে এবং ফুল ধরে খুব তাড়াতাড়ি।
- কসমস গাছটিতে প্রতিদিন পানি দেওয়া কিংবা বিশেষ সার প্রয়োজন হয় না।
- কসমস গাছ রোদ খুবই পছন্দ করে থাকে।
৫। জিনিয়াস ফুল চাষ করার পদ্ধতিঃ
- আপনি যদি বীজের মাধ্যমে এই ফুল চাষ করেন তাহলে, বংশবিস্তার ভালো হবে।
- যেকোন নার্সারি থেকে জিনিয়ার চারা নিয়ে আনতে হবে।
- আপনি যদি আপনার টবে এই গাছের চারা বপন করেন, তাহলে এক সপ্তাহ পর পর টবের গোড়ায় তরল সার দেওয়া লাগবে।
- আপনি যদি এই গাছ থেকে ভালো ফুল পেতে চান তাহলে আপনাকে উর্বর দোআঁশ মাটিতে গোপন করতে হবে কেননা এই ফুলের জন্য সবথেকে উপযোগী মাটি হচ্ছে উর্বর দোআঁশ মাটি।
- এই ফুলের কাছে নিয়মিত পানি দিতে হবে এবং ফুল শুকানো শুরু হয়ে গেলে ফুল কেটে দিতে হবে।
৬। অ্যাস্টার ফুল চাষ করার পদ্ধতিঃ
- যে কোন নার্সারি থেকে অ্যাস্টার ফুল এর চারা সংগ্রহ করুন।
- তারপর দোআঁশ মাটির সঙ্গে জৈব সার প্রয়োগ করুন, তারপর একসাথে মিশ্রণ করে ফেলুন।
- টবে মাটি গুলো ভরে নিন। এবং সেই মাটিতে অ্যাস্টার ফুলের চারা বুপন করুন।
- সপ্তাহে দুই থেকে তিন দিন গাছের গোড়ায় পানি দিন। তবে গাছের গোড়ায় যেন পানি জমে না থাকে।
৭। গাঁদা ফুল চাষ করার পদ্ধতিঃ
- প্রথমে বাজার কিংবা নার্সারি থেকে টব এবং গাঁদা ফুলের চারা কিনে নিয়ে আসুন।
- তারপর দোআঁশ মাটির সাথে জৈব সার মিশিয়ে মাটি তৈরি করে টবে পুরন করুন।
- টবে যে সকল মাটি আছে সে সকল মাটিতে গাঁদা ফুলের চারা লাগিয়ে নিন।
- প্রত্যেক সপ্তাহে একদিন করে প্রয়োজন মত সরষে পচা পানি দেওয়ার চেষ্টা করুন।
৮। গোলাপ ফুল চাষ করার পদ্ধতিঃ
- প্রথমেই যে কোন না শাড়ি থেকে গোলাপ ফুলের চারা সংগ্রহ করুন।
- তারপর দোআঁশ মাটি, কম্পোস্ট, পাতা পচা সার ইত্যাদি একত্রে মিশিয়ে মাটিতে সুন্দর ভাবে মিশ্রণ করুন।
- অন্তত এক সপ্তাহ খোলা স্থানে এই মাটিটি রেখে দিন।
- এরপর টবে মাটি পূরণ করে চারাটি বপন করুন।
- গোলাপ গাছের মরা ডাল পালা গুলি কেটে ফেলুন।
৯। ক্যামেলিয়া ফুল চাষ করার পদ্ধতিঃ
- প্রথমেই আপনি বাজার থেকে বা যেকোন নার্সারি থেকে টব এবং ক্যামেলিয়া ফুলের চারা কিনে নিয়ে আসুন।
- মাটি তৈরি করুন দোআঁশ মাটির সঙ্গে জৈব সার প্রয়োগ করে, তারপর টবে মাটি পূরণ করুন।
- তারপর ক্যামেলিয়া ফুলের চারা লাগিয়ে দিন টবের মাটিতে।
- প্রত্যেক সপ্তাহে অন্তত একদিন করে প্রয়োজনমতো সরষে পচা জল দেওয়ার চেষ্টা করুন।
১০। প্যান্সি ফুল চাষ করার পদ্ধতিঃ
- যে কোন নার্সারি থেকে প্যান্সি ফুলের চারা সংগ্রহ করার চেষ্টা করুন।
- এরপর দোআঁশ মাটি, পাতা পচা সার, গোবর সার একত্রে মিশিয়ে মাটিটিকে তৈরি করুন।
- মাটি মিশন হয়ে গেলে এক সপ্তাহ খোলা জায়গায় রেখে দিন।
- তারপর প্যান্সি ফুলের চারাটিকে টবে বসিয়ে দিন।
- দুই তিন দিন পর পর প্রয়োজন মত পানি দিন। কিন্তু গাছের গোড়ায় যেন পানি না জমে থাকে সেদিকে খেয়াল রাখার চেষ্টা করুন।
১১। ফ্লক্স ফুল চাষ করার পদ্ধতিঃ
- অন্তত এক ফুট গভীরে টিলিং কিংবা কুড়াল দিয়ে আপনার মাটি প্রস্তুত করে ফেলুন।
- মাটিতে প্রচুর পরিমাণে কম পোস্ট মিশিয়ে নিন চারা বপনের আগে।
- ফ্লক্স ফুলের গাছে সপ্তাহে এক ইঞ্চি করে জল দিয়ে, যদি কোন প্রকার বৃষ্টিপাত পর্যাপ্ত না হয়ে থাকে এবং আরো ফুল ফোটাতে উৎসাহিত করার জন্য তাদের মৃতপ্রায় রাখুন।
- বেশিরভাগই পূর্ণ রোদে ভালো করবে শুধু তাই নয় আংশিক ছায়া সহ করতে পারে।
লেখকের মন্তব্য | শীতকালে কি কি ফুল চাষ করা যায় | শীতকালে ফুল চাষ করার পদ্ধতি
প্রিয় পাঠক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছেন শীতকালে কি কি ফুল চাষ করা যায় এবং শীতকালের ফুল চাষ করার পদ্ধতি সম্পর্কে। আমরা যেহেতু সকলেই ফুলকে অনেক পছন্দ করি এবং ফুলকে অনেক ভালোবাসি কেননা ফুল হচ্ছে পবিত্র,
তবে শীতকালীন ফুলগুলো আমাদের বেশি আকর্ষণীয় করে তুলে কারণ শীতকালীন সময়ে অনেক নাম না জানা ফুল আমরা দেখতে পাই। তাই আমাদের প্রত্যেকেরই উক্ত বিষয় সম্পর্কে বিস্তারিতভাবে জেনে রাখা উচিত কেননা আমরাও যেন আমাদের বাসায় ফুল চাষ করতে পারি। এর পাশাপাশি পরিবেশের সৌন্দর্য যেন বাড়াতে পারি।
আরো পড়ুনঃ কালমেঘ পাতার উপকারিতা ও অপকারিতা
আশা করি এই আর্টিকেলটি আপনার কাছে অনেক ভালো লেগেছে এবং এই আর্টিকেলটি আপনার অনেক উপকারে আসবে। তাই যদি এই আর্টিকেলটি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনার বন্ধুরাও যেন আপনার মাধ্যমে জানতে পারে শীতকালে কি কি ফুল চাষ করা যায়,
এবং শীতকালে ফুল চাষ করার পদ্ধতি সম্পর্কে। আর অবশ্যই আমাদের এই ওয়েবসাইটে নিয়মিত ভিজিট বা ফোলো করার চেষ্টা করবেন। কারণ আমরা এই ওয়েবসাইটে নিয়মিত নতুন নতুন ব্লক পোস্ট বা আর্টিকেল পাবলিশ করে থাকি। আসসালামু আলাইকুম।
সাগর ম্যাক্স এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url