গরমে সুস্থ থাকবেন কিভাবে - প্রচন্ড গরমে কি খাওয়া উচিত
ভূমিকা | গরমে সুস্থ থাকবেন কিভাবে | প্রচন্ড গরমে কি খাওয়া উচিত
অতিরিক্ত গরমে শরীরের কি কি ক্ষতি হয়
শরীর গরম হয়ে গেলে কি করতে হবে
- বাড়ির বাইরে থাকার সময় সরাসরি রোধ থেকে এড়িয়ে চলার চেষ্টা করুন।
- এবং স্যালাইন পানিতে থাকা সোডিয়াম, পটাশিয়াম এবং চিনি শরীর শীতল রাখতে বিশেষভাবে কার্যকর। সেক্ষেত্রে আপনি দীর্ঘ সময় গরমে অবস্থান করলে স্যালাইন পান করুন।
- হালকা বা পাতলা রঙের পোশাক ব্যবহার করার চেষ্টা করুন
- শরীরে পানি শূন্যতা দূর করতে অতিরিক্ত পানি ও শরবত পান করুন।
- গ্রীষ্মকালীন ফলের তৈরি জুস পান করুন।
- বেশি করে সাত সবজি খান, এবং মাংস এড়িয়ে চলার চেষ্টা করুন।
- প্রসাবের গারো রং পানি স্বল্পতার লক্ষণ, তাই আপনি আপনার প্রসাবের রং খেয়াল করুন।
- চেষ্টা করতে পারেন দিনে বাইরে কম যেতে।
- ছাতা ও টুপি সব সময় সাথে থাকলে ভালো হয়।
- সানস্ক্রিন ব্যবহার করুন, ত্বককে সূর্যের ক্ষতিকর রোশনি থেকে বাঁচাতে।
গরমে ঘর ঠান্ডা রাখার উপায়
গরমে ঘর ঠান্ডা রাখার জন্য এই উপায় গুলি অবলম্বন করুন
দরজা
যতটুকু পারেন দরজা খুলে রাখার চেষ্টা করুন, কারণ দিনে যদি ঘরের দরজা বন্ধ থাকে তাহলে বাতাস চলাচল করতে পারে না এতে করে রাতেও ভর গরম হয়ে থাকে।
ঘরের পর্দা টেনে রাখুন
দিনের বেলা গরমে সব সময় ভারী পর্দা টেনে রাখার চেষ্টা করুন। সেক্ষেত্রে আপনার ঘর অনেক ঠান্ডা থাকবে। এবং দক্ষিণ-পশ্চিম দিকে দেয়ালে জানালা থাকলে অবশ্যই পর্দা গুলো ট্রেনে রাখবেন।
বরফ পাখা ব্যবহার করুন
এক বাটি বরফ রাখুন টেবিল ফ্যানের সামনে। এতে করে কিছুক্ষণ পর দেখবেন ঘর ঠান্ডা হয়ে গেছে।
বিছানায় সুতির চাদর
পূর্ব-পশ্চিম জানালা
আপনি এই দুই দিকের জানালায় সানশেড লাগাতে পারেন। ঘর গরম হয়ে যাবে এমন কোন কাজ করবেন না।
বাথরুমও রান্না ঘরে ফ্যান চালান
বাথরুম ও রান্না ঘরের যতোটুকু সম্ভব ফ্যান চালিয়ে রাখুন। এতে করে রুমের গরম বাতাস বেরিয়ে যাবে। এবং ঘর ঠান্ডা থাকবে।
বন্ধ রাখুন জানালা
যতটুকু সম্ভব দিনের বেলায় জানালা বন্ধ রাখুন। এবং রাতে ঘুমানোর আগে জানালা খুলে ঘুমান। এতে করে ঘরে আবহাওয়া চলাচল করবে এবং ঘর দ্রুত ঠান্ডা হয়ে যাবে।
বাড়ির পাশে গাছপালা লাগান
আপনি যদি আপনার বাড়ির চারপাশে গাছপালা লাগান। তাহলে গাছের ছায়ায় আপনার ঘর অনেক শীতল বা ঠান্ডা থাকবে।
গ্রিল রান্না থেকে দূরে থাকুন
গরমের এই সময় ঘরে গ্যাসের চুলা জ্বালালে ঘর অনেক গরম হয়। সেক্ষেত্রে সময় সাপেক্ষ গ্রিল রান্না থেকে দূরে থাকার চেষ্টা করুন।
ঘরে তীব্র আলো
আপনি যদি আপনার ঘরে আলো জ্বালিয়ে রাখলে ঘর দ্রুত গরম হবে। যদি আপনার কোন খুব প্রয়োজন না হয়। তাহলে তীব্র আলো জ্বালাবেন না ঘরে। সে ক্ষেত্রে আপনার ঘরে টেবিল ল্যাম্প বা ডিম লাইট ব্যবহার করতে পারেন।
আরো পড়ুনঃ কেন ব্যায়াম গুরুত্বপূর্ণ
গরমে সুস্থ থাকবেন কিভাবে
- এই গরমে আপনি প্রচুর পরিমাণে শাক সবজি খেতে পারেন, যেমন টমেটো, শসা, লাউ, ক্যাপ শিকাম ইত্যাদি আপনার খাদ্য তালিকায় রাখতে পারলে ভালো হয়।
- এই গরমের মধ্যে সামান্য খাবার এদিক-ওদিক হয়ে গেলেই পেট ব্যথার সমস্যা দেখা দেয়, হজমে গোলমাল দেখা দেয়, এবং পেট কামড়ানোর সম্ভাবনা থাকে। তাই যতটুকু পারেন বাইরের খাবার থেকে এড়িয়ে চলার চেষ্টা করুন।
- আপনাদের মধ্যে কারো যদি শ্বাসকষ্ট, দুর্বলতা ও মাথা ঝিমঝিম করা, এবং বুকে ব্যথা করে। তাহলে অবশ্যই যত দ্রুত পারেন চিকিৎসকের পরামর্শ নিন।
- ঘরে যাতে বাতাস প্রবেশ করতে পারে এবং ঘর যাতে ঠান্ডা থাকে সেদিকে সবসময় খেয়াল রাখুন।
- হালকা রং ও হালকা এবং ঢিলেঢালা পোশাক করার চেষ্টা করুন।
- আপনি যেখানেই যান না কেন সঙ্গে পানি অবশ্যই রাখবেন।
- আপনি উচ্চ প্রোটিনযুক্ত খাবারের পরিবর্তে অল্প অল্প খেতে পারেন।
- রোদচশমা ব্যবহার করুন, সূর্যের আলো থেকে চোখ রক্ষা করার জন্য।
- আপনি অধিক পরিশ্রম থেকে ও সরাসরি রোধে যাওয়া থেকে বিরত থাকার চেষ্টা করুন। সে ক্ষেত্রে বেলা ১১ টা থেকে দুইটা পর্যন্ত সরাসরি রোদে যাওয়া থেকে বিরত থাকুন। কারণ এই সময় দিনের সবচেয়ে বেশি গরম পড়ে।
গরমে শরীর ঠান্ডা রাখার উপায়
গরমে শরীর ঠান্ডা রাখার কিছু উপায় উল্লেখ করা হলো
- তখনই কোন প্রকার ভারী ব্যায়াম করুন যখন ভোর বা সন্ধ্যা নামে প্রকৃতি শীতল হয় তখন। যদি আপনি রোদের মধ্যে ভারী ব্যায়াম করেন তাহলে মাসলে ক্র্যাম্প ধরা শুরু করে। এবং সেখান থেকে অনেক ধরনের সমস্যা হতে পারে।
- যতটুকু পারেন নিজেকে চেষ্টা করুন ছায়ার মধ্য দিয়ে চলাচল করতে। কোন কারণবশত যদি রোদে চলাফেরা করতে হয় তাহলে মাথায় ক্যাপ রাখুন অথবা ছাতা ব্যবহার করুন।এবং রিক্সায় চলাচল করলে রিস্কার হুর উঠিয়ে চলুন। তাছাড়া ত্বকে সানস্ক্রিন ক্রিম মাখন।
- বিভিন্ন ধরনের মাংস, ডিম ও চর্বি জাতীয় খাবার থেকে দূরে থাকুন। তরল খাবার বেশি বেশি করে খাওয়ার চেষ্টা করুন যেমন ডাবের পানি, তরমুজ ইত্যাদি বেশি করে খান।
- হালকা রঙের পোশাক পরার চেষ্টা করুন। সে ক্ষেত্রে সব থেকে ভালো হয় যদি আপনি সাদা রঙে পোষা করতে পারেন তাহলে। এবং সব সময় শুকরিয়া ঢিলা পোশাক পড়ুন।
- শরীরে ঘামের সঙ্গে ব্যাকটেরিয়া যায়, প্রচুর পরিমান পানি। শেফা আমি পূরণ করার জন্য আপনাকে অনেক বাড়তি পানি পান করতে হবে। শরীরের পোস্টগুলো শীতল রাখতে চাইলে বেশি বেশি পানি খান।
- এমনিতেই গরমের সময় চা কফি খেতে ইচ্ছা করে না। সে ক্ষেত্রে তাপমাত্রায় শরবত খেতে পারেন। তবে বরফ ঠান্ডা পানীয় থেকেও দূরে থাকুন, কেননা তাতেও শরীর অনেক গরম হয়।
- ধূমপান করলে শরীর আরো গরম হয়ে যায়। সে ক্ষেত্রে আপনার যদি সিগারেট খাওয়ার অভ্যাস থাকে তাহলে সেটা ত্যাগ করুন।
সাগর ম্যাক্স এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url