২০২৬ সালে কোন দেশে বিশ্বকাপ হবে - ফুটবল বিশ্বকাপ কে কতবার নিয়েছে

পৃথিবীর মানচিত্র প্রথম কে আবিষ্কার করেনপ্রিয় পাঠক, আপনি নিশ্চয়ই অনেক আগ্রহের সাথে জানতে চাচ্ছেন, ২০২৬ সালে কোন দেশে বিশ্বকাপ হবে? এবং ফুটবল বিশ্বকাপ কে কতবার নিয়েছে? তা সম্পর্কে। তাহলে আপনি সঠিক জায়গাতে এসেছেন, কেননা আমরাই আপনাকে জানাবো ২০২৬ সালে কোন দেশে বিশ্বকাপ হবে ও ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্ব কবে থেকে শুরু হবে এবং ফিফা বিশ্বকাপ ফুটবলের নাম কি।
২০২৬ সালে কোন দেশে বিশ্বকাপ হবে - ফুটবল বিশ্বকাপ কে কতবার নিয়েছে
তাই আপনি অবশ্যই পোস্টটি মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবেন। আশা করি এ পোস্টটি আপনার অনেক উপকারে আসবে। এবং ফুটবল বিষয়ে বিভিন্ন ধরনের নতুন তথ্য এই পোস্টের মাধ্যম থেকে পাবেন। তাহলে চলুন এগুলো সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করা যাক ২০২৬ সালে কোন দেশে বিশ্বকাপ হবে এবং ফুটবল বিশ্বকাপ কে কতবার নিয়েছে সে সম্পর্কে।
পোস্ট সূচিপত্রঃ

ভূমিকা | ২০২৬ সালে কোন দেশে বিশ্বকাপ হবে | ফুটবল বিশ্বকাপ কে কতবার নিয়েছে

কাতার বিশ্বকাপে আমরা সকলেই দেখেছি আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে। কাতার বিশ্বকাপের রেশ কাটরতে কাটরতেই ২০২৬ বিশ্বকাপের জন্য পরিকল্পনা বা প্রস্তুতি করা শুরু হয়ে গেছে। সে ক্ষেত্রে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। পরবর্তী বিশ্বকাপ থেকে বাড়াবে দলের সংখ্যা। এর পাশাপাশি বাড়াবে ম্যাচের সংখ্যাও। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী বলা যায়, আগামী বছর থেকে বিশ্বকাপ আয়োজিত হবে কমপক্ষে ৪৮ টি দল নিয়ে।
এছাড়াও দল বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ানো হবে গ্রুপের সংখ্যা। সেক্ষেত্রে আগামী বিশ্বকাপের গ্রুপ সংখ্যা বেড়ে হবে ১২টি এবং প্রত্যেকটি গ্রুপে থাকবে ৪টি করে দল। এবং মোট ম্যাচের সংখ্যা দিয়ে দাঁড়াবে ১০৪ টি। আমরা এতদিন থেকে ৬৪ টি ম্যাচের খেলা দেখেছি। এখন সেটা বেড়ে গিয়ে ১০৪ টি হয়ে গেছে। সেজন্য ইতিহাসে সবথেকে লম্বা বিশ্বকাপ দেখা যাবে। এছাড়াও মোট ছয়টা ফুটবল ফেডারেশন অংশগ্রহণ করবে বিশ্বকাপ।

২০২৬ বিশ্বকাপ বাছাই পর্ব কবে থেকে শুরু হবে

২০২৩ সালে অক্টোবর মাসের শুরু হতে যাচ্ছে এশীয় অঞ্চল গুলির বাছাই পর্ব । গত দুই বিশ্বকাপের বাছাই পর্বের মতোই এবারের এই বাছাই পর্বের ফলাফল ২০১৭ এএফসি এশিয়ান কাপের বাছাই পরবেও কার্যকর করা হবে। পরবের২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য দল বাছাই করার প্রক্রিয়া হলো ২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাই পর্ব।

সেক্ষেত্রে যে দলগুলো বাছাইপর্ব থেকে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করবে, মূলত তারায় কানাডা মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে অংশগ্রহণ করবে বা করতে পারবে।

২০২৬ বিশ্বকাপে এশিয়া থেকে কতটি দল যোগ্যতা অর্জন করেছে

কাতারে আমরা সেই বারের মতো দেখেছি ৩২ দলের ফুটবল খেলা। কিন্তু ২০২৬ থেকে দেশের সংখ্যা বেড়ে হবে ৪৮ টি। প্রত্যেকটি মহাদেশ থেকেই যোগ্যতা অর্জনকারী দেশের সংখ্যা বােড়ে চলেছে। সেক্ষেত্রে ব্যতিক্রম এশিয়াও নয়। আমরা এতদিন ধরে দেখে আসছি এশিয়া থেকে চারটি দেশ সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পেতো। কিন্তু ২০২৬ সাল থেকে এশিয়া মহাদেশ থেকে মূলত ৮ টি করে দেশ খেলার সুযোগ পাবে। 

তাছাড়াও প্লে অফে জিততে পারলে আরো একটি দেশের সামনে বিশ্বকাপে খেলার সুযোগ রয়েছে। কিছুদিন আগে এএফসি-র তরফে যোগ্যতা অর্জনের ফরম্যাটতৈরি করেছে। এবং এএফসি-র অধীনে মোট ৪৭ টি দেশ রয়েছে। এই মুহূর্তে ভারত রয়েছে ১৭ নম্বরে। এক্ষেত্রে ক্রমতালিতাই ২৬ থেকে ৪৭ নম্বরে থাকা দেশগুলি একে অপরের বিরুদ্ধে খেলবে, যেটা হবে যোগ্যতা অর্জনের প্রথম রাউন্ড হিসেবে। যেখান থেকে মূলত ১১ টি দল যোগ দিবে ক্রমতালিতাই থাকায় প্রথম ২৫ জনের সঙ্গে। নয়টি গ্রুপে ভাগ করা হবে, মোট ৩৬ টি দেশকে। 

প্রত্যেকটি গ্রুপে থাকবে ৪টি করে দেশ। এবং প্রত্যেকটি গ্রুপ থেকে প্রথম দুটি দেশ যাবে যোগ্যতা অর্জন পূর্বের তৃতীয় রাউন্ড হিসেবে। তাছাড়া ১৮ টি দেশকে তিনটি গুরুপে ভাগ করা হবে। সেখান থেকে প্রত্যেকটি গ্রুপে থাকবে ৬টি করে দিস। এবং তারা একে অপরের বিরুদ্ধে রাউন্ড রবিন ফরম্যাটে খেলবে। সেখান থেকে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে, প্রতিটি গ্রুপের শীর্ষে থাকা দুটি দল। অর্থাৎ বলা যায়, মোট ৬ টি দেশের বিশ্বকাপে যোগ্যতা অর্জন হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন।

ফুটবল বিশ্বকাপ কে কতবার নিয়েছে

আমরা অনেকেই জানি ফুটবল বিশ্বকাপ জিতেছে শুধুমাত্র ৮টি দেশ। কিন্তু এতদিন ধরে শুধুমাত্র পাঁচটি দেশ একাধিকবার ফুটবল বিশ্বকাপ জেতার কীর্তি গড়েছে। সর্বশেষ ২০২২ সালে কাতারে ৩৬ বছরের খরা কাটিয়ে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে। এখন আমরা জানবো, একাধিকবার কে কে চ্যাম্পিয়ন হয়েছে। 

যেমন ব্রাজিল নিয়েছে ৫বার, ইতালি নিয়েছে ৪বার, আর্জেন্টিনা নিয়েছে ৩বার, উরুগুয়ে নিয়েছে ২বার, ফ্রান্স নিয়েছে ২বার। সেজন্য আপনাদের সুবিধার্থে আমরা নিচে তালিকা আকারে দেখানোর চেষ্টা করেছি কে কতবার চ্যাম্পিয়ন হয়েছে।

স্বাগতিকদেশ  

জয়ীদেশ

খেলারফলাফল

১৯৩০ উরুগুয়ে 

উরুগুয়ে 

উরুগুয়ে-আর্জেন্টিনা(৪-২)

১৯৩৪ ইতালি

ইতালি  

ইতালি-চেকোস্লোভাকিয়া(২-১)

১৯৩৮ ফ্রান্স

ইতালি

হাঙ্গেরি-ইতালি(২-৪)

১৯৪২ হয়নি



১৯৪৬ হয়নি



১৯৫০ ব্রাজিল

উরুগুয়ে

উরুগুয়ে-ব্রাজিল(২-১)

১৯৫৪ সুইজারল্যান্

জার্মানি

হাঙ্গেরি-জার্মানি(২-৩)

১৯৫৮ সুইডেন

ব্রাজিল

সুইডেন-ব্রাজিল(২-৫)

১৯৬২ চিলি

ব্রাজিল

চেকোস্লোভাকিয়া- ব্রাজিল(১-৩)

১৯৬৬ ইংল্যান্ড

ইংল্যান্ড

জার্মানি-ইংল্যান্ড(২-৪)

১৯৭০ মেক্সি

ব্রাজিল

ইতালি-ব্রাজিল(১-৪)

১৯৭৪ জার্মানি 

জার্মানি

হল্যান্ড-জার্মানি(১-২)

১৯৭৮ আর্জেন্টিনা

আর্জেন্টিনা

হল্যান্ড-আর্জেন্টিনা(১-৩)

১৯৮২ স্পেন

ইতালি

জার্মানি-ইতালি(১-৩)

১৯৮৬ মেক্সিকো

আর্জেন্টিনা 

জার্মানি-আর্জেন্টিনা(২-৩)

১৯৯০ ইতালি

জার্মানি

আর্জেন্টিনা-জার্মানি(০-১)

১৯৯৪ যুক্তরাষ্ট্র

ব্রাজিল

0-0, ট্রাইব্রেকারে= ব্রাজিল-ইতালি(৩-২)

১৯৯৮ ফ্রান্স

ফ্রান্স

ব্রাজিল-ফ্রান্স(০-৩)

২০০২ (দ. কোরিয়া-জাপান)

ব্রাজিল

জার্মানি-ব্রাজিল(০-২)

২০০৬ জার্মানি

ইতালি

১-১, ট্রাইব্রেকারে= ফ্রান্স-ইতালি(৩-৫)

২০১০ দক্ষিণ আফ্রিকা

স্পেন

হল্যান্ড-স্পেন(০-১)

২০১৪ ব্রাজিল

জার্মানি

জার্মানি-আর্জেন্টিনা(১-০)

২০১৮ রাশিয়া

ফ্রান্স

ক্রোয়েশিয়া-ফ্রান্স(২-৪)

২০২২ কাতার

আর্জেন্টিনা

৩-৩,প্লেন্টি=আর্জেন্টিনা-ফ্রান্স(৪-৩)

২০২৬ সালে কোন দেশে বিশ্বকাপ হবে

২০২৬ সালে  একসাথে তিনটি দেশ যেমনঃ মেক্সিকোকানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্র একসাথে ফিফা বিশ্বকাপের ২৩ তম আসর আয়োজন করবে।

তারিখঃ ১১ই জুন - ২০ শে জুলাই।

দলঃ ৪৮ টি প্রকাশিত হয়েছে। এবং ৬টি দল কন ফেডারেশন থেকে।

মাঠঃ ১৬ টি (১৬ টি আয়োজক শহরে আয়োজিত হবে)।

২০৩০ বিশ্বকাপ ফুটবল কোথায় হবে

ফিফা ২০২২ কাতার বিশ্বকাপের পর। ২০৩০ বিশ্বকাপের আয়োজক হতে আগ্রহী দেখিয়েছিলেন সৌদি আরব। এবং তারা সেই লক্ষ্যে বেশ তোর ঝড় শুরু করে দিয়েছিল। কিন্তু হঠাৎ করেই ২০৩০ বিশ্বকাপের আয়োজক হওয়ার দৌড় থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে মধ্য প্রাচীরের এই দেশটি।

সৌদি আরব দেশের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তাদের নিজেদের নাম প্রত্যাহার করে নেওয়ার জন্য। আবার সৌদি আরব তাদের ঘরোয়া লীগকে ঢেলে সাজাতে তারকা ফুটবলারদের লিগে এনে বেশ আলোচনার সম্মুখীন হয়েছে। এত অর্থ দিয়ে বিশ্বের তারকা ফুটবলারকে দলে টানে সৌদি আরব ক্লাবগুলো।

সেক্ষেত্রে ধারণা করা হচ্ছিল, ফিফা বিশ্বকাপের আয়োজক দেশ হওয়ার লক্ষ্যে মূলত এত অর্থ বিনিয়োগ করে যাচ্ছে সৌদি আরব। কিন্তু হঠাৎ করেই সৌদি আরব আয়োজক হওয়ার দৌড় থেকে সরে আসা সিদ্ধান্ত নেয়। সৌদি আরব সরে দাঁড়ানোর ফলে, ফিফা ২০৩০ বিশ্বকাপ আয়োজক হওয়ার ধরে এগিয়ে গেল স্পেন পর্তুগাল এবং মরক্কো।

এখন মূলত এই তিনটি দেশ মিলে যৌথভাবে আয়োজন করার জন্য আবেদন করেছেন ২০৩০ বিশ্বকাপ। আবার অন্যদিকে, সম্মিলিতভাবে ফিফা ২০৩০ বিশ্বকাপ আয়োজনের দৌড়ে আছেন আর্জেন্টিনা, চিলি, প্যারাগুয়ে এবং উরুগুয়ে। কিন্তু শেষ পর্যন্ত ফিফা ২০৩০ বিশ্বকাপ কোন দেশে আয়োজন হবে, সেটি প্রকাশ পাবে আগামী ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে।

শেষ কথা | ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্ব কবে থেকে শুরু হবে | ২০২৬ সালে কোন দেশে বিশ্বকাপ হবে

প্রিয় পাঠক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছেন, ২০২৬ সালে কোন দেশে বিশ্বকাপ হবে এবং ফুটবল বিশ্বকাপ কে কতবার নিয়েছে সে সম্পর্কে। আশা করি এ পোস্টটি আপনার অনেক উপকারে আসবে। তাই এই পোস্টটি আপনার কাছে ভালো লেগে থাকলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।
এবং এরকম বিভিন্ন ধরনের নতুন নতুন আর্টিকেল বা ব্লক পোস্ট নিয়মিত পেতে আমাদের সাথেই থাকুন, তাছাড়াও আমরা এই ওয়েবসাইটে প্রযুক্তি বিষয়ক বিভিন্ন পোস্ট বা আটিকের প্রকাশ করে থাকি। আসসালামু আলাইকুম।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সাগর ম্যাক্স এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url