শাপলা ফুল কখন হয় - লাল শাপলা কখন ফুটে বিস্তারিত জানুন

কোথায় টিয়া পাখি পাওয়া যায়প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন, আশা করি সবাই ভাল আছেন। আবারো আপনাদের সামনে হাজির হলাম শাপলা ফুল কখন হয় এবং লাল শাপলা কখন ফুটে সে বিষয় নিয়ে। আমাদের অনেকেরই মাঝে, অনেক সময় কৌতুহল জাগে যে বিষয়টি জানার সেটা হল শাপলা ফুল কখন হয় এবং লাল শাপলা কখন হবে। মূলত তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এখন এই আর্টিকেলের মাধ্যমে জানতে পারবেন, শাপলা ফুল কখন হয় এবং লাল শাপলা কখন ফুটে।
শাপলা ফুল কখন হয় - লাল শাপলা কখন ফুটে
কারণ আমরা এই আর্টিকেলে মাধ্যমে সুন্দরভাবে আলোচনা করেছি শাপলা ফুল কখন হয় এবং লাল শাপলা কখন ফুটে। যেহেতু আমাদের দেশে জাতীয় ফুল হলো শাপলা সেহেতু আমাদের প্রত্যেকেরই উচিত এই সকল বিষয় সম্পর্কে জানার। তো চলুন বন্ধুরা দেরি না করে আমরা জেনে আসি শাপলা ফুল কখন হয়, লাল শাপলা কখন ফোটে এবং শাপলা ফুলের বৈশিষ্ট্য গুলো কি কি। আশা করি এই আর্টিকেলটি পড়তে আপনার খুবই ভালো লাগবে, কেননা এটা আমাদের দেশের জাতীয় ফুল।
পোস্ট সূচিপত্র:

ভূমিকা 

ফুল পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া প্রায় অসম্ভব আর সেটা যদি হয় শাপলা ফুল তাহলে তো কোন কথাই নেই। শাপলা ফুল আমরা সকলেই পছন্দ করি। কারণ শাপলা ফুল আমাদের দেশের জাতীয় ফুল। আমরা মূলত এই আর্টিকেলটি সাজিয়েছি শাপলা ফুল নিয়েই। আপনি এই আর্টিকেলের মাধ্যমে জানতে পারবেন শাপলা ফুল কখন হয়, লাল শাপলা কখন ফুটে, শাপলা ফুল কোথায় হয়, শাপলা ফুলের বৈশিষ্ট্য, শাপলা ফুল অনুচ্ছেদ এবং শাপলা ফুল সম্পর্কে দশটি বাক্য।
তো এ সকল বিষয়গুলো জানার জন্য আপনাকে অবশ্যই এই আর্টিকেলটির সম্পূর্ণ প্রথম থেকে মনোযোগ সহকারে পড়তে হবে। কারণ আমরা এই আর্টিকেলটি পয়েন্ট আকারের সুন্দরভাবে সাজিয়েছি। আপনি একটার পর একটা পয়েন্ট পড়বেন আর এ সকল বিষয়গুলো জানতে পারবেন। তাহলে চলুন বন্ধু আর দেরি না করে আমাদের জাতীয় ফুল শাপলা সম্পর্কে বিস্তারিত ভাবে জেনে আসার চেষ্টা করি।

শাপলা ফুল কখন হয়

আমরা এখন আর্টিকেলের এই অংশে জানতে চলেছি শাপলা ফুল কখন হয়?। আসলে শাপলা ফুল ফুটতে দেখা যায় বছরের সব সময়। কিন্তু শ্রেষ্ঠ সময় হল বর্ষা ও শরৎ। তাছাড়া শাপলা ফুল ভোরবেলা ফোটে এবং দিনের আলো বাড়ার সঙ্গে সঙ্গে পাপড়ি বুঝে যায়। এবং সরাসরি ভাবে কান্ড এবং মূলের সঙ্গে যুক্ত থাকে। এছাড়াও শাপলার পাতা আর ফুলের কাণ্ড কিংবা বাটি বা পরস্পন্দ জলের নিচে মূলের সঙ্গে যুক্ত থাকে।

আর এই মূল যুক্ত থাকে মাটির সাথে এবং পাতা পানের ওপর ভেসে থাকে সবসময়। মূলত এই মূল থেকেই নতুন পাতার জন্ম হয়। পাতাগুলো গোল এবং সবুজ রঙের হওয়া সত্বেও নিচের দিকে কালো রং হয়ে থাকে। যে সকল পাতাগুলো ভেসে থাকে সেই পাতাগুলোর চারদিকে ধারালো হয়। পাতাগুলির দৈর্ঘ্য ২০ থেকে ২৫ সেন্টিমিটার এবং এদের ব্যাপ্তি প্রায় ০.৯ থেকে ১.৮ মিটার হয়ে থাকে।

শাপলা ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে যেমন সাদা, নীল, বেগুনি, গোলাপী ইত্যাদি। তবে বাংলাদেশের জাতীয় ফুল হিসেবে শাপলা ফুলের সাদা রংটাই বেছে নেওয়া হয়েছে। শাপলা ফুল দেখতে কিছুটা তারার মতো লাগে, এই ফুলে চার থেকে পাঁচটি থাকে এবং ১৩ থেকে ১৫ টি পাপড়ি হয়। এছাড়া কাফের সমান ব্যতিগুলি ১১ থেকে ১৪ সেন্টিমিটার হয়ে থাকে। আশাকরি শাপলা ফুল কখন হয় বিষয়টি বুঝতে পেরেছেন।

শাপলা ফুল কোথায় হয়

আমরা এখন আর্টিকেলের এই অংশে জানতে চলেছি শাপলা ফুল কোথায় হয়। আসলে শাপলা ফুল বেশি অংশ দেখা যায় গ্রাম অঞ্চল গুলোতে যেসব খাল বিল রয়েছে সেগুলোতে। বর্ষার সময় যখন খাল বিল পানিতে ভরে থাকে তখন শাপলা ফুল বেশি দেখা যায়। যখন খাল বিলে প্রচুর পানি থাকে তখন শুধু সাদা সাপ নয় বিভিন্ন রংয়ের শাপলা ফুল দেখা যায়। তবে বেশি অংশ দেখা যায় আমাদের জাতীয় ফুল হিসেবে সাদা শাপলা ফুলটি।

তাই আপনার বাসা যদি শহরে হয়, তাহলে আপনাকে শাপলা ফুল দেখতে হলে অবশ্যই গ্রামের খাল মিলে যেতে হবে। কেননা শহরের কোন প্রকার শাপলা ফুল দেখা যায় না কারণ শহরে কোন জায়গাতেই পানি এক জায়গায় জমে থাকে না সেজন্য শাপলা ফুল কখনো দেখা যায় না। যেহেতু আমার বাসা গ্রামে আমি নিজে জানি কখন শাপলা ফুল ফুটে বা কোথায় হয়। আপনি যদি শাপলা ফুল কোথায় হয় এ জায়গাগুলো দেখতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতেও পারেন কারণ আমি জানি যে কোথায় শাপলা ফুল হয়।

শাপলা ফুল হয় কারণ আমাদের জমিতে বর্ষার সময় অনেক পানি জমে থাকে সেখানে বিভিন্ন রঙের শাপলা ফুল হয়। তাহলে বন্ধু আপনি এতক্ষণে নিশ্চয় জেনে গেছেন শাপলা ফুল কোথায় হয়। শাপলা ফুল দেখতে কার না ভালো লাগে। তাছাড়া প্রায় প্রত্যেকেরই শাপলা ফুল দেখতে অনেক ভালো লাগে কারণ শাপলা ফুল দেখতে কিছুটা তারার মত এবং শাপলা ফল আমাদের বাংলাদেশের জাতীয় ফুল হিসেবে স্বীকৃতি অর্জন করেছে।

শাপলা ফুলের বৈশিষ্ট্য

আমরা এখন আর্টিকেলের এই অংশে জানতে চলেছি শাপলা ফুলের বৈশিষ্ট্য সম্পর্কে। শাপলা ফুলের বহু বৈশিষ্ট্য রয়েছে। যেমন শাপলা গাছের শিকড় পানির নিচে থাকে এবং ফুল ডাটা দিয়ে পানির ওপর ফোটে থাকতে দেখা যায়। শাপলা ফুলগুলো প্রায় পাঁচ থেকে সাত দিন পানির উপর ভাসমান থাকে। বিশেষ করে শাপলা ফুল ভোর বেলায় ফুটতে দেখা যায় এবং দিনের আলো বাড়ার সঙ্গে সঙ্গে শাপলা ফুলের পাপড়ি বুঝে যায়।

প্রায় সরাসরি কান্ড এবং মূলের সঙ্গে যুক্ত থাকে এই শাপলা ফুল। শাপলা গাছের পাতা আর ফুলের কাণ্ড কিংবা বাটি বা পুষ্পদণ্ড পানির নিচে মূলের সঙ্গে যুক্ত থাকে। এবং এই মূল যুক্ত থাকে মাটির সাথে এবং পাতা পানির ওপরে ভেসে থাকে সব সময়। তাছাড়া এই মূল থেকেই নতুন পাতা জন্মায়। শাপলা ফুল গাছের পাতাগুলি গোল এবং সবুজ রঙের হয়ে থাকে কিন্তু নিচের দিকে কালো রং হয়।
ভাসমান শাপলার পাতা গুলোর চারদিক ধারালো হয় কিছুটা। আর পাতার দৈর্ঘ্য প্রায় ২০ থেকে ২৩ সেন্টিমিটার হয়ে থাকে এবং এদের ব্যক্তি প্রায় ০.৯ থেকে ১.৮ মিটার হয়ে থাকে। শাপলা ফুল বিভিন্ন রংয়ের হয়ে থাকে যেমন সাদা, গোলাপি, বেগুনি, নীল ইত্যাদি। শাপলা ফুলে চাঁদ থেকে পাঁচটি ব্যতি থাকে বিদ্যমান এবং ১৩ থেকে ১৫ টি পাপড়ি থাকে। শাপলা ফুল গুলো দেখতে তারার মত হয়ে থাকে। আর কাপের সমান বৃতিগুলো ১১ থেকে ১৪ সেন্টিমিটার হয়। বাংলাদেশে প্রায় বছরের সব সময় শাপলা করতে দেখা যায় জমাট বাধা জলাশয় গুলোতে কিন্তু বর্ষা ও শরৎ শাপলা ফুল জন্মানোর শ্রেষ্ঠ সময়।

শাপলা ফুল অনুচ্ছেদ

আমরা এখন আর্টিকেলের এই অংশে জানবো শাপলা ফুলের অনুচ্ছেদ।

আমরা প্রত্যেককে জানি আমাদের বাংলাদেশের জাতীয় ফুল হচ্ছে শাপলা ফুল। আর এই শাপলা ফুলটি হচ্ছে একপ্রকার জলজ ফুল। বাংলাদেশে প্রধানত তিন ধরনের শাপলা ফুল দেখতে পাওয়া যায়। যেমন সাদা শাপলা ফুল, নীল শাপলা ফুল, লাল শাপলা ফুল। এসফল উল্লেখযোগ্য ফুলের মধ্যে সাদা রংয়ের শাপলা ফুলি বাংলাদেশের জাতীয় ফুল হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। সাদা শাপলা ফুল সচরাচর দেখতে পাওয়া যায়। বস্তুত এরা নদীমাতূক এবং হাওরপ্রধান। তাছাড়া শীতকালে শাপলা ফুলের গাছ মরে যায়।

কিন্তু মাটির তলদেশে কান্ড শুধু সতেজ থাকে। আবার যখন বৃষ্টি হয় তখন কাণ্ড থেকে গাছ জন্মায় এবং এই গাছে ফুল হয়ে থাকে। শাপলা ফুল এক প্রকার পদ্মা-গোত্রীয় ফুলের অন্তর্গত। শাপলা ফুলের এক স্তবকে কয়েকটি পাপড়ি রয়েছে। শাপলা ফুল বাংলাদেশের সর্বত্রই দেখতে পাওয়া যায়। তাছাড়া শাপলা ফুলের অতুলনীয় বিশেষ সৌন্দর্য রয়েছে কারণ শাপলা ফুল দেখতে কিছুটা তারার মত লাগে। সেজন্যই মূলত আমাদের বাংলাদেশে শাপলা ফুলকে জাতীয় ফুলের মর্যাদা দেওয়া হয়েছে।

শাপলা ফুল সম্পর্কে দশটি বাক্য

আমরা এখন আর্টিকেলের এই অংশে জানতে চলেছি শাপলা ফুল সম্পর্কে দশটি বাক্য। যেহেতু শাপলা ফুল আমাদের জাতীয় ফুল সেহেতু আমাদের প্রত্যেকেরই শাপলা ফুল সম্পর্কে ১০টি বাক্য জেনে রাখা উচিত। তাহলে চলুন বন্ধু দেরি না করে আমরা ঝটপট জেনে নেই শাপলা ফুল সম্পর্কে দশটি বাক্য। তাছাড়া বিভিন্ন পরীক্ষার প্রশ্নে মাঝেমধ্যেই দেখা যায় শাপলা ফুল সম্পর্কে দশটি বাক্য বিষয়ে। তাহলে চলুন বন্ধু দেরি না করে আমরা ঝটপট জেনে নেই। শাপলা ফুল সম্পর্কে দশটি বাক্য।
  1. শাপলা ফুল আমাদের ঘরের শোভা বর্ধনে এবং অনেক রকমের রোগের ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে।
  2. শাপলা ফুল সাধারণত দেখা যায় বর্ষা ঋতুতে ফোটে।
  3. আমাদের বাংলাদেশের কিছু কিছু অঞ্চল রয়েছে যেখানে শাপলা ফুলের ডাটা সবজি হিসেবে খাওয়া হয়ে থাকে।
  4. শাপলা ফুলকে একপ্রকার জলজ উদ্ভিদ বলা হয়ে থাকে কারণ শাপলা ফুল শুধু জলে জন্মায়।
  5. আমাদের বাংলাদেশের সাধারণত সাদা, বেগুনি, লাল, রক্ত লাল সহ প্রকৃতি রঙের শাপলা ফুল ফুটতে দেখতে পাওয়া যায়।
  6. "Nymphhaeaceae" এই নামটি শাপলা ফুলের বৈজ্ঞানিক নাম।
  7. আমাদের বাংলাদেশের পরিত্যক্ত হাওর, বাওর, পুকুর, নদী এবং জলাশয় কোন পরিচর্যা ছাড়াই শাপলা ফুল ফুটতে দেখা যায়।
  8. বাংলাদেশের মর্যাদা প্রাপ্ত জাতীয় ফুলটি হল শাপলা ফুল।
  9. বাংলাদেশের মুদ্রা ও ডাকটিকেট ছাপ চিত্রে শাপলা ফুল ব্যবহৃত করা হয়েছে।
  10. শাপলা ফুলের ডগাকে ছেলেমেয়েরা মালা বানিয়ে আনন্দ উপভোগ করে থাকে।

শেষ কথাঃ শাপলা ফুল কখন হয় - লাল শাপলা কখন ফুটে

প্রিয় বন্ধুরা, এতক্ষণ আমাদের এই ওয়েবসাইটে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ক্ষণ নিশ্চয়ই আপনারা এতক্ষণে জেনে গেছেন, শাপলা ফুল কখন হয় এবং লাল শাপলা কখন ফুটে। যেহেতু শাপলা ফুল আমাদের দেশের জাতীয় ফল, সেহেতু আমাদের প্রত্যেকেরে উচিত বিষয় সম্পর্কে জানার। আশা করি এই পোস্টটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে, এবং এই পোস্টটি আপনাদের অনেক উপকারে আসবে।
তাই এই পোস্টটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, আপনার বন্ধুরাও আপনাদের মাধ্যমে জানতে পারবে লাল শাপলা কখন ফুটে এবং শাপলা ফুল কখন হয়। আর অবশ্যই আমাদের এই ওয়েবসাইটে আপনারা নিয়মিত ভিজিট বা ফোলো করবেন। কারণ আমরা এই ওয়েবসাইটে নিয়মিত নতুন নতুন ব্লগ পোস্ট বা আর্টিকেল পাবলিশ করে থাকি। আসসালামু আলাইকুম।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সাগর ম্যাক্স এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url